![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
বিয়ে বাড়িতে দাওয়াত???বেশ তো! আপনার জন্যই এনেছি বেশ কিছু অ-মূল্য (!) টিপস
১। বিয়ে বাড়িতে বাবা-মার সাথে যাবেন? কিন্তু যেতে মন চাইছে না? আন ইজি ফিল করেন? কোন লাভ নাইরে ভাই! শেষ মেষ যেতেই হবে। বাবা-মা ইজ বাবা-মা! ঠিকই ঠেলেঠুলে রাজী করিয়ে ছাড়বে। বুদ্ধিমানের মত আগে ভাগে রাজী হয়ে যান। ঝামেলা কম হবে!
২। বিয়ে বাড়িতে কাউকে হুট করে পছন্দ করে ফেলবেন না যেন আবার! সবাই কিন্তু হেব্বি সাজ-গোজ করে আসে। (ছেলেরাও) পরে দেখবেন যাকে ভেবেছিলেন সুন্দরী, সে আসলে বান্দরী
৩। “দুনিয়ার সব খাবার, অনলি অন মাই প্লেট” মনে করে ধুমায়ে খাওয়া দাওয়া শুরু করে দেবেন না যেন। রয়ে সয়ে খান। আনলিমিটেড সব কিছুই কিন্তু ভাল হয় না! বেশি খাই দাই দিয়ে ফেললে দেখবেন টয়লেটও আপনাকে আনলিমিটেড ডাকাডাকি শুরু করেছে।
৪। বিয়ে বাড়িতে ভাল লাগছেনা? বোর ফিল করছেন? কারো সাথে কথা বলতে ভাল লাগছে না? কিন্তু জানেন কি, এদের অনেকেই আবার আপনারও আত্নীয়? হুমম! এখন যদি এদের সাথে ভাল ব্যবহার না করেন, পরে কিন্তু আপনার বিয়েতে এরা কেউ আসবে না! গিফট ও পাবেন না সুতরাং সবার সাথে রেডিমেড হাসি মুখে রেখে কথা বলুন
৫। বেশি বেশি বিয়ের দাওয়াতে যাওয়া কিন্তু ভাল। নতুন নতুন অনেক আইডিয়া পাবেন। সেগুলো নিজের সময় কাজে লাগাতে পারবেন
বিয়ে খেতে গিয়ে একবার এক কাহিনী করসিলাম! সেইটা জানতে এইখানে ক্লিকান (না ক্লিকাইলেও হইব! )
উপ্রে অনুর্ধ ২১ লেখা দেখসেন না?? আপনে ২১+? তাও পইড়া ফেলসেন?
মানা করা হইসে না!
আরে আপনারা পইড়া করবেন ডা কি! নিজের বিয়া করার টাইম অইসে মিয়া! অখন নিজের বিয়ার দাওয়াত নিজেই খাইতে হইব আপ্নের। আর আপ্নে আইসেন টিপস পড়তে? যান যান নিজের বিয়া ঠিক করেন। তারপর আঙ্গো দাওয়াত দেন। হুদাই টাইম নষ্ট কইরেন না!
মাথা কিঞ্চিত আউলা অবস্থায় আছে। তারপরো যদি কারো কাছে ফান পোস্ট বলে মনে হয়, সেটা তার উদারতার পরিচয়
২৩ শে মে, ২০১১ রাত ১:৫৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: জ্বি না! এখনও করি নাই! খুব শিঘ্রী করার ইচ্ছা আছে। মেয়েও দেখা হইসে! সমস্যা একটাই, পাত্রী রাজী না
২| ২৩ শে মে, ২০১১ রাত ১:৫০
কালো চিতা বলেছেন:
:!> :#>
২৩ শে মে, ২০১১ রাত ১:৫৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
৩| ২৩ শে মে, ২০১১ রাত ২:০০
অনা-বিল বলেছেন: আপনে বিয়া করছেন ? ব্লগিং ছাইরা গিয়া পাত্রি খুঁজেন
২৩ শে মে, ২০১১ রাত ২:০৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বুজছি! আপনে ২১+
৪| ২৩ শে মে, ২০১১ রাত ২:০৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বিয়ের বাড়ি এবং মৃত মানুষের বাড়ী..দুইটাতেই আমি যাই না..
একটাতে সীমাহীন আনন্দ আরেকটাতে সীমাহীন দু:খ...
সীমাহীন কোন কিছুই আমার সাথে যায় না
২৩ শে মে, ২০১১ রাত ২:০৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: খুব সুন্দর একটা কমেন্ট, ভাইয়া!
