![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা কখনও মিথ্যা হয় না।আপনি যা বলছন বা শুনছেন তা হয়তবা কাল্পনিক অথবা বাস্তব বিবর্জিত কিন্তু কথাগুলো মিথ্যা না।
চাই না
আমার রক্তমাখা হাতে করা সে বিচার
আমি চাই না
আমার দেশে আমার মানুষ আমাকে
কথা বলতে দেইনি
চাই না আমি তা চাই না
গল্প কথার কবিতার ছলে
যে আমার মুখ চেপে ধরেছিলো
চাই না আমি তাকে চাই না
আমার ঘরে বন্দী আমি
মুখ চেপে গলা ধরে
যে আমায় আটকে রেখেছিলো
চাই না আমি চাই না
সেই স্বাধীনতা
©somewhere in net ltd.