![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১- সুচি রোগী হওয়া চলবেনা,অবশ্যই খাচ্চর বা সেমি খাচ্চর হতে হবে।
২- গন্ধ ওয়ালা শার্ট প্যান্ট দেখে নাক না সিটকিয়ে কাল্পনিক বডি স্প্রে মেখে দিব্যি বাইরে যেতে হবে।
৩-বেড কভার অবশ্যই কালো রঙের হতে হবে যেন তা অনেক ময়লা লাগার পরও বোঝা না যায়।
৪-এলোমেলো বিছানার এক কোণে শুয়ে সারাদিন কাটিয়ে দেয়ার অসাধারণ ক্ষমতা থাকতে হবে।
৫-শীতের সকালে কেপে কেপে বাজার করে আনার অতিপ্রাকৃত শক্তি থাকতে হবে।
৬-ব্রয়লার মুরগীকে অমৃত ভেবে চিবানো এবং এর পিস গুলো অণু না পরমাণূ তা নিয়ে কর্ণপাত করা যাবে না।
৭- অবশ্যই কার্ড পারতে হবে এবং সেটা কলব্রীজ না, টুয়েন্টি নাইন।
৮- ওয়াশরূমের কমোডের দিকে কখনোই তাকানো যাবেনা।
৯- অন্যের জন্মদিনে চমকে দেয়ার মত কোন এপিক আইডিয়া থাকতে হবে এবং নিজের জন্মদিনে অন্যদের ট্রিট দেয়ার মতো কলিজা ওয়ালা হতে হবে ।
১০- মুভি দেখে রাত কাটিয়ে দেয়ার শক্তি অর্জন করতে হবে।
১১-হালকা বিড়ি সিগারেটের অভ্যাস থাকলে ভালো,কার্ড খেলাটা উপভোগ্য হয়।
১২- নিজের প্রেমিকার সাথে খুব গোপণে কথা বলতে হবে এবং অন্য কেউ প্রেম করার সময় ফোনের কাছে মেয়ে কন্ঠে কথা বলার গুণ থাকতে হবে।
১৩- "আমি মেসে পড়াশুনা করতে এসেছি"-এমন নিয়্যাত টা ভূলে যেতে হবে।
১৪-"কাল আমার পরীক্ষা কিংবা আমাকে সি জি পি এ ৩.৫ তুলতে হবে এমন টেন্ডেসী মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে।
১৫- কখনোই গোপণে খাবার কিনে এনে ট্রলি,ডেস্কে কিংবা অন্য কোন গোপণ জায়গায় লুকানো যাবেনা।
১৬- টাকা ধার দেয়ার বা নেয়ার মনোভাব রাখা বাঞ্চনীয়। তবে ধার দিতে গেলে একশো টাকার উপর দিতে হবে,কারণ একশো টাকার নিচে ধার দেয়া টাকা ফেরত পাওয়া যায় না।
১৭- মাঝে মাঝে অনাহারে সারা দিন কাটতে পারে, এটাকে ফোর্থ পেপারের মতোই তুচ্ছ ভাবতে হবে।
১৮-মাসের শেষে ময়লা ওয়ালার টাকা দিয়ে দিতে হবে,নইলে ফ্ল্যাটের সামনে সিটি কর্পোরেশনের ডাস্টবিন বানিয়ে দেবে।
১৯- অন্য মেস মেম্বারের রাউটার হ্যাক করার অপরিসীম ক্ষমতা নিয়ে আসতে হবে।
২০- শেভিং ক্রীম,বডি স্প্রে,হেয়ার ক্রীম এগুলো লকারে না রেখে অবশ্যই রূমমেটের সামনে রাখতে হবে।
২১-নতুন ড্রেস কেনার পর ট্রায়াল দেয়ার জন্য ড্রেসের প্রাইভেসি পাবলিক করে দিতে হবে এবং অন্য কেউ পরলে সে ধুয়ে দিবে,এমন কথা ভূলেও ভাবা যাবেনা।
২২-মাঝে মাঝে মাঝরাতে শহর দেখার নেশা থাকতে হবে।
২৩- বাড়ি থেকে ফেরার সময় যেকোন খাবার নিয়ে আসতে হবে সবার জন্য।
২৪-অর্ধেকের বেশী সিগারেট খাওয়া যাবেনা কিংবা অন্যের থেকে অর্ধেক সিগারেট নিয়ে টানতে হবে(ধুমপায়ীদের ক্ষেত্রে)
২৫-বুয়া যা ই রান্না করুক না কেন আর রান্না যেমনই হোক না কেন তা অমৃত ভেবে সেবন করতে হবে ।
২৬- ভুলেও জন্মদিনের কেক খাওয়ার চিন্তা ভাবনা করলে চলবে না কিন্তু এটি না খেয়ে অন্যের মুখে মাখানোর মত যোগ্যতা থাকতে হবে ।
২৭- দেশে থেকেও ইউরোপ কান্ট্রিতে আছি এমনটা ভাবতে হবে । আর্থাত্ রাতভর জেগে থাকা দিনভর ঘুমানোর মত যোগ্যতা অর্জন করতে হবে ।
২৮- যেকোন অবস্থায় আপনাকে 'লাইফ ইজ অসাম' বলার সাহস থাকতে হবে।
এই যোগ্যতা গুলো অর্জন করতে পারলেই সে মেসের বা হলের একজন সুনাগরিক হিসাবে বিবেচিত হবে।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
ইচড়ে পাকা পোলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
কিন্তু ভাইয়া এতদিন আপনি বুঝতে না পারার কারনটা কি জানতে পারি ?
২| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০
ইচড়ে পাকা পোলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
কিন্তু ভাইয়া এতদিন আপনি বুঝতে না পারার কারনটা কি জানতে পারি ?
৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
ক্ষতিগ্রস্থ বলেছেন: আমার কখনও এমন মেসে থাকার সুযোগ হয়নি, দেখার হয়েছে। এই মেস জীবন যে খুবই কষ্টের জীবন, সেটা স্পষ্ট। তবে দিনের শেষে সেটারও চার্ম আছে বলেই 'লাইফ ইজ অসাম' বলার সাহস জন্ম নেয়, একজন জীবনঘনিষ্ট লেখক উঠে আসে।
খুবই চমৎকার পোস্ট, +++++++++++++
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
ইচড়ে পাকা পোলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
কিন্তু আমাদের এই মেস লাইফটা যতটাই কষ্ঠের দুঃখের ঠিক ততটাই আনন্দের আর উপভোগের ।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
কায়সার ইয়াসিন বলেছেন: ভাই মনটা খাইড়া নিলেন
আমি তো আপনার
টেবিল ফ্যান হইয়া গেলাম
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৬
ইচড়ে পাকা পোলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
কিন্তু ভাইয়া আমি যে টেবিল ফ্যানকে খুবই অপছন্দ এবং ঘৃনা করি কারন এটার বাতাস আমি সহ্য করতে পারি না এবং এটা আমাকে জ্বরে আক্রান্ত করতে বাধ্য করে ।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
আসাদুজ্জামান ইব্রাহি২২১১ বলেছেন: ভাইজান মজা করতে যেয়ে হলের অধিবাসীদের ছোট করে ফেললেন না???? আমিও হলে থাকি কিন্তু অনুভূতি অন্য যেন ১৮০ ,আপনার পোস্ট সমর্থন করতে পারলাম না।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩০
ইচড়ে পাকা পোলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
ভাইয়া আমিও আপনার মত হলে থাকি আর আমি কাউকে ছোট করার জন্য এটি লিখি নি শুধু মেসের কষ্টের আর খারপ দিক গুলোকে হাসি ঠাট্টার মাধ্যমে উপস্হাপন করেছি ।
মানুষ মাত্রই ভুল এমনকি ফেরসতারাও ভুল করে আর আমি সমান্য মানুষ তাই আমারও ভুল হতে পারে আর আমি এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত ।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার জীবনের বেশ কিছু বছর হল এবং মেসে কেটেছিল। তাও অনেক আগে। দীর্ঘ দিন থাকাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপর চলে আসি দেশের বাহিরে। এখানেও আছি আজ অনেক বছর হয়ে গেলো। তাই বুঝতে পারি নাই। আপনার পোস্ট পড়ে কিছুটা স্মৃতি কাতর হয়ে গিয়েছিলাম এবং উপলব্ধিটা তখনই হল।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৮
ইচড়ে পাকা পোলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
আমার কেন জানি মনে হচ্ছে আজ আমি সার্থক, আজ আমার লেখা সার্থক কারন আজ আমার খেলা কারো স্মৃতির দরজায় কড়া নাড়তে সক্ষম হয়েছে ।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
আদম_ বলেছেন: দুয়েকটা বাদ পড়লো বলে মনে হয়, এই যেমন: শুক্রবারে ভোর ১১টা ৫৯ মিনিট নাগাদ ঘুম থেকে উঠা, রাতে টকশোর আসর বসানো যেটা ভোর অবধি চলতে পারে। ছারপোকার সাথে সহবাস। মাঝে-সাঝে কম্পুতে ওসব দেখা। গান্জিকা সেবন।
বাদ-বাকি সব গুলা কমন পড়ছে।
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১
শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: আমার মনে হয় জীবনটাকে বুজতে হলে, সবারই কিছুদিন মেসে বা হলে থাকা উচিত।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমিও যে একজন মেস এবং হলের দুটোরই একজন সুনাগরিক ছিলাম, এতোদিন বুঝতেই পারি নাই। আপনার পোস্ট পড়ে এতদিনে বুঝলাম। আপনিতো আসলেই ইঁচড়ে পাকা পোলা।
এই পোস্টের মজার মধ্যেও অনেক দুঃখ লুকিয়ে আছেরে ভাই। ভুক্তভোগীরাই কেবল সেটা টের পাবে। যেমন আমি পেলাম।