নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার জন্য সীমানা ছাড়িয়ে

অপ্রাসঙ্গিক প্রখরতা

ভরকেন্দ্র

শিক্ষার জন্য সীমানা ছাড়িয়ে

ভরকেন্দ্র › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্তদের কোন শখ থাকতে নেই

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭

মধ্যবিত্তদের কোন শখ থাকতে নেই, তাদের জীবনের শুরু টা হয় স্টিলের চামচ মুখে নিয়ে, পাওয়া না পাওয়ার এক মিশ্র অনুভূতি নিয়ে তাদের কাটাতে হয় সারাটা জীবন। অভাবে পড়লে বা মাসের শেষে টাকায় টান পড়লে তাদের অবস্থা হয় “জলে কুমির ডাঙ্গায় বাঘ” এর মত। ধনীরা টাকার সমস্যায় পড়লে ব্যাংক থেকে লোন নেয় অথবা কারো কাছ থেকে ধার করে, গরীবরা সমস্যায় পড়লে হাত পাতে, কিন্তু মধ্যবিত্ত!! বেশীরভাগ মধ্যবিত্তের এমন কিছুই থাকে না যেটার জন্য তাকে ব্যাংক লোন দিবে, আবার আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পাততে পারে না, টাকা কিভাবে শোধ করবে এই ভয়ে কারো কাছে ধার করতে পারে না। একটা কথা ছোট বেলায় পড়তাম এখন পড়লে হাসি পায় “ লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে” হাসি পায় এই জন্যই যে বেশীরভাগ মধ্যবিত্তরাই সমাজের অন্য সব স্তর থেকে তুলনামূলক বেশি শিক্ষিত এবং মেধাবী। অথচ সমাজের সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে এই স্তরটি। ব্যবসায়ীরা জিনিস পত্রের দাম বাড়ালে, রিকশা চালক, CNG চালক, মজুররা তাদের ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু মধ্যবিত্তের বেতন আর বাড়ে না। টাকা নেই বলে মধ্যবিত্তের জীবনে কোন শখ ঠিক ভাবে পূরণ করা হয় না, প্রেম- ভালোবাসা জিনিসগুলো তাদের কাছে খুব এ জটিল ও কষ্টসাধ্য ব্যাপার। টাকার অভাবে পারিবারিক কলহ তো লেগেই থাকে। .।বে এত কিছুর পরও কিছু ক্ষেত্রে মধ্যবিত্তরা সুখী, তাদের পারিবারিক বন্ধন অনেক দৃঢ় থাকে, সমাজে একটা সম্মান থাকে তাদের। পাওয়া না পাওয়ার মিশ্র অনুভূতি থাকায় তারা বাস্তব জীবন সম্পর্কে অনেক সচেতন ও অভিজ্ঞ.

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

অদ্ভুত_আমি বলেছেন: তবে এত কিছুর পরও কিছু ক্ষেত্রে মধ্যবিত্তরা সুখী, তাদের পারিবারিক বন্ধন অনেক দৃঢ় থাকে, সমাজে একটা সম্মান থাকে তাদের। পাওয়া না পাওয়ার মিশ্র অনুভূতি থাকায় তারা বাস্তব জীবন সম্পর্কে অনেক সচেতন ও অভিজ্ঞ।

সহমত ।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

ভরকেন্দ্র বলেছেন: ধন্যবাদ....++

২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তাদের জীবনের শুরু টা হয় স্টিলের চামচ মুখে নিয়ে, পাওয়া না পাওয়ার এক মিশ্র অনুভূতি নিয়ে তাদের কাটাতে হয় সারাটা জীবন।

তবে এত কিছুর পরও কিছু ক্ষেত্রে মধ্যবিত্তরা সুখী, তাদের পারিবারিক বন্ধন অনেক দৃঢ় থাকে, সমাজে একটা সম্মান থাকে তাদের।

মধ্যবিত্তরাও কেউ কেউ একসময় উচ্চবিত্ত হয়ে যাবে ভ্রাতা !

ভালো লাগলো আপনার লেখাটি !
ক্যামন আছেন ?

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯

ভরকেন্দ্র বলেছেন: ধন্যবাদ...... মধ্যবিত্তরা ভালো থাকার অভিনয় করে.... করছি.....

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

লীনা জািম্বল বলেছেন: লেখাটা বাস্তব এবং আবেদন ময়ী -- দুবার হয়ে গেছে তবে---

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫

ভরকেন্দ্র বলেছেন: ধন্যবাদ....++

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

ফুলেরপাতা বলেছেন:
শ্রদ্ধা ভরে:

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই লিখেছেন ।

সম্ভবত একই ধরনের একটা লেখা কিছুদিন আগে ব্লগেই পড়েছিলাম , আপনিই কি দিয়েছিলেন ?

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.