ভাল লাগল অনেক। আমিও যাইনা। মানে স্বেচ্ছায় কখনই যাই না।
৫| ২৩ শে মে, ২০১১ সকাল ১০:৩৬
আকাশ_পাগলা বলেছেন: লেখক বলেছেন: জ্বি না! এখনও করি নাই! খুব শিঘ্রী করার ইচ্ছা আছে। মেয়েও দেখা হইসে! সমস্যা একটাই, পাত্রী রাজী না (
হাসতে হাসতে পেট বেথা হোয়ে গেল হা হা হা হা
ওভরও ছাড়া লিখোতে পারছি না। পোরে কোমেনট করবও।
তওমার কি ওবসতা ??
২৩ শে মে, ২০১১ দুপুর ১২:৪৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অবস্থা আর কি! সেমিস্টার শুরু হয়ে গেল আরেকটা! তোমাদের তো মিয়া ছুটি! আরাম আর আরাম!~
৬| ২৩ শে মে, ২০১১ দুপুর ২:০৬
সায়েম মুন বলেছেন: আমিও একটা পাত্রী দেখছি। এক্কেরে রাজকন্যার লাহান। হেই রাজী হৈলে তার্প।
২৩ শে মে, ২০১১ বিকাল ৩:৪১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: দাওয়াত দিতে ভুলেন্না আবার
৭| ২৩ শে মে, ২০১১ রাত ৯:১৩
জুল ভার্ন বলেছেন: জ্ঞানী পোস্টে ৮ নম্বর প্লাস।
২৪ শে মে, ২০১১ রাত ১২:৩৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এইটা জ্ঞানী পোস্ট ! কন কি!!
৮| ২৭ শে মে, ২০১১ রাত ১:১৩
অনঙ্গ বলেছেন:
২৮ শে মে, ২০১১ রাত ১:৪৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
৯| ০১ লা জুন, ২০১১ রাত ১:৩৪
ত্রিনিত্রি বলেছেন: ব্যাপক শিক্ষনীয় পোস্ট
কিন্তু কারো কোন কাজে লাগবে বলতে তো মনে হয় না!
০১ লা জুন, ২০১১ রাত ১:৪২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
তা আর বলতে! ব্লগাররা নেহাতই ভালো মানুষ তাই আমাকে পিটুনি এয় নাই
হাঃ হাঃ
১০| ০৮ ই জুন, ২০১১ রাত ৯:০০
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: আপনার নিকটা সুন্দর। এইটা নিয়া একটা স্মৃতি আছে। আমার গাঞ্জার গন্ধে বমি আসে, কিন্তু ওই জিনিস টেস্ট করতেই হবে, ক্যাম্নে করি?? তো এক বিটলা দোস্ত ফ্লাইং ডাচম্যানের সাথে গাঞ্জা মিশাইয়া বিড়ি বানাইয়া খাওয়াইছিল। সে এক অদ্ভুত অনুভুতি। হেরোইন ও টেস্ট করার ইচ্ছা আছে জীবনে একবার, সাহস পাইনাই। ইয়াবা খাওয়ার সাহস ও হয়নাই, এম্নিতেই মাথা কাম করেনা, ওইটা খাইলে নাকি মেমোরি লস হয়। আমার মেমোরি লসের ইচ্ছা নাই।
পাত্রী রাজী হয়ে যাবে দেইখেন। এত্ত সুন্দর ব্লগীয় নিক আপনার, এইটা দেইখাই তো ফিদা হওয়ার কথা। ভাল থাকবেন।
০৯ ই জুন, ২০১১ রাত ১:৫৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনি যেটা খেয়েছেন সেটা শুধু "ফ্লাইং ডাচম্যান" , "দি ফ্লাইং ডাচম্যান" না! এটা আরেক জিনিস! এটা হচ্ছে একটা ফেরারী মৃত জাহাজ, মিথ অবশ্য। পাইরেটস অফ দি ক্যারিবিয়ান মুভিগুলো দেখে থাকলে জানার কথা!
দেখেন আবার টেস্ট করতে করতে ফুলকোর্সে ধরে ফেলেন না আবার! শুভকামনা
০৯ ই জুন, ২০১১ রাত ২:০০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অবশ্য তামাকের নামটা এসেছে ওখানে থেকেই
১১| ১১ ই জুন, ২০১১ রাত ১২:২২
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: না ভাই, ফুল কোর্সে ধরার ইচ্ছা নাই। কিন্তু ধরতেও পারি। অনেক ব্যাপার নিয়ে খুব বেশি মাত্রায় হতাশ। ধরলেও অবশ্য গাঞ্জা ধরবনা। খাইলে হেরোইন খাইয়া তাড়াতাড়ী মরমু, গাঞ্জা খাইয়া আস্তে ধীরে ধুইকা ধুইকা মরতে চাইনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১১ রাত ১:৪৭
একরামুল হক শামীম বলেছেন: আপ্নে বিয়া কর্ছেন? না করে থাকলে দাওয়াত দিয়েন। আপনার বিয়েতে এইসব টিপস অ্যাপ্লাই করমু