নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগব্লগানি

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

শোহেইল মতাহির চৌধুরী

মানুষের অগ্রযাত্রার ধারাবাহিকতা আমার রক্তে ও মননে। মানুষ ও মানুষের নিরন্তর সংগ্রাম ছাড়া আর কোনো ইতিহাস আমি জানি না। আজন্ম মানুষকে জানি সর্বশ্রেষ্ঠ হিসেবে আর বাকী সব মানি অহেতুক ধুম্রজাল।

শোহেইল মতাহির চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিবিসির জরিপে সেরা 20 বাংলা গান

০২ রা মে, ২০০৬ সন্ধ্যা ৭:১২

গত বছর বিবিসি বাংলা বিভাগ শ্রোতা জরিপে নির্বাচন করেছিল সর্বকালের সেরা বিশ বাঙালি। এবার ঠিক একইভাবে শ্রোতা জরিপের উপর ভিত্তি করে তারা নির্বাচন করছেন সেরা বিশ বাংলা গান। এ পর্যন্ত জরিপের ফলাফলে 3য় থেকে বিশতম পর্যন্ত গানের তালিকা পাওয়া গেছে। 3য় স্থানে রয়েছে আবদুল গাফফার চৌধুরির লেখা এবং আলতাফ মাহমুদের সুরে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি। 4র্থ স্থানে আছে মান্নাদের গাওয়া জনপ্রিয় গান 'কফি হাউজের সেই আড্ডাটি'। গানটির গীতিকার গৌরি প্রসন্ন দে এবং সুরকার সুপর্ণ কান্তি ঘোষ। 5ম স্থানে আছে রেবেকা সুলতানার গাওয়া মুক্তি যুদ্ধের গান 'এক সাগর রক্তের বিনিময়ে'। এ গানটির গীতিকার গোবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ। 6ষ্ঠ স্থানে রয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের কথা ও সুরে 'আমি বাংলার গান গাই'। গানটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায় শিল্পী মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠে। 7ম স্থানে রয়েছে মুক্তি যুদ্ধের গান 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে' । গানটির গীতিকার গোবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ। 8ম স্থানে রয়েছে জগন্ময় মিত্রের গাওয়া 'তুমি আজ কত দূরে'। গানটির গীতিকার প্রণয় রায় এবং সুরকার সুবল দাস। 9ম স্থানে রয়েছে শাহনাজ রহমতউল্লাহর গাওয়া গান 'একনদী রক্ত পেরিয়ে'। গানটির গীতিকার এবং সুরকার খান আতাউর রহমান। 10ম স্থানে রয়েছে ডি এল রায়ের গান 'ধন ধান্যে পুষ্পে ভরা'। এ গানটির গীতিকার এবং সুরকারও ডি এল রায়। হেমন্ত মুখোপাধ্যায়ের 'মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে' রয়েছে 11তম স্থানে। গানটির গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। মুক্তি যুদ্ধের অমর গান আব্দুল জব্বারের গাওয়া 'সালাম সালাম হাজার সালাম'গানটি রয়েছে 12তম স্থানে। মাজহারুল আনোয়ারের রচনা এবং আনোয়ার পারভেজের সুরে গান 'জয় বাংলা বাংলার জয়' রয়েছে 13ম স্থানে। লালন শাহ রচিত এং ফরিদা পারভিনের গাওয়া 'খাচার ভিতর অচিন পাখি ' গানটি রয়েছে 14তম স্থানে। মাজহারুল আনোয়ারের রচনা এবং আনোয়ার পারভেজের সুরে শাহনাজ রহমতউল্লাহর গাওয়া 'একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়ে' গানটি রয়েছে 15তম স্থানে। বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ' কারার ওই লৌহ কপাট' গানটি রয়েছে 16 তম স্থানে। 17তম স্থানে রয়েছে ্'এই পদ্মা এই মেঘনা' গানটি। কাজি নজরুল ইসলামের গান 'চল চল চল' রয়েছে 18তম স্থানে। আনোয়ার পারভেজের সুরে এবং শাহনাজ রহমতউল্লাহর গাওয়া 'একতারা তুই দেশের কথা' রয়েছে 19তম স্থানে। হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ' তুমি কি দেখেছ কভু' রয়েছে 20 তম স্থানে।

