![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘ঐশী কি খুনি হয়েই জন্মগ্রহণ করেছিল? ঐশীর খুনি হয়ে ওঠার জন্য দায়ী কে?’
‘ঐশীর ফাঁসি নিয়ে কিছু বলা মানে আদালতের সমালোচনা করা। আর আদালতের সমালোচনা মানে আইনকে অবজ্ঞা করা। তাই কিছু বলা মানে বিচারককে বিব্রত করা।
কোনো কিছু না বললেও রাষ্ট্র এ দায় এড়াতে পারে না কারণ রাষ্ট্রে ও সমাজের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে বসবাসরত মানুষের আচরণের মধ্যদিয়ে।’
‘সময়ের চেয়ে বেশি দায়ী সমাজে মাদকের অগাধ অবাধ চলাফেরা। এদের গতি রোধ না করা। আমার আপনার অনেক সময় দেয়া সন্তানও ঢুকে যেতে পারে এদের খপ্পরে।
সোহরাওয়ার্দী উদ্দ্যানের ভিতর দিয়ে একদিন দেখে এসেছিলাম কী অবাধে গাঁজা বিক্রি হচ্ছে প্রকাশ্যে।
এদের লাগাম ধরবার কেউ নেই আবার কেউ কেউ ক্ষমতাবান ও অভিজাত এলাকায় প্রকাশ্যে শীষা নামক দ্রব্যের কথা বহুদিন লেখা হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে কি? কেন হয় না?’
ফেসবুকে একজন কমেন্ট করেছেন, শিক্ষা শুরু হয় পরিবারের মাধ্যমে। একজন মানুষ হঠাৎ করেই খুনি হয়ে উঠতে পারে না। তার বাবা এত রাজকীয় জীবন চালাতেন কোন পন্থায়? এত টাকা তিনি কোথায় পেতেন?
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১
এবং সাইদি বলেছেন: হা
২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
আমি বন্দি বলেছেন: বিষয়টি সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ ।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কোন প্যারেন্টসই চায়না তার সন্তান
অপরাধী হোক,বে-আদব, উচ্ছৃঙ্খল হোক,
সমাজের উচু থেকে নিচু স্তরের পিতা-মাতাই
চায় তার সন্তান বড় হোক নিস্পাপ হয়ে।
তবে একটি সন্তান ভালো বা মন্দ হওয়ার
পিছনে অনেক কারণ বিদ্যমান থাকে।
সমাজও এর দ্বায়ভার এড়াতে পারেনা।
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ঐশী মুসলমানের মাইয়া হয়ে এমন কাজ করতে পারলো? ছি ছিঃ
১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
এবং সাইদি বলেছেন: মুসলিম আর হিন্দু বলে কিছু নেই! সে তার পরিবার থেকে ভালো কিছু শিক্ষা কিংবা শাষণ না পেয়েই এই কাণ্ড ঘটিয়েছে। তাকে তার পরিবার ভালো করে প্রটেক্ট করতে পারেনি বলেই এই ঘটনা! আহ্লাদ দিয়ে মাথায় তুললে যা হয় আরকি!
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: অবশ্যই তার প্যারেন্টস আর তারপর
সমাজ ......