![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে। বন্ধুরা স্বপ্নবাজ বলে ডাকে। আমি প্রচণ্ড আড্ডাবাজ এবং স্বাধীনতা খুব বেশী পছন্দ করি। মুসলমান হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ এর নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অহংকার বোধ করি। ভালোবাসি
একটা কবিতা লিখব বলে
কবিতার খাতা নিয়ে বসি
মনের ভিতর উঁকি দিয়ে দেখি
ভেতরটা শুন্য,অন্ধকার আর নিরুত্তর
ভেবে ভেবে ভাবনার ছেঁড়া সুতো নিয়ে
আরও বেশি ভাবনায় ডুবে যাওয়া
আস্তে আস্তে তন্য তন্য করে খুঁজে ফেরা
শব্দরা ডুবে আছে সেই নিস্তব্ধ অন্ধকারে।
তোমাকে ভাবার চেষ্টা করলাম বেশ করে
তোমার চোখ,তোমার ঠোঁট,তোমার নৈরাজ্য
যেন ভাবনাকে আরো বেশি ধোঁয়াটে করে
তুমিও যেন আমার নিরবতা নিয়ে মেতে আছ
মেতে আছ উৎসবমুখর নৈরাজ্যে।
ভাবতে ভাবতেই দুচোখে ভর করে ঘুম
যেন ঘুমাইনা কত সহস্র বছর ধরে
আলতো করে বন্ধ দুচোখের ক্যানভাসে
জল রঙ্গে মনের তুলিতে আঁচড় কাটি
শত চেস্টাতেও ফোটেনা কোন অবয়ব
ঘিরে ধরে ক্লান্তি,ধ্যানমগ্নতা থেকে গভীর ঘুমে
নিজেকে সঁপে দিয়ে হই নিথর,নির্বাক
শুন্য থাকে আমার শখের কবিতার খেরোখাতা।
২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
আল ইমরান বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০
আল ইমরান বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১
আল ইমরান বলেছেন:
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০
আওণ বলেছেন: ভাবনার ছেঁরা সুতো!
দারুন লাগলো ++++
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১
আল ইমরান বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৮
শামছুল ইসলাম বলেছেন: কবিতা/কবি ছন্দ/ছবি !!!!
বেশ একটা ভাল লাগায় মনটা ভরে ছিল!
প্রিয়কে আঁকতে না পারার বেদনায় কাব্য নীল হয়েছে ---
শত চেস্টাতেও ফোটেনা কোন অবয়ব
ঘিরে ধরে ক্লান্তি,ধ্যানমগ্নতা থেকে গভীর ঘুমে
নিজেকে সঁপে দিয়ে হই নিথর,নির্বাক
শুন্য থাকে আমার শখের কবিতার খেরোখাতা।
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩
আল ইমরান বলেছেন: কবিতাটি এমনভাবে উপলব্ধি করার জন্য ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।
৬| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
কবিতার খেরো খাতায় বসন্তের ছোয়া লাগুক ।
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩
আল ইমরান বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৭| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে কবি। শুভকামনা রইল।
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৪
আল ইমরান বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।
৮| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২
বিবেক চক্রবর্তী বলেছেন: শখের খেরোখাতা আজ আর শূণ্য নয় কবিতার উদ্দেশ্য প্রকটিত হয়ে পূর্ণতা লাভ করায় গভীর ঘুম ভেঙে গেছে!
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৪
আল ইমরান বলেছেন: ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পক্তিমালা।++++++++++্