নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচড়ে পাকা পোলা

ইচড়ে পাকা পোলা › বিস্তারিত পোস্টঃ

তামিম ইকবালে নিয়ে কবিতা আর না লিখে পারলাম না

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৪

আমি একা পটিয়েছি সূর্যকে-ধূলাকে,

পটাপট পটিয়েছি ফ্যান-ফোনগুলাকে।

একুশেতে না পটালে আর কবে পটাব?

ঘটা করে না ঘটালে আর কবে ঘটাব?

মডেলিং করে আমি কামিয়েছি খুব নাম,

চেয়ে দ্যাখো—হনু আমি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম!

মাঠে খেলে কী বা হবে, রান করে অঢেলে?

পাই যদি লাখো টাকা কিরিমের মডেলে!

চারখানা ফিফটি তো করেছিনু এশিয়ায়,

অ্যাড করে কামিয়েছি তার চেয়ে বেশি আয়!

সাত ম্যাচে চার গোলে মেসি গেছে থামি যে,

সাত ম্যাচে চার রান করেছিও আমি যে!

গোল্ডেন বলখানা জিতিয়াছে মেসি ভাই;

গোল্ডেন ডাক কত জিতে আমি গেছি, ভাই!

সরকারি খরচায় পাঁচতারা লাঞ্চ পাই;

ডাক মারি, ফাক মারি, তবু দলে চান্স পাই!

চান্স যদি পেতে চাস, শিখে নে রে আগে;

খান্দানি খানচাচা সাথে থাকা লাগে!

জয় চাচা আকরাম, আমি হই ভাতিজা;

দূরে গিয়া মর্ সব, তোরা মুড়ি খাতি যা!

আমি হই কিং খান, আমি হই ইকবাল;

আমি একা ব্র্যাডম্যান, বাকি সব ডিক-বাল!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:১৯

জংলি জানোয়ার বলেছেন: জাতীয় ভাতিজা =p~ =p~ =p~ =p~

২| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪১

ঢাকাবাসী বলেছেন: এসব লিখে ঐ অপদার্থটার দাম বাড়ানোর দরকার নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.