নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নেই...

এবং সাইদি

স্বপ্ন দেখতে ভালো লাগে, দেখাতেও!

এবং সাইদি › বিস্তারিত পোস্টঃ

লাইফটা আসলে কার’ আমার নাকি আমার বাব-মায়ের?

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

আমি সাইদী। পুরো নাম আদনান সাইদী। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। তাই আদর-আহ্লাদ বেশি পেয়ে বড় হবো এমনটাই স্বাভাবিক। কিন্তু না, আমি আদর-আহ্লাদ কোনটাই বেশি পেয়ে বড় হইনি। যেটি সবচেয়ে বেশি পেয়ে বড় হয়েছি সেটি হল শাষণ, রেচটিকশেন আর না। মানে বাক্যের শেষে না। এটা করা যাবেনা, ওটা খাবেনা, ওটা পড়বেনা, এটা ঠিক না। পুরোই নাময় বাক্যের ছরাছরি।

হতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ার, বাবা-মায়ের ইচ্ছেয় হতে চলছি ব্লা....ব্লা....ব্লা....ব্লা.!!!
পড়তে চেয়েছিলাম দেশে, ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিদেশে।

এসবের পরেও নিজের কাছে মাঝে মাঝে প্রশ্ন করি, ‘লাইফটা আসলে কার’ আমার নাকি আমার বাব-মায়ের???
Yes,It's my life. এবং এটা সত্যিই আমার লাইফ!

শুরু হতে চলছে আমার জীবনের গল্প! সঙ্গেই থাকুন পরবর্তী জীবনের গল্প শুনতে!!!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:

আপনি পড়ালেখা সেরে, ২২ বছর বয়সে জন্ম নিলে ভালো হতো!

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

এবং সাইদি বলেছেন: কেন বলুন তো???

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

খোরশেদ আলম সৈকত বলেছেন: বাবা-মায়ের ইচ্ছেয় হতে চলছি ব্লা....ব্লা....ব্লা....ব্লা.!!
সেটা আবার কি ???

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

এবং সাইদি বলেছেন: হয়ত হবো কিছু একটা, কিন্তু সেটা তো আমার ইচ্ছের বিরুদ্ধে

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

আরণ্যক রাখাল বলেছেন: চাঁদগাজীর সাথে সহমত| একেবারে বড় হয়ে পয়দা হলে ভাল হত আপনার| বাপমা এখন বেশি ভাল করতে গিয়ে খারাপ করে ফেলে| বরে শাপ হয়

৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

ধমনী বলেছেন: ইচ্ছেগুলো নিয়ে গল্প লিখে ফেলেন। অন্তত ভালো গল্পকার তো হতে পারবেন।

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

এবং সাইদি বলেছেন: হুম! চেষ্টা করবো !!!!

৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মায়াবী রূপকথা বলেছেন: জীবনটা আপনার তবে তাদের অনেক অবদান আছে। বাবামাকে খুশী রাখতে চেষ্টা করুন

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

এবং সাইদি বলেছেন: তা তো বটেই! এই জন্যই তো কথার অবাধ্য হইনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.