নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ekhtiak Ebna Ahsan Efat

ভালো মন ছাড়া মানুষ আর স্বাদহীন ইলিশ মাছ একই কথা

ইখতিয়াক ইবনে আহসান ইফাত

আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।

ইখতিয়াক ইবনে আহসান ইফাত › বিস্তারিত পোস্টঃ

ব্যাক্তি বিশেষে মোবাইল কথনঃ

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

নিকট বন্ধুর ক্ষেত্রেঃ আব্বে হালা কই তুই? গার্লস কলেজের চিপায় আয়। (মনেমনেঃ চা এর বিলটা তো তুই ই দিবি, আয় আইজকা)

আত্নীয়ের ক্ষেত্রেঃ আসসালামু আলাইকুম। জি আন্টি। কলেজেই আছি। (আমাগোডায় না, মাইয়াগোডায় আছি) জি ভালো করে পড়তাছি। (পড়াশুনা না, মাইয়াগো প্রেমে পড়তাছি)

বসের ক্ষেত্রেঃ জি বস। অবশ্যই। এক্কেরে ঠিক কইছেন, সূর্য পশ্চিম দিকে উঠে, পূর্ব দিকে অস্ত যায়। (আপনের টাক মাথায় চুল উঠলে বিশ্বাস করুম)

গার্লফ্রেন্ডের ক্ষেত্রঃ না জানু, কোন সমস্যাই না। ৫ হাজার টাকার ফ্লেক্সি আবার কোন ব্যাপার হইলো? এখনি পাঠাইয়া দিতাছি। (কি যে কমু? আবার বাপের পকেট মারতে হইবো)

বাপের ক্ষেত্রেঃ না আব্বা। সত্য কইতাছি, আমি টাকা নেই নাই। ভাইয়ারে দেখলাম নতুন মোবাইল কিনছে। (দিলাম ভাইয়ারে ফাসাইয়া)

স্যারের ক্ষেত্রেঃ জি স্যার। বাসার অবস্থা বড়ই খারাপ। এইজন্যই গত সপ্তাহে আসতে পারি নাই। আপনার এমাসের বেতনটাও হয়তো দিতে পারব না। (গত সপ্তাহে পরিবারের সাথে সুইজারল্যান্ড ঘুরতে গেছিলাম। আসার সময় আপনার বেতনের টাকা দিয়া গাট্টা কিন্না খাইছি। বড়ই মজা)

পুলিশের ক্ষেত্রেঃ জি না স্যার। বিশ্বাস করেন, আমি ঐ মাইয়ার পিছে পিছে চলি না। ঐ মাইয়ায় ই তো আমার আগে আগে চলে। (গ্লাস অর্ধেক গালি আর গ্লাস অর্ধেক ভরা, দুইটা একই কথা)

অপরিচিত মাইয়ার ক্ষেত্রেঃ আপনার কন্ঠটা অনেক সুন্দর, আপনিও নিশ্চয়ই অনেক সুন্দরী। (চান্স লইয়া দেখি। হইলেও হইয়া যাইতে পারে) কি! ও তুমি পাশের বাসার কাজের মাইয়া। হ্যালো হ্যালো, কথা শুনতে পাইতাছি না। হ্যালো। নেটওয়ার্কে প্রবলেম। (হায়রে খোদা! শেষ পর্যন্ত কাজের মাইয়া)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

এন ইউ এমিল বলেছেন: বৌএর ক্ষেত্রে - না না কোত্থাও যাইনাই, রাস্তায় অনেক জ্যাম তাই দেড়ি হইছে, অফিস থেকে সোজা বাসায় আসছি (বন্ধুদের সাথে আড়াই ঘণ্টা আড্ডা মাইরা আইলাম) B-)) B-)) B-))

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২

ইখতিয়াক ইবনে আহসান ইফাত বলেছেন: hehehehe. ekhono bia kori nai to, tai jantam na :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.