নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা আমার ইচ্ছেঘুড়ি, যখন যা ইচ্ছে হয় তাই লিখে ফেলি।

আল ইমরান

আমি খুব সাধারন একটা ছেলে। বন্ধুরা স্বপ্নবাজ বলে ডাকে। আমি প্রচণ্ড আড্ডাবাজ এবং স্বাধীনতা খুব বেশী পছন্দ করি। মুসলমান হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ এর নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অহংকার বোধ করি। ভালোবাসি

আল ইমরান › বিস্তারিত পোস্টঃ

অনিয়মিত শব্দক্ষরণ

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

পরিনামে পরিনত শাশ্বত জীবন অবারিত

যবে পতিত পল্লব মণ্ডিত নিস্পলক আঁখি গহীনে,

যেন শত বর্ষের অদম্য পিপাসায় পিপাসার্ত

সলিলে সমাহিত করে অবধারিত নিয়তি,

যেন পূরণ করে আকূতি যত মানসপটে

সবিনয়ে নিবেদন আজ শুধু বিরানে বিলীন।

কন্টক দুর্ভেদ্য চিন্তামালার খোলা জানালা

কেবলই খুলে দেয়া দুর্গ্রহের ধোয়ার্ত চিমনি।

প্রতীয়মান আজ অপেক্ষার প্রহর গুলোর নিশ্চুপতা

কোন মোহে বিচ্যুত তায় কক্ষপথ হতে কক্ষমাত্রায়।

নির্লোভ কামুক চাহুনির তীব্র থেকে তীব্রতর জ্বালা

আজ কেবলই পর্যবাসিত শীৎকারের উল্লাসিতায়।



উদ্ভট উশৃঙ্খল কথামালা, অনিয়মিত শব্দক্ষরণ,

সাগর মন্থনে যেন সর্পরাজ বাসুকির দু'পাশে

দেব আর অসুরের পরিমিত সঞ্চালনের ছোঁয়া।

মন্থন রস যেথা এক একটি উপপাদ্যের প্রতিপাদন।

প্রতিপাদিত প্রতি উপপাদ্য অন্তঃস্থকরন সাপেক্ষে

নিঃসৃত যেন অমৃত, যেখানেও আছে পারস্পরিক দ্বন্দ্ব।

দেব আর অসুর সম্মুখে আবার প্রতিস্থাপনে স্বীয় প্রতিপত্তি

অবশেষে এক উর্বশী কুমারী অবতারেই সম্পন্ন যজ্ঞ।

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: +++++

২| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ একটা কবিতা +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.