![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।
:ইফাত সাহেব। ভাল আছেন?
:কে? টোরেন?
:জি। চিনেছেন তাহলে।
:চিনব না কেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো সেটা বলো।
:টোরেনদের ভালো মন্দ থাকা বলে কিছু নেই।
:তাই নাকি? কেন?
:টোরেনদের কোন রোগ দুঃখ নেই। তাই ভালো থাকাও নেই।
:ভালো ভালো।
:ভালো বলে কিছু নেই।
:আরে ভালো থাকা না, এমনি ভালো, সেটা বললাম
:ও
:তা, কি যেন প্রশ্ন করবে, মনে পড়েছে?
:জি মনে পড়েছে।
:বলে ফেল
:প্রশ্নটা রাজনীতি নিয়ে।
:বাহ! টোরেনদেরও রাজনীতি আছে দেখছি।
:জী না জনাব। আমি আপনাদের রাজনীতি নিয়ে কথা বলছি
:বাজে বাজে, সব বাজে। বাংলাদেশের রাজনীতি বাজে। এসব নিয়ে মাথা ঘামাতে নেই
:কিন্তু জনাব, আপনি তো রাজনীতি নিয়ে যথেষ্ট মাথা ঘামান
:তা, অবশ্য ঠিক। রাজনীতি নিয়ে বাঙালি মাথা না ঘামালে কি আর বিশ্ব চলবে। তা বল তোমার প্রশ্ন।
:জনাব, মানুষদের মধ্যে কিছু লোক তাদের রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলে, এমনকি মারামারিও লেগে যায়। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সাথে এদের কোন সংযোগ নাই। এমনকি এরা মার খেয়ে আসলেও ঐ সব রাজনৈতিক দল চিকিত্সার ব্যবস্থা করবে তো দূরে থাক, খোজ খবরও নেয় না। ব্যাপার খানা তো বুজলাম না।
:তুমি কি কখনো কুকুর ছানা দেখেছ?
:জি জ্বনাব দেখেছি। তবে কুকুর ছানার সাথে এর কি সম্পর্ক, তা তো বুঝলাম না!
:কুকুর ছানাকে যদি এর মালিক খালি হাত সামনে দিয়ে তু তু করে, কুকুর ছানা ভাবে ঐ হাতে তার জন্য খাবার আছে। বাঙালি হইলো এই কুকুর ছানার মত। এরা এদের মালিক রাজনৈতিক দল বেছে নেয়। তারপর এদের মালিক প্রতিশ্রুতি দিলেই এরা ভেবে নেয় এইতো দিয়ে দিল। মালিক কলা কে জাম বললে, এরাও বলবে অবশ্যই এইটা জাম। টিয়া পাখিকে কাক বললে বলবে ঐতো কাক উড়ে যায়। কেউ টিয়া বললে এরা বলে উঠবে, খামোশ। এই রাজনৈতিক দল এদের কিছুই দেয় না, কিন্তু এরা কুকুর ছানার মত নিজেদের জানও দিতে রাজি। দেখা যায় আগের প্রতিশ্রুতি না রেখে যখন এই রাজনৈতিক দল গুলো নতুন প্রতিশ্রুতি দেয় তখন এরা কুকুর ছানার মতই মালিকের খালি হাতের পিছেই ছুটতে থাকে, যদিও মালিক বারবারই খালি হাতে তু তু করে। এই বার সম্পর্ক বুঝেছ।
:জি জ্বনাব, কিছুটা বুঝেছি
:কিছুটা বুঝাই ভালো। বেশি বোঝা ভালো না।
:আচ্ছা জনাব। আজ তাহলে যাই
:আচ্ছা যাও। কালকেও কি একবার আসবে? একা একা থাকি তো। কথা বলার কেউ নেই। তুমি এসে কথা বলো, ভালোই লাগে।
:জি জনাব। আসার চেষ্টা করব।
:আসতে পারলে ভালো।
:ভালো বলে কিছু নেই জনাব।
(চলবে)
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
ইখতিয়াক ইবনে আহসান ইফাত বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস