নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বিকালের গল্প

মুক্ত কাহন

কথা কখনও মিথ্যা হয় না।আপনি যা বলছন বা শুনছেন তা হয়তবা কাল্পনিক অথবা বাস্তব বিবর্জিত কিন্তু কথাগুলো মিথ্যা না।

মুক্ত কাহন › বিস্তারিত পোস্টঃ

আত্মসম্মানে বাঁধছে বড্ড

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১২

বেশ কয়েকদিন ধরেই বঙ্গদেশের রাজনীতি আর তার রাষ্ট্রপতি নিয়ে বিশাল রকমের আলোচনা সমালোচনা নিয়ে মাতামাতি দেখছি। এই অকৃতজ্ঞ জাতীর কৃতজ্ঞতা বোধ কত বিশাল এবং কেমন বেশ কয়েকদিন ধরে ভালোই টের পাচ্ছি। আবার সরকারদলীয় তারাও যে দুধে ধোঁয়া তুলসিপাতা তা বললেও ভুল করা হবে। চারপাশ মিলিয়েই কোন কিছু বোঝার চেয়ে সে বিষয়ে সমালোচনা করা লোকের সংখ্যায় বেশি। কেউবা ফেসবুকে আমার মত যারা একটু বাংলায় টাইপ করতে পারে তারা ব্লগে আবার কিছু উচ্চস্তরের চিন্তাবিদেরা রাত ১০ টার পর টেলিভিশনের পর্দায় নিজেদের মতামত প্রকাশ করছেন। অন্যদের কি বোঝাবেন তারা নিজেরাই কতটুকু নিজেদের বোঝেন সে ব্যাপারে আমার এখন কিছুটা সন্দেহ জাগছে মনের মধ্যে।



সময় কাল এবং এক্সপেরিমেন্ট এর ভিত্তিতে যেমন বৈজ্ঞানিক তত্ত্ব পরিবর্তিত হয় তেমন বঙ্গ দেশের রাজা তার রাজনীতি এবং তার ইতিহাস ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। শুধু পার্থক্য এই যায়গায় এই পরিবর্তনে নতুন কোন তত্ত্ব লাগে না, লাগে না কারো মতামত। যে যার ইচ্ছা মত পরিবর্তন করতে পারে। কেনই বা পারবে না। আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস রাখি।

তোমরা বরং মরে ভালোই করেছো। আমি মুজিব ভাসানী এদের কথায় বলছি। অসম্মান করা হয়ে গেল নাম ধরে ডাকছি তাই না। কি করব অকৃতজ্ঞ জাতি যে আমরা, ল্যাং মেরে খুব সহজে ভুলে যাওয়ার দলে বাস করি আমরা। না থাক আর লেখে লাভ নেই। নিজের আত্মসম্মানে বাঁধছে বড্ড।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.