নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বিকালের গল্প

মুক্ত কাহন

কথা কখনও মিথ্যা হয় না।আপনি যা বলছন বা শুনছেন তা হয়তবা কাল্পনিক অথবা বাস্তব বিবর্জিত কিন্তু কথাগুলো মিথ্যা না।

মুক্ত কাহন › বিস্তারিত পোস্টঃ

রাজাকারপিডিয়া বানাইতে চাই

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

আশে পাশে যত কিছু দেখছি মোটামুটি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ নিয়ে কম লেখালেখি হচ্ছে না। কিন্তু মুল জিনিষটায় সবাই বাদ দিয়ে যাচ্ছে একটা রাজাকারপিডিয়া বানানো হোক যেখানে উমুক রাজাকার এর তুমুক কারনামা লিপিবদ্ধ থাকবে। মানুষ পড়বে জানবে। আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম আমার মত অরথব হোক। তারা যেন মুখের উপর বলতে পারে তুই রাজাকার। আমার বলতে ৪২ বছর সময় লেগেছে তাদের যেন না লাগে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

ক্লিকবাজ বলেছেন: মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারেরও তালিকা থাকা উচিৎ। সূর্য সন্তানদের যেমন মনে রাখবে সেই সাথে তালিকাভূক্ত রাজাকারদেরও যেন বাংলাদেশের মানুষ ঘৃণার সাথে মনে রাখে।

তবে সেই তালিকা হতে হবে দল-মত নির্বিশেষে, এমনকি যে সকল রাজাকাররা কোন দলের নয়।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

েফরারী এই মনটা আমার বলেছেন: যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান চাই ।
Click This Link

বরং ইসলামী আদর্শের ভিত্তিতে আমরা সব রাজাকারদের বিচার চাই।
Click This Link

জামাতীরা জাহান্নামী ।
Click This Link

কসাই কাদের মোল্লা কতটুকু ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলো ?
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.