নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচড়ে পাকা পোলা

ইচড়ে পাকা পোলা › বিস্তারিত পোস্টঃ

সাকিব আর বিসিবিকে নিয়ে কিছু কথা না বলে আর পারলাম না ।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬

- কোথায় খেলতে চেয়েছিলো ??

- ওয়েস্ট ইন্ডিজের লীগে

- বাংলাদেশের পরের ট্যুর

কোথায় ??

- ওই ওয়েস্ট ইন্ডিজেই

- লাভ কার হইতো ??

- জী ভাই বাংলাদেশ দলেরই

- যাওয়ার আগে NOC (No Objection

Certificate) নিয়েছিলো?

- জী ভাই আকরাম ভাই

থেকে তামিম লর্ডসে খেলার

অনুমতি চাওয়ার সময় সেও চাইসিলো।

আকরাম ভাই দেশের

বাইরে দেখে পরে এসে সাইন

করবে বলসে। আর তাকে ভাল মত

খেলতে বলসে

- তাইলে বোর্ড তাকে আবার ফেরত

আসতে বললো কেন ???

- কবি এখানেই নিরব

- দেশের

হয়ে খেলবে না বললো যে ??

- এক পক্ষ শুনে তো লাফাইলা। এখন

দেশে এসে সে বলে, সে তো এমন

কিছুই বলে নাই!

- কবি আবার নিরব

- ও টাকার জন্য খেলে যে ??

- হ ভাই। সে পেশাদার প্লেয়ার। তার

আয় এইটা খেলেই।

- দেশপ্রেম নাই ভাই একদম

- তার দেশপ্রেম

আছে কিনা সে ওইটা দলের

বাকিদের থেকে জিজ্ঞেস করার

জন্য বললো সাংবাদিক দের।

আইপিএল জিতে এসে বললো,

আইপিএল

জিতা থেকে বাংলাদেশের

হয়ে একটা ম্যাচ জিতাও অনেক

আনন্দের।

- আবার নিরব কবি

দলের অবস্থা খারাপ। ২০১৪

তে যাচ্ছেতাই অবস্থা।

সামনে অস্ট্রেলিয়া-

নিউজিল্যান্ডে ২০১৫ বিশ্বকাপ।

দেশের বাইরে খেলার

অভিজ্ঞতা শুধু আছে তারই। বোর্ড

চেষ্টা করবে ছেলেগুলা কে ফাস্ট-

বাউন্সি উইকেটে খেলাতে,

অস্ট্রেলিয়ান কন্ডিশনের

সাথে পরিচয়

করিয়ে দিতে যাতে ২০০৩

বিশ্বকাপের মত কানাডা-

কেনিয়া থেকে হেরে মুখ

থুবরে না পড়ে। বোর্ড কি করছে ???

বোর্ড সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে! গ্রেট...

যেদেশে লিজেন্ডদের কদর নেয় সেদেশে লিজেন্ড জন্মানোর কোন দরকার নায় জন্ম নিলেই তার ধ্বংস সুনিশ্চিত...

পরিশেষে একটা ছোট উদাহরণ দেই,

প্রতিপক্ষকে কামড়ানোর মত জঘন্য

কাজ বারবার করার পরও তার ফুটবল

ফেডারেশন ,কোচ এমনকি উরুগুয়ের

প্রেসিডেন্ট তার পক্ষে কথা বলে । পুরো দেশের জনগণকে সে পাশে পেয়েছে ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০

পাজল্‌ড ডক বলেছেন: বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ফুটবল বানাইতে আর দেরি নাই।

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ইচড়ে পাকা পোলা বলেছেন: আমার মনে হয় ওরা ফুটবল দল বানিয়ে ও ক্ষ্যান্ত হবে না যতক্ষন ওদের স্বার্থ হাসিল হবে

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

ইচড়ে পাকা পোলা বলেছেন: আমার মনে হয় ওরা ফুটবল দল বানিয়ে ও ক্ষ্যান্ত হবে না যতক্ষন ওদের স্বার্থ হাসিল হবে

২| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

হাদী নয়ন বলেছেন: সব ধংস্ব করে দিবে এই পাপন গং।

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ইচড়ে পাকা পোলা বলেছেন: ক্ষমতার অপব্যবহার কাকে বলে এবং কিভাবে করতে হয় তা আমরা বাঙ্গালিরা খুব ভালো ভাবে জানি

৩| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

শ্রীঘর বলেছেন: হুম শুনলাম!

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ইচড়ে পাকা পোলা বলেছেন: শুনে আর কি লাভ, যা হবার তা তো হয়েই গেছে

৪| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ভিটামিন সি বলেছেন: পাপনের পদত্যাগ চাই আর সাকিবকে মাঠে দেখতে চাই। নইলে খবর আছে কইলাম...

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ইচড়ে পাকা পোলা বলেছেন: পাপন পদত্যাগ করলে এসব অন্যই এর শাস্তি কে দিবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.