নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেইল ঠিকানা: [email protected]

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

দুরন্ত ইসলাম

আমি দিদারুল ইসলাম দুরন্ত। অন্যায়ের প্রতিবাদ করতে চাই। অন্যায়ের প্রতিবাদ করুন। সাহস না পেলে আমাকে মেইল করুন। আমি প্রতিবাদ করব, ব্লগে, পত্রিকায়, রাজপথে। আমার মেইল ঠিকানা: [email protected]

দুরন্ত ইসলাম › বিস্তারিত পোস্টঃ

১। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩





বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে এ নিয়ে অজানা ইতিহাস ২০১৪ সালে জানার পর এখন স্বভাবতই মনে প্রশ্ন জাগা উচিত যে ,







১। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?

২। বাংলাদেশের প্রথম বিরোধীদলীয় নেতা কে?

৩। বাংলাদেশের কার্যক্রম ১৯৭৮ সালে শুরু হয়েছিল কিনা???

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

হতাশ নািবক বলেছেন: দুর মিয়া পোস্ট দেওয়ার সময় পাইলেন না, বিম্পি সংসদ ইলেকশনে অংশগ্রহন করুক,
সেই সংসদ ইলেকশন কইরা বিম্পি ক্ষমতায় আসুক,
বাংলার তথাকথিত মাহথির(?) প্রধারনমন্ত্রী হোক্।


তার পর এই কথাটা সবাইরে জিগাইন, দেখবেন গড়গড় কইরা সবাই বইলা দিবো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রি কে?

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৪

দুরন্ত ইসলাম বলেছেন: সময়োচিত যথাযথ জবাব।

অনেক উপভোগ্য । ভাল থাকুন। ধন্যবাদ।

২| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০

এন ইউ এমিল বলেছেন: ভাবতাছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন দেশের শাথে হইছিলো? B-)) B-)) B-))

৩| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫২

শাহ আজিজ বলেছেন: @@এন ইউ এমিল বলেছেন: ভাবতাছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন দেশের শাথে হইছিলো?##

ভারতের সাথে । সিতারে পাকিস্তান আমাদের মুক্তিযুদ্ধে সকল সহায়তা দান করেছে ঃ চোরা তারেক্ক্যা

৪| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হুম অনেক না জানারে জানাইতে আইলেন ভাই!
তবে অনেক যদি কেহ মানুষকে দেবতা বানায়ে পুজে তার পরিনাম কি হয় জানেন লজিক কী কয়?
আমরা বানানোর মেশিন পেয়ে গেছি যা খুশি বানাতে পারি। দেখতে থাকুন কত কি বানাবো।ইতিহাস রাখুন বর্তমান ই কি যটেষ্ট নয় একটা আদর্শ জাতি গঠনে।
আমাদের এই পচা-আর নষ্ট ইতিহাসে আমাদের কি দিতে পেরেছে আর ভবিষ্যত প্রজম্মকে কী দিবে?

৫| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৮

ঢাকাবাসী বলেছেন: বিশ্বাস করেন আমি না!

৬| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৩:৪২

জাহাঙ্গীর জান বলেছেন: আপনার প্রশ্নের উত্তর পাইতে হলে পাবনা মানসিক হাসপাতালে যেতে হবে, সেখানে সবাই এক বাক্যে বলবে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এমনতর অদ্ভূত আর জটিল প্রশ্ন তো আগে কখনো শুনি নাই ।
কোন বইয়েও দেখি নাই ।
কোন ওয়াজ মাহফিলেও শুনি নাই ।
এই প্রশ্ন আপনি কোথা থেকে পেয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.