![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।
ছোট কালে রোজার সময় কিছু ঘটনা প্রায় সবার সাথেই ঘটে, যেমনঃ
* প্রথমবার অতি উত্সাহে সেহরি খেতে উঠা। অতপরঃ ভাত খেতে দেওয়া হয়েছে দেখে তার স্বরে কান্নাকাটি করে বলা, ভাত খাবো না, এঁ এঁ, আমি সেহরি খাবো।
* এক দিনে ভেঙে ভেঙে কয়েকটা রোজা রাখা। প্রতিবারের খাওয়ার পর থেকে তার পরেরবার খাওয়া পর্যন্ত সময়কে একেকটা রোজা বলে ধরা।
* ইফতারির কিছু সময় আগে পছন্দের খাবার দেখলে টুপ করে খেয়ে ফেলা।
* রোজার সময় কাউকে খেতে দেখলেই বলে উঠা, খাইয়া রোজা বাইয়া পড়ে, ৩০ রোজা পূর্ণ করে।
* নদী বা পুকুরে গোসলের সময় ডুব দিয়ে পানি খাওয়া
* রোজা রেখে থাকলে স্কুলে গিয়ে সবাইকে গর্ব করে বলা এবং রোজা রেখেছে কিনা তা সবাইকে জিঙেস করা।
* তারাবির নামাজ পড়তে যাওয়া। তারপর ২ রাকাত পড়েই বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাওয়া। আবার নামাজ শেষ হবার আগে মসজিদে ফিরে আসা।
* রমজানে মিথ্যা কথা বলা মহাপাপ বলে অনেকের কাছ থেকে অনেক গোপন কথা উগরে নেওয়া
* সুযোগ পেলেই কাউকে উত্তম মাধ্যম দেওয়ার পর সে মারতে আসলেই বলা, আমি রোজাদার। রোজাদারকে মারা যায় না।
©somewhere in net ltd.