![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে কেউ
পরিপূর্ণ ভাবে নাস্তিক না, আর
আস্তিক তো নয়ই,
কেন নাস্তিক
না সেটা আগে বলি,
ধরুন আপনি গভীর
সমুদ্রে আছেন আপনার জাহাজটি সংকটাপন্ন,
কিছুই করার নাই
আপনার, কেউ
উদ্ধারের জন্যও নাই,
তখন আপনার মনই
সাহায্য চাইবে কোন
অদৃশ্য শক্তির
(আপাত
দৃষ্টিতে এটা নাস্তিক
ভাইরা বিশ্বাষ নাও
করতে পারেন),
আচ্ছা এবার
আসি কেন কেউ (কেউ
বলতে অন্তত
শিক্ষিত লোক)
আস্তিক না সে কথায়,
সমাজ বিজ্ঞান
বইতে যখন সমাজ
বিজ্ঞানীদের
বিভিন্ন পড়া মুখস্থ
করে বা সাইন্সের
বিভিন্ন শাখায় বিশেষ
করে ফিজিক্স
বা বায়োলজি রিলেটেড
বিভিন্ন
বিষয়ে পৃথিবীর
সৃস্টি বা জীবের
সৃষ্টি নিয়ে বিভিন্ন
অধ্যায় বা পরিচ্ছেদের
লাইনগুলো গলধকরন
করতে থাকি কিংবা লিখে আসি পরীক্ষার
খাতায়, তখন
কি ক্লাসে দাড়িয়ে কোনদিন
কেউ
বলতে পারছি যে এটা আমার
ধর্মের
বিরোধী কথা বা পৃথিবী/
জীব এভাবে সৃষ্টি হয়
নাই, কিংবা ফিজিক্স
বা বায়োলজি পরীক্ষার
খাতায় আইনস্টাইন,
নিউটন আর স্টিফেন
হকিংস এর মুখস্থ
তত্ব লিখার
বদলে পবিত্র আল
কুরআন
থেকে লিখেছেন,
হয়েছে কি এমন?
পেরেছেন কি নিজের
বিশ্বাষকে সমুন্নত
রাখতে ঐসব
থিউরি থেকে?
যাক এগুলা অনেক
জটিল কথা,
এখন দেশের
পরিস্থিতি অনেক
জটিল, কোন কোন
ব্লগার ধর্মের
বিরুদ্ধে লিখেছেন,
যারা লিখেছেন
তারা কি মুছে দিতে পারেন
না ওসব লিখা? একটু
ক্ষমা চাইতে পারেন
না? অন্তত দেশের
পরিস্থিতি চিন্তা করে?
কিংবা যারা নাস্তিকদের
শাস্তি দাবী করছেন
তারা কি একটু পারেন
না দেশের
পরিস্থিতি চিন্তা করে তাদের
কাজগুলোকে ভুল
ভেবে ক্ষমা করতে?
দেখেন না একটু
করা যায় কিনা?
অন্তত দেশের
পরিস্থিতি চিন্তা করে?
©somewhere in net ltd.