![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি জামাত-শিবির রাজাকার মুক্ত ব্লগ। আমার যে কোন পোষ্টে জামাত শিবির নিষিদ্ধ। জামাত-শিবির সমর্থিত ব্লগারের মন্তব্য মুছে দেওয়া হবে।
বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রথম কথা হল কুরান বিজ্ঞানের ধার ধারেনা । এরপরও যখন অবিশ্বাসীরা বিজ্ঞান ছাড়া অন্য কিছু মানতে নারাজ তাই বিজ্ঞানের আলোকে পবিত্র কুরআনকে বিশ্লেষন করা যাক । যদিও আমাদের বিশ্বাসীদের কোন প্রয়োজন নায় বিজ্ঞান দিয়ে মহান গ্রন্ত সর্বকালের সর্বশ্রেষ্ট বিজ্ঞান পবিত্র কুরআনকে প্রমান করার।
আধুনিক বিজ্ঞানের সাথে কোরানের কিছু আয়াতের সামাঞ্জস্যঃ
১.মানুষ সৃষ্টি পানি দিয়ে।[সুরা ফুরকান;৫৪]-
আধুনিক বিজ্ঞান এটার সাথে একমত ।
২.মানুষকে ৩টি স্তরে সৃষ্টি করা হয়েছে।[সুরা জুমার;৬]
মেডিকেল সায়েন্স বলছে ভ্রুন মায়ের পেটে ৩টি স্তরে আস্তে আস্তে বড় হয় ।
৩.ভ্রুন ১১ ও ১২তম পাজরের হাড়ের মধ্যে থেকে বড় হয়।[সুরা তারিক;৫-৭]
মেডিকেল সায়েন্সে এটা প্রমানিত ।
৪.নঘন্য পরিমান মিস্র শুক্রানো থেকে সৃষ্টি হয় মানুষ।[সুরা সাজদাহ;৮]-
মেডিকেল সায়েন্সের মতে বলে শুক্রানোর কিছু অংশ থেকে মানুষ
সৃষ্টি হয়।
৫.আল্লাহ সমস্ত জীব-জন্তু সৃষ্টি করেছেন পানি দিয়ে।[সুরা নুর;৪৫]-বিজ্ঞান ও এই কথাই বলছে।
৬.পৃথিবী উট পাখির ডিমের মত গোলাকার।[সুরা নাযিয়াত;৩০]
আজকের আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী সম্পূর্ণ গোলাকার না, বরং একটু চাপট (কমলালেবুর মত) আর উট পাখির ডিমও কমলালেবুর মত। অর্থাৎ,পৃথিবী উট পাখির ডিমের মত।
৭.মহাবিশ্ব সম্প্রসারণশীল।[ সুরা যারিয়াত;৪৭]-
বিজ্ঞানীরা একমত । এই বিষয়ে কোন সন্দেহ নায় ।
৮.আমি(আল্লাহ্) আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। [সুরা আম্বিয়া;৩২]-
বিজ্ঞান আমাদের বলছে বায়ুমন্ডল এর ওজন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে সুরক্ষন করে। কোরানে এই ওজন স্তর এর কথা বলছে।
৯.সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষ পথে বিচরণ করে।[সুরা আম্বিয়া;৩৪]-
বিজ্ঞান কিছু বছর আগেও মনে করত সূর্য স্থির,কিন্তু মডার্ন সায়েন্স বলছে সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষ পথে বিচরণ করে, যা কোরআন প্রায় ১৪০০ বছর আগেই বলেছে।
১০.সূর্য ও চন্দ্র নির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করে।[সুরা রদ/ রাদ;০২]-
বর্তমান বিজ্ঞান এর সাথে একমত।
১১.আল্লাহ্ বায়ু প্রেরন করেন,ফলে তা মেঘমালাকে সঞ্চালিত
করে।[সুরা রুম;৪৮]
-বর্তমান বিজ্ঞান এর সাথে একমত।
১২.ভ্রুন দেখতে জোঁকের মত। [সুরা আলাক;১-২]-
বর্তমান বিজ্ঞান এর সাথে একমত । প্রফেসর কিথমুর এটি প্রমান করেছেন। তিনি বলেছেনঃ “এটি আমার বলতে কোন আপত্তি নেই যে এই কোরআন আল্লাহর বানী এবং নবী মুহাম্মাদ আল্লার রাসুল”(সাঃ)
১৩.চাঁদের আলো প্রতিফলিত আলো। [সুরা ফুরকান;৬১]-
বর্ত মান বিজ্ঞান এর সাথে একমত। চাঁদের আলো ধার করা ।
১৪.পরমানুর ক্ষুদ্র কনা রয়েছে।[সুরা সাবা;৩]-
বর্তমান বিজ্ঞান এর সাথে একমত । ক্ষুদ্র কনা গুলো হল ইলেকট্রন,প্রোটন ,নিউট্রন।
পবিত্র কোরানে এরকম বহু আয়াত আছে ।
উপরের তথ্যগুলো বিজ্ঞান মাত্র ২০০-৩০০ বছর আগে প্রমান করেছে কিন্তু কোরআনে তা লিখা হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে। যেহেতু ১৪০০ বছর আগে কোন মানুষ
এসব তথ্য জানতো না সেহেতু কোন মানুষের পক্ষে এসব লিখা সম্ভব না ।
কোরআন মানব রচিত কোন গ্রন্থ নয় । এই কোরআন আমাদের স্রষ্টার বানী যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন।তার পরও যারা কোরানকে আল্লাহর বানী বলে বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে আমি কোরআনের এই আয়াতটা বলবোঃ
“তারা অন্ধ তারা বধির,তারা দেখেও দেখে না শুনেও শুনে না”
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৪
ফাহিম আহমদ বলেছেন: সুবহান আল্লাহ ,,,, জটিল সংগ্রহ ভাই
