নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নেই...

এবং সাইদি

স্বপ্ন দেখতে ভালো লাগে, দেখাতেও!

এবং সাইদি › বিস্তারিত পোস্টঃ

সিগারেটের মধ্যে কি থাকে জানেন কি? বিষ্ঠা, রক্ত...

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩


ক্লাস ও শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বাবার পকেট কেটে শুরু করেছিলেন বন্ধুদের নিয়ে সুখ টান দেওয়া। ধূমপানের জন্য পকেট করে ফেলেছেন সদরঘাট। সরকার সিগারেটের দাম বাড়ালে ইচ্ছামত গালিগালাজ করেছেন। এমনকি বাবা, মা, প্রেমিকার নিষেধ সত্বেও ছাড়তে পারেননি সেই প্রথম টান প্রথম ভালবাসা সিগারেটকে।

সিগারেটের পিছনে মাসে কারো কারো হাজার হাজার টাকা ব্যয় হয়। জানেন কি এই সিগারেট কি থেকে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুড়ে সিগারেট তৈরি করা হয়।

তবে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, ভিতরের উপাদান গুলোর মধ্যে মূল উপাদান হিসাবে থাকে ইঁদুরের বিষ্ঠা। অবাক হওয়ার কিছুই নেই। কারণ সম্প্রতি অপর একটি গবেষণায় জানানো হয়েছে, পৃথিবী বিখ্যাত আইভরি কফি তৈরি নাকি তৈরি হয় হাতির বিষ্ঠা থেকে।

যাই হোক এসব তাও মেনে নেওয়া যায়। কিন্তু পরবর্তী যে তথ্যটি একেবারেই ঘৃন্যকর, সেটি হল সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত।

নেদারল্যান্ডসের এক গবেষণাকে উদ্ধৃত করে ইউনিভার্সিটি অব সিডনির প্রফেসর সিমন চ্যাপম্যান বলেন, ওই গবেষণায় দেখা গিয়েছে ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকরের রক্ত। কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এইগুলা কি গবেষক না গুবেষক ????
ইঁদুরের বিষ্ঠা মূল উপাদান হলে তো ভালো, ইঁদুরের বিষ্ঠা বেইচা সিগারেটের খরচ যোগানো যাবে। বাংলাদেশের সিগারেট কোম্পানি গুলা ইঁদুরের গু সংগ্রহ করছে বলে তো শুনিনা।
সিগারেটের ফিল্টারে রক্তের কি কাম তাও আবার শুকুরের রক্তই হতে হবে কেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

এবং সাইদি বলেছেন: ভাই আমার তো মনে হইছে গবেষকরা মাতাল অবস্থায় রিপোর্ট না করছে! আপনি কি বলেন?

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

আমি শঙ্খচিল বলেছেন: আমার বাড়িতে ইঁদুরের অভাব নাই , সিগারেট কোম্পানিরে সাপ্লাই দেওয়ার চুক্তি করব ঠিক করছি । :) :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮

এবং সাইদি বলেছেন: ধারুন আইডিয়া, তাহলে আপনার ব্যবসার আমাকে অংশিধার হিসেবে নিয়েন

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

অগ্নি সারথি বলেছেন: রেফারেন্স দেন তো, দেইখা আসি।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০

এবং সাইদি বলেছেন: ভাই বিস্তারিত জানতে এখানে,,www.bd24live.com/bangla/article/3307/index.html

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

♥কবি♥ বলেছেন: ব্যাটা মহা ফাজিল। ধানাই-পানাই বইলা স্মোকিংয়ের গুষ্টি উদ্ধার করতে চাও!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

এবং সাইদি বলেছেন: বেশি পাকা ভালো নয়, সেখানে সেখানে কমেন্ট করার আগে ভেবে চিন্তে করা উচিত প্রত্যেক'রই

৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪

মামুন আকন বলেছেন: আজ থেকে আমরা আর কাউকে সিগারেট খোড় বলবো না । এখন থেকে বলব গু খোড় ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

এবং সাইদি বলেছেন: চরম মজা পাইলাম....!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২

গেম চেঞ্জার বলেছেন: ইঁদুড়ের গু খোড়।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

এবং সাইদি বলেছেন: এটাও কিন্তু ধারুন কমেন্টস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.