![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে পাঁচশ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। তার সঙ্গে আরো একশ’ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। একশ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অবকাঠামোগত কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ২০১৩ সালের ৫ অক্টোবর ভারত থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত আমদানি শুরু হয়। ভারতের পাওয়ার গ্রিড করপোরেশন এবং বাংলাদেশের পাওয়ার জেনারেশন কোম্পানি গত ডিসেম্বরের পর থেকে নিজ নিজ দেশে সঞ্চালন লাইন পরীক্ষা করছে। ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত ৫৪ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অংশে ২৮ কিলোমিটার এবং ভারত অংশে ২৬ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। দুই দফা পিছিয়ে আগামী ২৩ মার্চ ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত আসছে বাংলাদেশে। বিদ্যুতের দাম সাড়ে ৫ রুপী দেশীয় মুদ্রায় ৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়। তবে এবার নো ইলেক্ট্রিসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে ত্রিপুরার সঙ্গে বিদ্যুত ক্রয় চুক্তি হচ্ছে। অর্থাৎ বিদ্যুত দিলেই টাকা পাবে ত্রিপুরা। এরজন্য বাড়তি ক্যাপাসিটি পেমেন্ট দরকার হবে না।
২| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫
সায়ান তানভি বলেছেন: bal likecen aru likun
৩| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫
সায়ান তানভি বলেছেন: bal likecen aru likun
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
বিজন রয় বলেছেন: সুখবর।