![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেহরী খাওয়া শেষ।রাতে ঘুমাই নি।খাওয়া শেষে ভরা পেটে কেন যে এখনো ঘুম আসছে না,বুঝা যাচ্ছে না।
ফাতরামির জিনিস হচ্ছে,লেপ্পি নিয়ে বসলেই এতো কথা যা সারাদিন ধরেই মাথায় আসে,তা কোথায় যেন চলে যায়!এই কথাগুলো আমি কাউকেই বলতে পারি না কারন আমার জানা মতে আমার চেয়ে একাকী,নিঃসংগ আর কেউ নাই।
ইদানিং আব্বু,আম্মু কাউকেই সহ্য হচ্ছে না।আব্বু কোনকালেই সহ্য করার মত কেউ ছিলেন না।আর আম্মুর কথা বলতে কি,ইদানিং এই কথাই মনে হয়,কেন যে আল্লাহ এতো সোজাসাপটা করে বানাইসে এই মহিলারে?
নিশ্চয়ই কোন কারন আছে।
আব্বুর মত মানুষ যাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে,আমার মনে হয় একমাত্র এই কারনেই উনাকে আল্লাহ বানাইসে।
কয়েকদিন আগে দেখলাম এক ক্লাসমেট পিএইচপি দিয়ে একটা কোডিং করসে।ডেট অফ বার্থ লিখে কমান্ড দিলে এইজ কত,তা আউটপুট দেখায়।
নিজেরটা দিয়ে দেখলাম,২৩ বছর ১১মাস ১০দিন। (১০ আগস্ট জন্মদিন,দিনটা এইবার ঈদের দিনে পড়ার চান্স আছে!)
আউটপুট দেখেই মনে হইলো,কি করসি এতো দিন??
আমার কি অর্জন এতোগুলা বছরে?
কি করসি আমি?
খুব কোথাও ঘুরতে গেসিলা কখনো?
-না।
শখের জিনিসগুলো সময় মত পাইসিলা?
- না।
নিজের কোন টাকা জমাইতে পারসিলা?
-জমাইছিলাম।প্রচুর।এতো পরিমান ক্যাশ টাকা আমার বাবা ও নিজে ইনকাম করে হাতে নেন নাই।কিন্তু এখন আমার কাছে কোন কানাকড়িও নাই!
-প্রেম করসিলা মিয়া কখনো?
-আরে,কি যে বলেন ভাই!...
স্বাভাবিকভাবে চোখ তুইলা তাকাইতেই শংকা লাগতো।তবে ভালোবাসতাম তো পদ্ম রে।(সে জানতো না যদিও আর আমিও বুঝতে দিই নি,জানাই নি কখনো।) ঐ রকম মনোভাব নিয়ে অন্য কারো দিকে তাকাবো,চিন্তাও করি নি।
আচ্ছা,কি করতে পারসো,বল।
দুইটা A+,২/৪ টা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া,আর বেশ আগে স্কুল লাইফে পাওয়া স্কলারশিপ এর কথা বলা ছাড়া আর কিছুই তো বলার নাই!!
আর এই জিনিসগুলা যে আমাকে সাকসেসফুল করে দিতে এমন তো না।
এইগুলা দিয়ে আমার যোগ্যতার ব্যাপারে খুব আবছা ধারনা হয়তো করা যায়,কিন্তু এইটুকু ছাড়া আপাতত এইগুলার এক পয়সারও কোন দাম নাই।
এনাটমির এক প্রফেসর বলতেন, বাবারা,জলদি পড়াশুনা কইরা বাইর হও।
এইখানে ঢংঢাং মাইরা টাইম ওয়েস্ট করবা,পরে আফসোস করবা,হায় রে আগে ফাঁকিবাজি না করলে কয়েকটা দিন আগে বাইর হইতাম!তাইলে লাস্ট বিসিএস টা ধরা যাইতো।তাইলে চাকরি আগে পাইতাম,তাইলে বিয়াও আগে করতে পারতাম,তাইলে বাচ্চাও আগে হইতো,তাইলে বাচ্চাও স্কুলে কিছুদিন আগে যাইতে পারতো,ওর ও আগে বিয়া হইতো......আমি চাই না এইসব আফসোস তোমরা কর!
প্রেম পিরিতি তো করো,না??
সাবধান!!!
আমি জানি,অবশ্যই এই সময় আমার জন্য খুবই টাফ টাইম।আল্লাহর কাছে দোয়া করি এইরকম আর কেউ স্বান্ত,দিশেহারা না হোক।
আমার হতাশা প্রায়ই লাগে,তবে আনন্দ নিয়ে বলতে পারি,নিরাশ লাগে না!
আমি নিরাশ না,এই কথা মনে হতেই হতাশা প্রায় উধাও হয়ে যায়!
