![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা কখনও মিথ্যা হয় না।আপনি যা বলছন বা শুনছেন তা হয়তবা কাল্পনিক অথবা বাস্তব বিবর্জিত কিন্তু কথাগুলো মিথ্যা না।
তুমি কি আমাকে ভয় পাও।
নাহ তোমাকে ভয় পাবো কিসের জন্য।
তাহলে এইরকম মুখ কালো করে বসে আছো কিসের জন্য।
ব্যপারটা তোমাকে না আমি অন্ধকারটাকে ভয় পাচ্ছি।
মানে কি? আমি তোমার পাশেই বসে আছি তাই না। আমাকে আর আগের মতও ভালোবাসো না, ফোন রেখে দিতে চাইলেই আজকাল ফোন রেখে দাও। কালকে ঠিক মতও কথাও বলো নাই। তুমি হাসতেছো কেনো!!!!
কারো রাগের মধ্যেও যে ভালোবাসা থাকে আর সেই ভালোবাসা যে অন্ধকারে দেখা যাচ্ছে বিশ্বাস করতে পারছি না।
তোকে বিশ্বাস করতে হবে না তুই থাক তোর কাজ নিয়ে। আমি কে আমাকে ত আর আগের মতও ভালোবাসিস না।
বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে............
আমি কি তোমার হাত ধরতে পারি??
তোর হাত ধরতে হবে না।
কিছুক্ষণ পর মেয়েটি ছেলেটার বুকে মাথা রাখলো।
একটা কথা বলি।
বলো.........
না বলব না।
আচ্ছা থাক বলতে হবে না। এখনও অনেক সময় বাকি আছে।
আচ্ছা তোমার কি আমাদের প্রথম হাত ধরার কথা মনে পড়ে। তুমি বলসিলা এখানে আমার হাতটা ধরতে পারো। আমি খুব নার্ভাস ছিলাম তাও অনেক সাহস নিয়ে তোমার হাতটা ধরসিলাম। হয়তও এতও সাহস তোমাকে মনের কথা বলার সময়ও ছিলো না।
মনে আছে ২২০ কিলোমিটারের রাস্তা পার করছিলাম শুধু তোমাকে দেখবো বলে। কয়টা মুহূর্তই অনেক কম ছিলো আমাদের জন্য। আমি কিন্তু শিউর ছিলাম দেখা হলেই তুমি আমাকে জুতা পেটা করবা।
ছিঃ এইসব কি ধরনের কথাবার্তা আর এই রকম বিশ্রীভাবে হাসতেছো কিসের জন্য।
বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
তুমি আমার কোলে মাথা দিয়ে আছো। ঘুম ভেঙ্গে যাবে বলে হাত বুলাই দিতে পারতেছি না। অন্ধকারে না দেখেই কেমন করে তুমি যেনো সেটা বুঝে গেলা। ঠিক সেই দিনের মতও বললা মাথায় হাত বুলাই দিতে। আমি অনেক সাহস নিয়ে হাত বুলাই দিচ্ছি। ঠিক সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে হাত ধরার সময় মনে মনে প্রতিজ্ঞা করসিলাম এই হাত কোনো দিন ছাড়া যাবে না। আমি ছাড়িনি ছাড়বোও না কোনোদিন। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় সকালে ঘুম থেকে উঠে তোমাকে দেখবো। তুমি একটু রাগ, একটু হাসি, একটু ঝাড়ি দিয়ে কথা বলবা। আর আমি হাসবো। আর মনে মনে বলবও এই হাত কোনও দিন ছাড়া যাবে না। কোনও দিন না।
২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
বিজন রয় বলেছেন: হাত ধরে রাখেন।
+++
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
নকীব কম্পিউটার বলেছেন: মন ছুঁয়ে যায়।