| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে। বন্ধুরা স্বপ্নবাজ বলে ডাকে। আমি প্রচণ্ড আড্ডাবাজ এবং স্বাধীনতা খুব বেশী পছন্দ করি। মুসলমান হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ এর নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অহংকার বোধ করি। ভালোবাসি
সকল ব্লগার, ফেসবুকার, আস্তিক, নাস্তিক, ছাগু, ভাদা, মুক্তমনা, বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানী প্রমুখ দের কাছে জানতে চাই-
নিউটন, আর্কিমিডিস, নীলস বোর, রাদারফোরর্ড, আল বিরুনী, ইবনে সিনা, গ্রেগর জোহান মেন্ডেল, ম্যাক্সওয়েল, গ্যালিলিও, আইনস্টাইন, কেপলার, প্রমুখ ব্যাক্তিগন কি বিজ্ঞানী ছিলেন? আইজাক আজিমভ, জুল ভার্ন প্রমুখ ব্যাক্তিগন কি বিজ্ঞান মনস্ক ছিলেন? উত্তর “হ্যাঁ” হলে আমার প্রশ্ন, উনারা কি নাস্তিক ছিলেন? উত্তর “না” হলে আমার জিজ্ঞাসা উনারা কে কোন ধর্মের ছিলেন? আর উত্তর “না” হলে, উনারা কি কারো ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করে কোন উক্তি বা বিবৃতি বা বই লিখেছিলেন?
আমার অবস্থান পরিষ্কার করি, বিচার বহির্ভুত যে কোন হত্যাকাণ্ডই অসমর্থন যোগ্য।
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬
আল ইমরান বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।
২|
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬
প্রামানিক বলেছেন: মারাত্মক প্রশ্ন। তবে এটুকু জানি বিজ্ঞানীরা আল্লাহর অস্তিত্ব নিয়ে লেখা লিখেছে ধর্ম নিয়ে আঘাত করে কখনও কোন লেখা লিখেছে বলে মনে হয় না।
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭
আল ইমরান বলেছেন: আসল ব্যাপারটাই এখানে। বিজ্ঞান মনস্ক মানুষ খোঁচাখুঁচি করার মানসিকতায় থাকে না। উনারা বিজ্ঞান নিয়ে ভাবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০
ফাহাদ মুরতাযা বলেছেন: বিখ্যাত নাস্তিকরাও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না , এই কাজ টা করে নিম্নশ্রেণীর কিছু জন্তু , নিজেরে আধুনিক আর জ্ঞানী প্রমান করার জন্য।