নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মধ্যবিত্তের বেশী ইচ্ছা থাকতে নেই

শেষ সেনাপতি

এতো বেশী কথা জমে আছে যে কিছুই বলার নাই!

শেষ সেনাপতি › বিস্তারিত পোস্টঃ

অপদার্থের দর্শন

০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

কিছুক্ষন ‘দর্শন’ ফলাইতে ইচ্ছা করতেসে।



বলে নি,এই ভাবনাগুলোর কিছুটা আমার নিজের ভাবনা,কিছুটা কোথাও পড়ে কিংবা কারো কথা শুনে মনে থাকা ভাবনা।

আর এই পোস্টের বেশীর ভাগ কথাই লেখার সময় মনে আসা ভাবনা।

ভূমিকা কপচানো শেষ।



সময়ঃ

আচ্ছা,সময় জিনিসটা কি??

আমি এই প্রশ্নের এমন কোন উত্তর পাই নাই,যা আমাকে সন্তুষ্ট করতে পারে।



গুরু আইনস্টাইন বলছেন,

‘People like us who believe in physics know that the distinction between the past,the present and the future is only a stubbornly persistent illusion!’



গুরু বলছেন,সময় হচ্ছে বিভ্রম!বিভ্রম মানে কি?কি বোঝায় আসলে বিভ্রম দিয়ে??

আমি আইনস্টাইনের এই লামছাম কথায় ভুলতে পারলাম না,সরি!



সময় যাই হোক,আমরা সাধারনত একে তিনভাগে ভাগ করি;

অতীত,বর্তমান আর ভবিষ্যৎ।



এই তিনকালকে আমি দুইটি দিক থেকে বুঝার চেষ্টা করি।প্রথমত এই আমরা,মানুষের দিক থেকে আর দ্বিতীয়ত মহান আল্লাহর দিক থেকে।



আসলে দেখুন,আমাদের জন্য বর্তমান বলে কি আসলেই কিছু আছে??

এই যে আমি টাইপ করছি,এ সময়টাই তো বর্তমান,না??

মজার জিনিস হচ্ছে,বাক্যটা লেখার সাথে সাথেই সেই বর্তমানটা অতীত হয়ে যাচ্ছে।

আমার মনে হয় বর্তমানের সবচেয়ে সহজ আর গ্রহনযোগ্য টার্ম হচ্ছে, ‘কন্টিনিউয়াস পাস্ট’।বর্তমান মুহূর্তেই অতীত হয়ে যাচ্ছে,সে নিজে কিছুই না,তার কোন অস্তিত্বই নেই!!

আমাদের কাছে আছে পাস্ট আর ফিউচার।



আর আল্লাহ উনার কাছে রেখে দিয়েছেন প্রেজেন্ট কে।আর এর জন্যই উনি সময়কে নিজের ইচ্ছা মত নিয়ন্ত্রন করতে পারছেন।সবকিছুর মত,সময় নামক ব্যাপারটা উনার কাছে থমকে দাঁড়িয়েছে।



উনার ক্রিয়েশান হওয়ার কারনে,আমরা ও তো আসলে উনার সাথেই দেখা করতে যাওয়ার একটা অংশ হিসেবে পৃথিবী নামক গ্রহের মাঝ দিয়ে নির্দিষ্ট কিছুক্ষনের জন্য যাচ্ছি।এই যাত্রা যখনই ফুরাবে,তখনই আমাদের অনন্ত যাত্রা শুরু হয়ে যাবে যেখানে সময় হয়ে যাবে অসীম।

কল্পনার অতীত সে ব্যাপারটা!





কে আমি? :



আমরা আসলে নিজের পরিচয় যখন দিই,কখনো কি ভুলে গিয়েও ভাবি,আসলে আমি মানে আমার এই শরীর না।আমি মানে আমার শরীরের সাথে কোনভাবে সম্পর্কযুক্ত কিছু একটা,যা যেকোন ব্যাখ্যার অতীত!



এই ‘কিছু একটা’ মানে আমরা বুঝি আত্না,রুহ...

আমি মানে আমার শরীর না,আমি মানে আমার আত্না এই রকম ভাবনা কি আমরা করে দেখেছি কখনো??



এই রকম ভাবলে আসলেই জগতে বিশাল এক পরিবর্তন আসতো।রুহ সাদা,না কালো।আশরাফ,না আতরাফ কেউ জানে না।

তাই নিজেকে শরীর না ভেবে আত্না ভাবলে কেউ নিজেকে অন্যের চেয়ে উপরে বা বড় দাবী করতে সমস্যায় পড়ে যেতো।









* সেহরীর সময় হয়ে আসছে,আম্মু তাড়া দিতেসে।উঠলাম।





































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.