![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ অনেকদিন ধরে এই কুঅভ্যাসটা প্র্যাক্টিস করে আসছি, রাত ৩/৪ টার দিকে ঘুমানোর।
ইচ্ছা করে যে করেছি এমন না।কোন এক কারনে হয়ে গেছে।
একাউন্টটা সামুতে কিছুদিন হয় খুলেছি।২০০৮ থেকে ব্লগ পড়ি কিন্তু কখনো একাউন্ট করি নাই আলসির চোটে!
কিছুদিন আগে মনে হইলো,নাহ একটা একাউন্ট করেই ফেলি।
ব্লগিং করে কারো স্বার্থোদ্ধার করব,এমন চিন্তা থেকে ব্লগ খুলি নি।
নিজের ভেতর জমা থাকা কথাগুলা কোথাও লিখে রাখলে খারাপ হয় না,এই ভাবনা থেকেই ব্লগটা খোলা।এই কথাগুলা সবাইরে বলা যায় না।একটু বলেই রাখঢাক দিতে হয়!কি দরকার নিজেকে অন্যের কাছে ইনফিরিয়র বানানোর??
যেহেতু,এখানে আমার ইনফিরিয়র হওয়ার কোন চান্স নাই কারন আমাকে তো কেউ চিনতেসে না।তাই এখানে লেখা শুরু করলাম।
নিজের জন্য খুব খারাপ লাগে।এমনটা না হলে কি হতই না??
আল্লাহ নোওস বেস্ট।
ব্যপারটা এইরকম আর কি, এক কৃষকের গাধা পড়ে গেছে গভীর কূয়ায়।কৃষক তো মালিক,তার যা ইচ্ছা এখন সে করবে!
সে চিন্তা করলো,এতো কষ্ট করে কি দরকার গাধারে কূয়া থেকে তোলার?
এরে ওইখানে মাটিচাপা দিয়ে মেরে ফেলি!
যেই ভাবা সেই কাজ।
কৃষক মাটি ফেলছে কূয়ায় আর গাধা ভাবছে,তারে এই তো মাটি চাপা দিলো।সে তো গগণবিদারী চিৎকার আর লাফালাফি শুরু করল!
কিন্তু একটু পরেই যখন টের পেল, তার লাফালাফির কারনে তার গা থেকে মাটি পড়ে যাচ্ছে আর সে একটু একটু করে উপরে উঠছে,তখন সে চিৎকার বন্ধ করে চুপচাপ শুধু গা ঝাড়া দিতে লাগলো আর এক সময় সে উপরে উঠে আসলো!
আমিও আসলে গর্তে পড়ে গেছি!আমার উপরেও মাটি ফেলা হচ্ছে।কতকাল ধরে ফেলা হবে জানি না।
এমনও তো হতে পারে,মাটির সাথে বড় কোন পাথর মাথায় পড়ে গেলো!
মাথায় এই চিন্তা আছে গা ঝাড়া দিয়ে যেতেই হবে কিন্তু শক্তি মনে হয় কমে আসছে।একা একা একজন মানুষ কোন সাপোর্ট ছাড়া কতক্ষন একা একা কূয়ায় থাকতে পারে??
নিজের উপর অনেক বিশ্বাস ছিলো।কিন্তু যত সময় গড়াচ্ছে, কঠিন সেই বিশ্বাসের গ্রাফও ততো নিচের দিকে যাচ্ছে।
কিই বা আর বলতে পারি?
আল্লাহ নোওস বেস্ট!
অনেক টাফ সিচুয়েশান পাড়ি দিয়ে এসেছি।কিন্তু এইরকম সময়ও আমার জীবনে কখনো আসবে,স্বপ্নেও ভাবি নি!
এখন যে সময় আমি পাড়ি দিচ্ছি,কতটুকু কঠিন,একটু দেখা যাক!
বাইশ বছর পাড়ি দিয়ে আমি উপলব্ধি করছি আজকে যে, আমি পদ্মকে ভালোবাসি।
সে যে আমাকে ঘৃণা করে,তা না।অনেক ভালোও বাসে।কিন্তু আমার ভালোবাসা আর তার ভালোবাসার মাঝে যে অনেক দূরত্ব!
আমার ভালোবাসা আর তার ভালোবাসা যে এক নয়!
আমার অসহায়ত্ব এতো বেশী, আমি মাথা নিচু করেও বলতে পারছি না, 'পদ্ম,আমি তোকে ভালোবাসি রে!'
কি ভরসায় বলবো?
আচ্ছা, তুমি কি করো?
- {কিছু না,পড়াশুনা থেকে লাথি খেয়ে বিদায় হয়ে গেছি!}
এখন কোন ইয়ারে পড়ো?
- {তিন বছর লস করে আবার নতুন করে শুরু করছি!}
আমি কোন ইয়ারে পড়ি জানো?
- {জানি,তুমি এখন ফোর্থ ইয়ারে}
তুমি পাশ করতে করতে তো আমি বুড়ী হয়ে যাব...
.............
......
এই সবগুলা প্রশ্নেই আমাকে নিরব উত্তর দিতে হবে যাতে পদ্ম শুনতে না পায় আমার কথা।এভাবেই আর কথাটা বলা হয়ে ওঠে না।আমার এই কথা বলার যোগ্যতা যে হঠাৎ ঝড়ে হারিয়েছে!
খুব খারাপ লাগে নিজের অবস্থা এই ভেবে, আমি আজ শুধুই এক পরিত্যাক্ত কেউ।
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৮
শেষ সেনাপতি বলেছেন: আমি ভাবি নাই,কেউ কমেন্ট করবে আর এতো সুন্দর করে ওয়েলকাম জানাবে।
ভাই রে,অনেক অনেক ধন্যবাদ আপনারে।
* নিজের সাথে যে যুদ্ধ করছি,সেই যুদ্ধের একমাত্র সেনাপতি আর যোদ্ধা আমি নিজেই। :I
ভালো থাইকেন ভাই।
২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কথন
শুভ অভিনন্দন
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৯
শেষ সেনাপতি বলেছেন: আমার কথাবার্তা সুন্দর,এই প্রথম শুনলাম !!
অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
বটবৃক্ষ~ বলেছেন: মন খারাপ হলো.....
আপনি তো ব্লগের পুরান মানুষ তাহলে.....
তারপরো ওয়েল্কাম এন্ড হ্যাপি ব্লগিং!!
প্রায় সবাই ঠিক এই কারনেই ব্লগ খুলে!! আমার নিজস্ব এনালাইসিস!!
তা আপনি কোজ যুদ্ধের সেনাপতি ছিলেন জানতে পারি??
আশা করছি ব্লগে নিয়মিত পাবো.....।
আপনার ব্লগে ১ম কমেন্ট করে ভালো লাগলো.....
শুভকামনা রইলো অনেকগুলো!