এছাড়া বিবিসি লন্ডনের গোপন সূত্রমতে জানা গেছে তালিকার 2য় স্থানে রয়েছে ভুপেন হাজারিকার গাওয়া 'মানুষ মানুষের জন্য' গানটি। তালিকায় 1ম স্থানে রয়েছে অর্থাৎ বিবিসির জরিপে সর্বকালের সেরা বাংলা গান বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গিত ' আমার সোনার বাংলা'।



সংবাদদাতা: শঙ্খ দাশগুপ্ত

সৌজন্যে: দৈনিক আমাদের সময়

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০০৬ রাত ২:০৫

অতিথি বলেছেন: আহ, খুব ভালো লাগলো শুনে। এই গানের সাথে আমার শৈশব মিশে আছে। নিজেকে যতদিন ভালোবাসবো, সোনার বাংলাকে ভালোবাসার এই নিঃস্বার্থ অঙ্গীকারও গেয়ে যাবো সশব্দে, নিরুচ্চারে ... আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

২| ০৩ রা মে, ২০০৬ ভোর ৬:০৫

অতিথি বলেছেন: শোহেইল ভাই, এই সেরা 20 গান নিয়ে কোন সংকলন সিডি লন্ডনে বের হলে অনুগ্রহ করে জানাবেন।
আপনার aol ইমেল এড্রেসটা কি চেক করেন নিয়মিত?

৩| ০৩ রা মে, ২০০৬ সকাল ৮:০৫

অমি রহমান পিয়াল বলেছেন: শোমোচৌদা, অভিনন্দন নিজ নামে ডাবলের। 5ম স্থানে থাকা- এক সাগর রক্তের বিনিময়ে' গানটির গায়িকা কী রেবেকা সুলতানা না স্বপ্না দাস (ছবি : আবার তোরা মানুষ হ)। আমার ভূল হতে পারে, তবে কনফিউশানটা দূর করবেন কী? অভিনন্দন।

৪| ০৩ রা মে, ২০০৬ সকাল ৮:০৫

অতিথি বলেছেন: পিয়াল: ধন্যবাদ। ছবিতে স্বপ্না দাস গেয়েছিলেন। রেবেকা সুলতানা নিশ্চয়ই স্বাধীন বাংলা বেতারে গেয়েছিলেন। আমার তো খোঁজ নেয়ার সুযোগ নেই। আপনি নিয়ে জানাবেন।

৫| ০৩ রা মে, ২০০৬ সকাল ৯:০৫

অমি রহমান পিয়াল বলেছেন: মা বুড়ো হয়েছেন, তবু স্মৃতির ভরসায় বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেই গানটি গেয়েছিলেন স্বপ্না দাস, ছবিতেও খান আতাউর রহমান তাকে দিয়েই গাইয়েছেন। আবারও বলছি- আ'ম নট সিওর অ্যাট অল

৬| ০৩ রা মে, ২০০৬ সকাল ৯:০৫

অপ বাক বলেছেন: আমি মোটামুটি নিশ্চত আমার সোনার বাংলা ই 1ম গান বিবেচিত হবে,

৭| ০৩ রা মে, ২০০৬ সকাল ৯:০৫

অরূপ বলেছেন: "ধন ধান্যে পুষ্পে ভরা" প্রথম পাঁচে থাকেেল ভালো হতো.. :(

৮| ০৩ রা মে, ২০০৬ দুপুর ১:০৫

অতিথি বলেছেন: আহ, অরূপ!!! 10 আর 5 -এ তেমন তফাৎ কই। কারো কাছে যা 5 অন্যের কাছে তাই 10!!!

৯| ০৪ ঠা মে, ২০০৬ সকাল ১০:০৫

অমি রহমান পিয়াল বলেছেন: একটা সংশোধনী আনছি দাদা, স্বপ্না দাস নন, ওনার নাম স্বপ্না রায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.