![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।
হিজড়াদের প্রতি আমাদের আচরন বেশির ভাগ সময়ই অশোভন প্রকৃতির হয়। এটি যে একেবারেই উচিত নয় তা আমরা একটু ভালো করে চিন্তা করলেই বুঝতে পারব। আমরা যেমন মানুষ, ওরাও তেমনি মানুষ। হয়তো একিই মায়ের পেটের সন্তান না, কিন্তু ওরাও কোন মায়ের পেটের সন্তান। কেউ নিজের ইচ্ছায় হিজড়া হয়ে আসে নি। আল্লাহই লিঙ্গ নির্ধারন করে দেন। তাই হিজড়াদের প্রতি দুর্ব্যবহার কোনো ক্রমেই কাম্য নয়। ওরা আমাদের ডিস্টার্ব না করলে, আমরাও ওদের ডিস্টার্ব করবো না। প্রতিটি ক্ষেত্রেই যেন তারা পূর্ণ মানুষের মত মর্যাদা পায় তার চেষ্টা করব।
যারা বিনা কারনে হিজড়াদের প্রতি খারাপ আচরন করেন, তারা একবারো ভেবেছেন কি, আপনি ঐ হিজড়ার জায়গায় থাকলে কেমন লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। আপনি বিধাতার কাছে শুকরিয়া আদায় করুন যে তিঁনি আপনাকে ঐ অবস্থায় রাখেন নি।
হিজড়াদের ও এ সমাজ ও দেশে পূর্ণ অধিকার রয়েছে। আসুন সবাই মিলে এদের সাহায্যার্থে একজোট হয়ে এগিয়ে আসি।
জীবনের মহাসফরে এরাও আমাদের সাথী। এদের প্রতি আমরা যেন আর কোন খারাপ আচরন না করি।
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২০
ইখতিয়াক ইবনে আহসান ইফাত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৬
ত্রিশোনকু বলেছেন: খুবই স্পর্শ কা্তর আর গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারনা করেছ।
ধন্যবাদ।
প্রয়াত গুনী শিল্পী বিপ্লব দাশ এদের নিয়ে চমৎকার একটি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র তৈরি করেছিলেন।