আমার ক্যালকুলেশান এখন বেশ সোজা।
আগে বাপের গোঁয়ার্তুমির কারনে সাধের সাবজেক্ট ছেড়ে দিয়ে এসে যা পড়তে বিরক্ত লাগতো,সেই বাললজিকাল (Biological) সাবজেক্ট পড়া শুরু করসিলাম।যা হয়ে গেসে,তা তো আর ফিরে পাবো না।
নতুন যাত্রায় আমারে আর কেউ ঘাটায় নাই।
পছন্দের সাবজেক্ট নিয়ে শুরু করে দিলাম পড়া আবার প্রথম থেকে।ভালোলাগাকে ফিরে পাওয়ার এই আনন্দ,অনুভূতি লেখা কিংবা বলে যেকোনভাবেই বোঝানো অসম্ভব।
আর আমার মনে হয় না আমি খুব খারাপ জাতের গাধা।আমার বিশ্বাস,আমার পছন্দের জিনিস নিয়ে নাড়াচাড়া করলে,খুব বেশী দিন লাগবে হাত পাকনা করতে।তাই বন্ধুরা কে কই থেকে কি পাশ করে কি আঁটা বান্তেসে তা আপাতত আমার দেখার দরকার নাই।
আই উইল সি ইউ অল সেলফিশেস জাস্ট আফটার ফিউ ইয়ারস।
আমার মনে হয় যদি কাউকে প্রশ্ন করা হয়,আপনি কি সাকসেসফুল? (* আর উনি যদি ফ্র্যাংকলি উত্তর দেন তাহলে এই রকম একটা কনভারসেশান দাঁড়াবে,)
- হ্যাঁ/ না
- কেন মনে হচ্ছে যে আপনার উত্তরটা যৌক্তিক?
- কারন আমার মাসে ইনকাম(কিংবা স্যালারি) x০০০০০ টাকা/এখনো মনের মত স্যালারি নাই............
পুঁজিবাদী সমাজে বেড়ে ওঠা এই আমি সাকসেসফুল হওয়া না হওয়ার ব্যাপারে সরলভাবে এতটুকুই
চিন্তা করতে পারি।
বর্তমান বাস্তবতাও আসলে এইরকম,আমার মনে হয়।আমি কি ব্যবসা করে,নাকি চুরি করে টাকা ইনকাম করি,সেইটা আমার ব্যপার।মানুষ দেখবে,আরীঈঈ,এই ভদ্দরলুক তো অনেক টাকা কামায় !!উনি তো বিরাট সাকসেসফুল।
ডেজিগনেশান এর ব্যপারটা অনেক পরের কথা কিংবা খুব গৌন।টাকা বানানোর জন্য পড়াশোনা করে ‘শিকখিত’ হওয়া লাগবে এমন তো কোন কথা নাই!
এক ছিনতাইকারীরে চিনি,তার বাপ মাটিকামলা।ভাই পান দোকান দেয়।মা ঝি এর কাজ করে।আর সে ছিনতাই কইরা পালসার দৌড়ায় আর পোজপাজ মাইরা ঘুরে।দেইখা নিজেরই লজ্জা হয়।
তো তার পাড়ার লোকে জানে না,সে কি করে।তারা এরে নিয়ে আড়ালে রীতিমত টকশো,আরে অমুকের পোলা তো খুব উন্নতি করতেসে,এই সেই...
বলেন তো,মানুষের চোখে কি সে সাকসেসফুল না??
মানুষ খালি আউটপুটই দেখবে রে ভাই,তিতা সত্য!
হ্যাঁ,বলা যেতেই পারে,সাকসেসফুল হওয়াই যদি একমাত্র গোল,তবে আর পড়াশোনা কেন??
ভাই রে, শেষমেশ আমি পড়াশোনা করতেসি খালি এই কারনেই, আই জাস্ট লাভ দিস সাবজেক্ট।সাবজেক্ট আমারে কি দিবে না দিবে আমি তা মাথায় আনি না,আমি খালি এর সৌন্দর্য দেখতে এর মাঝে ঢুকতে চাই।
আর ঐ যে ইনকামের কথা,তার কি হবে??
লেগে আছি, তরবারীর ধার কমে যেতে পারে,তাই বলে তো ছেড়ে দিই নি রে ভাই!
রবার্ট ফ্রস্টের কয়েকটা লাইন ইদানিং দিনে কম করে হলেও শতবার মনে আসে।
উনি কি আশ্চর্য কথাই না বলেছিলেন,
‘But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep……….’
আজকে আর লেখতে ভাল লাগতেসে না।ভালো থাইকেন ভাই-ব্রাদাররা।
©somewhere in net ltd.