নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

রাজধানীকে বাঁচাতে স্লুইসগেট, বেড়িবাঁধ ও বৃত্তাকার নৌপথ প্রকল্প হাতে নিয়েছে সরকার

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬


স্লুইসগেট, বেড়িবাঁধ ও বৃত্তাকার নৌপথসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার এবং মেগাসিটি রাজধানীকে বাঁচাতে একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। নগরবাসীকে বন্যা থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণ করা হলেও সেটি এখন নগরীর জলাবদ্ধতার মূল কারণ বলেই মনে হচ্ছে।কারণ পানি নিয়ন্ত্রণের জন্য বাঁধে স্লুইসগেট, কালভার্ট ও সেতু থাকা দরকার, তা নেই। তাই কাল বিলম্ব না সম্ভাবনাময় এ নগরীকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর সে রুট দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টন মাল উঠা-নামা করছে। ঢাকার চারপাশে নৌরুটের পাশাপাশি নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করাও হবে। ওয়াকওয়ে করা হলে নদীগুলো রক্ষা পাবে দখল-ভরাট থেকেও। এ ছাড়া শহরবাসী অবসর যাপন করার জন্য সেখানে ভিড় করবে। ইতিমধ্যে টঙ্গী ও আমিন বাজার ব্রিজের কাছে তুরাগ নদীর তীরে সামান্য পরিমাণ ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। অনেকেই সেখানে বৈকালিক ভ্রমণে যায়। ঢাকার চারপাশের নৌরুটটি হলে নগরবাসীর জন্য আশীর্বাদ হতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.