নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়্যুথ এন্ড ট্যালেন্ট

"থিংক দ্য ইয়্যুথ, থিংক দ্য ন্যাশন"

মুহম্মদ ইফতেখার হোসেন

জনপ্রিয় এই ব্লগের পুরোন বন্ধুদের সাথে আপনাদের নতুন বন্ধু হিসেবে আজ আমি যুক্ত হলাম। সবাইকে অভিনন্দন। অন-লাইনের বিশাল জগতে সংযুক্ত হবার ইচ্ছে অনেক দিন থেকেই। কিন্তু কোথায়? সু-রুচিশীল পাঠক-লেখক, গঠণমূলক লেখা, আলোচনা, সমালোচনার সমাবেশ কোন ব্লগে পাব- এই খুঁজতেই অনেকটা সময় পার হয়ে গেল। ভাল লাগলো এই ব্লগের বিষয়বস্তু এবং রূচিশীল উপস্থাপনা। অবশেষে বন্ধু হয়ে যাওয়া। আমি পত্রিকায় লিখি মোঃ ইফতেখার হোসেন নামে, কিন্তু ব্লগ এ নামে অনুমতি পেলাম না। ভালই হলো, আমার প্রিয় নবীজী'র পুরো নাম সাথে ধারণ করবার সেৌভাগ্য হলো। আমি গর্বিত। আমার প্রিয় বিষয় 'যুব ও মেধা'। মেধাবী যুবকেরা আমার সবচেয়ে প্রিয়। এরা জগতের আমশর্বাদ স্বরূপ। 'যুবক' এবং 'মেধাবী'রা তাদের যোগ্য আসন লাভ করূক, য়োগ্য ভূমিকা পালন করুক- এই প্রত্যাশা। আমার লেখায় এ বিষয়টিই হয়তো বেশী থাকবে। সকলের অংশগ্রহণ এবং সুস্থ সমালোচনা প্রত্যাশা করি। ধন্যবাদ।

মুহম্মদ ইফতেখার হোসেন › বিস্তারিত পোস্টঃ

কেন আমায় বিভক্ত কর মুসলিম-বাঙালী-মুক্তিযোদ্ধায়?

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর কত নিজেদের ছোট করবেন? আমি একই সাথে মুসলমান, একই সাথে বাঙ্গালী, একই সাথে মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার ভাই-সন্তান। ইসলামকে অপমান করলে যেমন লাগে, বাঙ্গালীকে অপমান করলে, মুক্তিযোদ্ধাদের অপমান করলে তেমনি লাগে।



আমরা বাংলাদেশীরা একই সাথে তিনটি স্বত্বাই ধারণ করি। দোহাই আমাদের এ তিনঠি স্বত্বাকে বিভক্ত করবেন না। যদি কেউ চেস্টা করে বুঝতে হবে সে আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতির মতলবে আছে। সে বা তারা একালের রাজাকার।



আজকাল বড় দেখতে পাচ্ছি ইসলামের কথা বললে কোন কোন মুসলমানের গা জ্বালা করে- এ কিসের লক্ষণ? তবে কি আপনারা বলতে চান ইসলাম কোন শয়তানি ধর্ম? আপনারা তো জানেন ইমলাম সবচেয়ে আধুনিক ধর্ম, এসেছে মানব মুক্তির সনদ নিয়ে। যদি কোন আলেম ইসলামের ভুল ব্যাখ্যা দেয় সে ভুল শুধরে দেওয়ার দায়িত্ব আপনার। ইসলামকে গালাগালি করবেন এ কেমন কথা? সে দায় ইসলামের গায়ে চাপিয়ৈ এত এত গিবত করবেন –এ কোন মতলব? কার স্বার্থ উদ্ধার হবে তাতে?



মনে রাখবেন আমাদেরকে মুসলিম-বাঙালী-মুক্তিযোদ্ধায় বিভক্ত করছে যারা তারা আমাদের কেউ নয়। হয় বাইরের কেউ, নয়তো আমাদেরই লোক কিন্তু বাইরের কারোর দালাল –দুটি উচ্ছিষ্টের মোহে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির হুকুম তামিল করছে। এতে বাইরের কারোর লাভ হতে পারে, কিন্তু আমাদের নয়।

সুতরাং সাবধান। একটু খেয়াল করে করবেন/ বলবেন কী করছেন কী বলছেন? ফলাফলটাও একটু ভাববেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

মুহসিন বলেছেন: যারা বিভক্তের ধোয়া তুলছে তারা বুঝে বা না বুঝে তুলুক, তাতে আমাদের প্রিয় দেশটি যে ধ্বংসের দিকে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

মুহম্মদ ইফতেখার হোসেন বলেছেন: মি মুহসিন/ আপনি-আমি যারা বিষয়টি বুঝতে পারছি- আসুন আমরা বেশী বেশী করে লিখি।মানুষকে সচেতন করি, সতর্ক করি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.