নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচড়ে পাকা পোলা

ইচড়ে পাকা পোলা › বিস্তারিত পোস্টঃ

**সোহেলের মতো অপরাধী তৈরির কারিগরদের ও বিচার হওয়া উচিৎ**

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২

সাভারের ভবন ধ্বসের

ঘটনায় সবাই শুধু ভবনের

মালিক যুবলীগ

নেতা সোহেল

রানাকে গ্রেফতারের

দাবি জানাচ্ছে, কিন্তু

যাদের ছত্রছায়ায় এসব

পরজীবি নেতারা অপরের

সম্পদ লুন্ঠন

করে রাতারাতি জিরো থ

নিজেদের বেড়ে ওঠার

সিঁড়ি হিসাবে এদেরকে

করে নিজেরা বিপুল অর্থ

ভৈববের

পাশাপাশি এদেরকেও

আঙ্গুল ফুলিয়ে কলাগাছ

বানিয়ে দেয়

তাদেরকে কেউ

গ্রেফতারের

দাবি জানাচ্ছে না ।

অথচ আজ যে সোহেল

রানা বিপুল অবৈধ

সম্পত্তির মালিক

হয়ে রাতারাতি জিরো থ

বিশাল মৃত্যুকূপ

বানিয়ে এতগুলো মানুষকে

পথে ঠেলে দিল তার

কোন কিছুই কিন্তু

স্থানীয় এমপি মুরাদ

জং এর অগোচরে ছিলনা,

শুধু তাই নয় বলা যায়

যে এমপি মুরাদ জং এর

মত রাজনীতিবিদদের

সরাসরি পৃষ্ঠপোষকতা ও

সাহচর্যে সোহেল

রানার মত কাল

সাপেরা সমাজে তাদের

বিষাক্ত ছোবল

ফেলতে সক্ষম হয়,

এমপি মুরাদ জং এর মত

রাজনীতিবিদেরাই

আবার এদেরকে বিপদের

সময় শেল্টার দেয়

কিংবা পালিয়ে যেতেও

সাহায্য করে ।

সোহেল রানার মত

পরজীবিরা অনেক সময়

হয়তো ধরা খায়, কিন্তু

মুরাদ জং এরা রয়ে যায়

ধরাছোঁয়ার বাইরে,

লোকচক্ষুর অন্তরালে ।

যতক্ষণ পর্যন্ত সোহেল

রানাদের

পাশাপাশি এসব

রাজনীতিবিদদেরও

আইনের আওতায়

এনে উপযুক্ত

শাস্তি দেওয়া না যাবে

পর্যন্ত এক সোহেল

রানা আড়ালে চলে গেলে

শত শত সোহেল

রানা উঠে আসবে এইসব

রাজনীতিবিদদেরই হাত

ধরে ।

(((তাই আজ সময়

এসেছে সোহেল

রানাদের

পাশাপাশি এদেরকেও

আইনের আওতায়

এনে উপযুক্ত শাস্তির

দাবি জানানোর ।

তা না হলে এরা চিরদিন

ধরা চোঁয়ার

বাইরে রয়ে যাবে এবং এ

হাজারো সোহেল রানার

জন্ম

দিয়ে সমাজটাকে জোঁকের

মত শুষে খাবে ।)))

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.