![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।
:ইফাত সাহেব, কেমন আছেন?
:কে? কে কথা বলে?
:আমাকে আপনি চিনবেন না। আমি টোরেন।
:কোন টোরেন? আর তোমাকে দেখা যাচ্ছে না কেন?
:আমি টোরেন। যেমন মানুষ, যেমন জ্বীন, তেমনি টোরেন। আমাদের দেখা যায় না। আমরা অদৃশ্য।
:ও। তো আমার এখানে কি চাই?
:কিছুই না। আপনার সাথে কিছু কথা বলতে এলাম।
: আমার সাথে আবার কি কথা? আমি নিত্যান্তই একজন সাধারন মানুষ।
:এইজন্যই আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি অন্যদের মত স্বার্থবাদি নন। অন্যরা কথাকে ঘুরাবে, পেচাঁবে। তাদের স্বার্থটা দেখবে। আসল কথাটা বলবে না।
:আচ্ছা, তুমি আমার মনের কল্পনা?
:কেন?
:এই যে আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু তোমাকে দেখতে পারছি না। এটা কি আমার মনের তৈরী নয়?
:না। এটা বাস্তব। চির সত্য। মরন যেমন সত্য, তেমনি সত্য।
:আমি বিশ্বাস করি না। আমার মনে হয়, আমি পাগল হয়ে যাচ্ছি।
:আপনি পাগল হচ্ছেন না। আপনি সম্পূর্ণ সুস্থ।
:আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যিই আছো? আমার মনের কল্পনা নও।
:দাড়ান, আমি ঐ গ্লাসটা মেঝেতে ফেলে দেখাই।
:না না, ঐটা আমার প্রিয় গ্লাস। আমার মা ওটা দিয়েছিল। গত বার যখন বাড়ি গিয়েছিলাম তখন মা দিয়ে দিয়েছিল। তুমি বরং ঐ চামচটা ফেলে দেখাও
:আপনার ইচ্ছা। এই নিন, ফেলে দিলাম
:আরে সত্যিই তো, চামচটা মেঝেতে পড়ে গেল। তার মানে তুমি আসলেই আছো, আমার কোন কল্পনা নও।
:হ্যা আমি আছি। সত্যিই আছি। কোন কল্পনা নই।
:আচ্ছা, তুমি কি যেন বলতে এসেছিলে?
:ও, সেটাতো এখন আর মনে পড়ছে না। ভুলে গেছি। কাল বলি।
:কাল বলবে? আচ্ছা কাল বলো। এখন তুমি যাও। আমি এখন ঘুমাবো। খুব ঘুম পাচ্ছে।
:আচ্ছা। আজ তাহলে আসি। আস্সালামু আলাইকুম।
: ওয়ালাইকুম আস্সালাম। এখনো আছো নাকি চলে গেছো? কথা বলছো না কেন
(চলবে)
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪
অর্থনীতিবিদ বলেছেন: গল্পের বিষয়বস্তুর সাথে গাজাখুরি গল্প নামটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ হয়েছে।