নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচড়ে পাকা পোলা

ইচড়ে পাকা পোলা › বিস্তারিত পোস্টঃ

হিমু এবং রুপারা শুধু গল্পেই মানায়, বাস্তবে নয়

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

১। ক্লাসে দেরী করে এসে স্যারের

বকা খাওয়া বাউন্ডুলে ছেলেটাকেই মেয়েটার

ভালো লাগে,অথচ যে ছেলেটা তাকে একটু

বেশী দেখবে বলে ক্লাস শুরুর

আধাঘণ্টা আগে এসে বসে থাকে তার দিকে চোখও

যায়না মেয়েটার।

২। স্যারের প্রশ্নের উল্টাপাল্টা উত্তর

দেয়া বাউন্ডুলে ছেলেটাকেই ভালো লাগে মেয়েটার, অথচ

যে ছেলেটা স্যারের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল, সেই

ছেলেটাকে মেয়েটা ভাবে আঁতেল।

৩। ক্লাস শেষ করে বাসায় না যাওয়া রাস্তায়

হেঁটে হেঁটে সিগারেট

খাওয়া বাউন্ডুলে ছেলেটাকে দেখেত মেয়েটার বড়

ভালো লাগে... অথচ ক্লাসের যে আঁতেল ছেলেটা মেয়েটার

পিছু পিছু মেয়েটার অজান্তে বাসা পর্যন্ত এগিয়ে দেয়

তাকে কখনোই চোখে পড়েনা তার।

৪। বাউন্ডুলে ছেলেটার এক বখাটে বন্ধু যখন মেয়েটাকে টিজ

করে তখন মেয়েটার রাগ হয় ওই বাউন্ডুলে ছেলেটার উপরেই কারণ

বাউন্ডুলে ছেলেটা দেখেও কেন এর প্রতিবাদ করছে না। কিন্তু

এর প্রতিবাদে আঁতেল ছেলেটা যখন এগিয়ে এসে বখাটেদের

সামনে অপমানিত হয়...মেয়েটার জন্যই... তখন মেয়েটার মুখে,

"ধন্যবাদ " শব্দটাও বের হয় না... উল্টা মেয়েটা রাগ ঝাড়ে তার

উপর।

৫। বাউন্ডূলে ছেলেটার হিমু হিমু ভাব মেয়েটাকে আকৃষ্ট

করে সহজেই... কিন্তু আঁতেল ছেলেটার কেয়ারিং মনোভাব

মেয়েটির বিরক্তির কারণ হয়ে দাড়ায়।

৬। মেয়েটার সাথে বাউন্ডুলে ছেলেটার প্রেম হয়,

মেয়েটা নিজেকে হিমুর রুপা মনে করে ঘুরে বেড়ায় কয়দিন।

অন্যদিকে আঁতেল ছেলেটা আর সুযোগ নেই

দেখে নিজেকে গুছিয়ে নিতে থাকে... অব্যাক্ত

ভালোবাসা মনের ভেতরেই কবর দেয়।

৭। অনেকদিন পর। মেয়টার বাসায় বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু

বাউন্ডুলে ছেলেটার বাউন্ডুলেপনার কারণে সে এখনও বেকার।

বাউন্ডুলে ছেলে আরও কিছুদিন

অপেক্ষা করতে বলে মেয়েটাকে। কিন্তু যে ছেলের

বাউন্ডুলেপনা দেখে মেয়েটা প্রেমে হাবুডুবু খেয়েছিল সেই

ছেলের বাউন্ডুলে দৃষ্টিভঙ্গিই এখন তার বিরক্তির কারণ

হয়ে দাড়ায়। অন্যদিকে ক্লাসের সেই আঁতেল ছেলেটা আজ

অক্লান্ত পরিশ্রম করে জীবন যুদ্ধে জয়ী হয়ে প্রতিষ্ঠিত।

৮। বিয়ের ব্যাপারে বাউন্ডুলে ছেলেটার কোন আগ্রহ

না দেখে মেয়েটা বাবা-মার পছন্দ করা ছেলেটার

সাথে বিয়েতে রাজী হয়ে যায়। বাউন্ডুলে ছেলেটা যখন শেষ

দেখা করতে চায় তখন মেয়েটা বলে দেয়, “দু পয়সা কামানোর

মুরোদ নেই আসছে বিয়ে করতে? ”। আর বাসর

ঘরে স্বামী হিসেবে সে ক্লাসের ওই আঁতেল ছেলেটাকেই

আবিষ্কার করে। কষ্ট পায় সেই বাউন্ডুলে ছেলেটা,

সে তো কাউকে বলেনি তাকে ভালোবাসতে... তবে কেন

মেয়েটা তাকে আরেকটু সময় দিল না।

উপসংহারঃ তারা বাউন্ডুলে ছেলেদের সাথে প্রেম করে টস টস

খেলে... আর চিরচরিত নিয়ম অনুসারে সেই

বাউণ্ডুলে ছেলেটা যখন সময়মত তাকে বিয়ে করতে পারেনা,

তখন সেই ছেলেটা হয়ে যায় কর্পোরেট প্রেমিক। তবু তারা প্রেম

করতে চায় উশ্রিঙ্খল বাউন্ডুলেদের সাথে... ক্লাসের সেই

ভালো ছেলেদের ভালোবাসা তারা কখনোই দেখেনা...

দেখতে চায় না।

‪#‎ যদি‬রুপা হতে না পারেন তবে কেন হিমুদের সাথে প্রেম

করতে চান? আর হিমু এবং রুপারা শুধু গল্পেই মানায়... বাস্তবে নয়

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

চড়ুই বলেছেন: গল্পের শিরোনাম দেখে একটা কথা বলতে ইচ্ছা করছে, বাস্তবে যদি হিমু, স্পাইডার ম্যান, সুপার ম্যান থাকতো তাহলে যে কি ভালো হয়তো!!!!! ইসসসস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.