কেউ পড়ুক না পড়ুক তাতে কি ? আল্লাহর সন্তুষ্টির জন্য লিখে থাকলেই তা আপনার জন্য যথেষ্ট । আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন ইনশাল্লাহ। প্রিয়তে নিলাম
০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৪০
দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনাকেউ ধন্যবাদ ফাহিম ভাই । আপনার মন্তব্য পেয়ে ভাল লেগেছে ।
আল্লাহ আপনার মঙ্গল করুক ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৮
নুরুল অমিন বলেছেন: +++++++++্
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০
দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ নুরুল আমিন ভাই । ভাল থাকবেন ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট ভালো লেগেছে! এক্কেবারে সিম্পল কিছু টাইপো আছে ঠিক করে নিবেন!
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই । ওকে ঠিক করে নিব
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৭:২১
না পারভীন বলেছেন: কেন পড়লাম তো ? আর ভাল লেগেছে । সিম্পল কিন্তু সুন্দর । প্লাস
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪
দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ ডাঃ না পারভীন । আপনার মন্তব্য দেখেও আমার খুব ভাল লাগসে।
অনেকেই পড়েনায়রে বোন ।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৬
সায়েদা সোহেলী বলেছেন: আপনার কেন মনে হল কেউ পড়বেনা !!?? আসলে আমরা এমন এক জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গিয়েছি যে ইসলাম জানলে ,বুঝোলে , মানতে গেলেপ্রতিদিন করে যাওয়া ভালো লাগার অনেক অহেতুক কাজ পরিত্যাগ করতে হবে , যেটা করতে হবে । তাই সবাই দেখেও দেখি নাই ভাব নিয়ে চলে
যাহা পাও হাত পেতে নাও বাকির খাতা শুন্য থিউরী তে চলা , যাকে বলে নবস এর দাসত্ব! !
ধন্যবাদ , ভালো থাকবেন
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: আপু এর আগের পোস্ট ১০০০ + বার পড়িত । আর এটা দেখুন মাত্র ১৫০ আমি কি ভুল বলসি ?
যাহা পাও হাত পেতে নাও বাকির খাতা শুন্য থিউরী তে চলা , যাকে বলে নবস এর দাসত্ব! !
আপনার মন্তব্য ভাল লাগসে আপু । ধন্যবাদ ।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
পোস্টটি পড়েই বুকমার্ক করে রেখেছিলাম। লগিনে করে আসলাম আপনার ব্লগে।
জানতে এবং জানাতে থাকুন। আল্লাহ সত্য প্রচারকের সাথেই থাকেন।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন।
আস সালামু আলাইকুম।।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৫
দুঃস্বপ্০০৭ বলেছেন: ওয়ালাইকুম আসসালাম প্রিয় ব্লগার ।
বুকমার্ক করে রেখেছেন জেনে কৃতজ্ঞতা জানবেন । আল্লাহর রহমত বড়ই প্রয়োজন ।
আপনার মন্তব্য আমাকে আরো লিখতে উৎসাহ যোগাবে ।
৮| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯
আরজু পনি বলেছেন:
এই পোস্টে একবার মন্তব্য করে দেখি অটোলগআউট !
প্লাস রইল ।
সেই সাথে পরের পর্বের অপেক্ষা ।।
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
দুঃস্বপ্০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । খুব তাড়াতাড়ি পরের পর্ব প্রকাশ করার আশা করছি ।
৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৯
হুমায়ুন তোরাব বলেছেন: egula to puran re vai....
notun kisu thakle dao
১০| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
মনিরা সুলতানা বলেছেন: জাজাক আল্লাহ খাইরান
.........
পোস্ট এ ভাল লাগা
১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬
আদরসারািদন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ...........এতো সুন্দর ও তথ্যবহুল পোষ্ট শেয়ার করার জন্য! সালাম, কৃতজ্ঞতা প্রদানের জন্যই লগইন করলাম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:২২
দুঃস্বপ্০০৭ বলেছেন: জানি এই পোস্ট কেউ পড়বেনা তারপরো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লিখলাম ।