নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ekhtiak Ebna Ahsan Efat

ভালো মন ছাড়া মানুষ আর স্বাদহীন ইলিশ মাছ একই কথা

ইখতিয়াক ইবনে আহসান ইফাত

আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।

ইখতিয়াক ইবনে আহসান ইফাত › বিস্তারিত পোস্টঃ

ছোট কালে রোজার সময়ের কিছু ঘটনা

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

ছোট কালে রোজার সময় কিছু ঘটনা প্রায় সবার সাথেই ঘটে, যেমনঃ

* প্রথমবার অতি উত্‍সাহে সেহরি খেতে উঠা। অতপরঃ ভাত খেতে দেওয়া হয়েছে দেখে তার স্বরে কান্নাকাটি করে বলা, ভাত খাবো না, এঁ এঁ, আমি সেহরি খাবো।

* এক দিনে ভেঙে ভেঙে কয়েকটা রোজা রাখা। প্রতিবারের খাওয়ার পর থেকে তার পরেরবার খাওয়া পর্যন্ত সময়কে একেকটা রোজা বলে ধরা।

* ইফতারির কিছু সময় আগে পছন্দের খাবার দেখলে টুপ করে খেয়ে ফেলা।

* রোজার সময় কাউকে খেতে দেখলেই বলে উঠা, খাইয়া রোজা বাইয়া পড়ে, ৩০ রোজা পূর্ণ করে।

* নদী বা পুকুরে গোসলের সময় ডুব দিয়ে পানি খাওয়া

* রোজা রেখে থাকলে স্কুলে গিয়ে সবাইকে গর্ব করে বলা এবং রোজা রেখেছে কিনা তা সবাইকে জিঙেস করা।

* তারাবির নামাজ পড়তে যাওয়া। তারপর ২ রাকাত পড়েই বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাওয়া। আবার নামাজ শেষ হবার আগে মসজিদে ফিরে আসা।

* রমজানে মিথ্যা কথা বলা মহাপাপ বলে অনেকের কাছ থেকে অনেক গোপন কথা উগরে নেওয়া

* সুযোগ পেলেই কাউকে উত্তম মাধ্যম দেওয়ার পর সে মারতে আসলেই বলা, আমি রোজাদার। রোজাদারকে মারা যায় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.