| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহম্মদ ইফতেখার হোসেন
জনপ্রিয় এই ব্লগের পুরোন বন্ধুদের সাথে আপনাদের নতুন বন্ধু হিসেবে আজ আমি যুক্ত হলাম। সবাইকে অভিনন্দন। অন-লাইনের বিশাল জগতে সংযুক্ত হবার ইচ্ছে অনেক দিন থেকেই। কিন্তু কোথায়? সু-রুচিশীল পাঠক-লেখক, গঠণমূলক লেখা, আলোচনা, সমালোচনার সমাবেশ কোন ব্লগে পাব- এই খুঁজতেই অনেকটা সময় পার হয়ে গেল। ভাল লাগলো এই ব্লগের বিষয়বস্তু এবং রূচিশীল উপস্থাপনা। অবশেষে বন্ধু হয়ে যাওয়া। আমি পত্রিকায় লিখি মোঃ ইফতেখার হোসেন নামে, কিন্তু ব্লগ এ নামে অনুমতি পেলাম না। ভালই হলো, আমার প্রিয় নবীজী'র পুরো নাম সাথে ধারণ করবার সেৌভাগ্য হলো। আমি গর্বিত। আমার প্রিয় বিষয় 'যুব ও মেধা'। মেধাবী যুবকেরা আমার সবচেয়ে প্রিয়। এরা জগতের আমশর্বাদ স্বরূপ। 'যুবক' এবং 'মেধাবী'রা তাদের যোগ্য আসন লাভ করূক, য়োগ্য ভূমিকা পালন করুক- এই প্রত্যাশা। আমার লেখায় এ বিষয়টিই হয়তো বেশী থাকবে। সকলের অংশগ্রহণ এবং সুস্থ সমালোচনা প্রত্যাশা করি। ধন্যবাদ।
এক-দুই-তিন-চার-....একশত-দুইশত... কতগুলো লাশ হলে তাকে নারকীয় বলা যায়? তাকে ধিক্কার দেওয়া যায়? দ্রোহ কণ্ঠে বলা যায় বন্ধ কর এ নারকীয়তা?
আমি সে হিসাবে যেতে রাজি নই। যদি একটিও হত্যা হয়- আর সে লাশটি যদি হয় আমার ভায়ের, আমার বাবার বা আমার সন্তানের সে পরিবারটিই শুধু বুঝবে কতটুকু গেল, কতটুকু ক্ষতি হলো।
আমাদের নেতা নেত্রীরা, ণীতি নির্ধারকেরা একবার শুধু চিন্তা করুন- যদি মাত্র(!) একটি লাশ পড়ে, আর তা যদি হয় জয় বা তারেকের (আল্লাহ্ আমাদের হেফাজত করুন) তবে কি আপনারা গুনতে থাকবেন একটি লাশ পড়লো... দুইটি লাশ পড়লো...? কী অনুভূতি হবে আপনাদের? আপনারা কি সহ্য করবেন?
আপনারা কি মনে করেন আপনাদের চেয়ে আমাদের সন্তানের মায়েদের ভালবাসা কষ্ট, হারানোর বেদনা কম? একথা বুকে হাত দিয়ে বলবার সাহস নিশ্চয়ই কারোর নেই।
তাহলে বন্ধ করুন এ মরণ খেলা। বন্ধ করুন লাশ গোনার রাজণীতি। যারা মারা গেল (সে যেই হোক) একবারও কি থোঁজ নিয়েঁছেন তাদের পরিবারের কী অবস্হা? পত্রিকায় কি তা নিউজ হয়েছে? এসব মায়েদের (বাবাদের কষ্ট নিয়ে কেউ ভাবে না) কষ্ট, সব হারানোর শূন্যতা, একবার আমলে আনুন দয়া করে।
বন্ধ করুন এ হত্যার রাজণীতি। বন্ধ করুন এ হাহাকারের রাজণীতি। বন্ধ করুন এ প্রতিশোধের রাজণীতি, প্রতিহিংসার রাজনীতি- যদি আপনারা মানুষ হয়ে থাকেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৩
সাদা পাখি বলেছেন: বন্ধ করুন এ হত্যার রাজণীতি। বন্ধ করুন এ হাহাকারের রাজণীতি। বন্ধ করুন এ প্রতিশোধের রাজণীতি, প্রতিহিংসার রাজনীতি- যদি আপনারা মানুষ হয়ে থাকেন।