| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে। বন্ধুরা স্বপ্নবাজ বলে ডাকে। আমি প্রচণ্ড আড্ডাবাজ এবং স্বাধীনতা খুব বেশী পছন্দ করি। মুসলমান হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ এর নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অহংকার বোধ করি। ভালোবাসি
এ যে আমাদেরই কথকতা,
অবনিতা।
ভালবাসার বিশালতা আর
কাছে পাওয়ার ব্যাকুলতা।
কিংবা ভুলে রোদের প্রখরতা,
অপেক্ষার মৌনতা।
ভালবাসি বলে লজ্জা রাঙ্গা গালে
একটু লাজুকতা।
আমার সময়,তোমার সময়, একসাথে করে
আমাদের সময় রচনা করার প্রবনতা।
একসাথে থাকার সময়গুলো কাটিয়ে দেয়া অবলীলায়,
কখনও চাঁদ আবার কখনও তোমায় দেখার মুগ্ধতা।
কখনও ছুঁয়ে দিতে চাওয়া ইচ্ছেদের পাগলামি,
কখনোবা জড়িয়ে নেয়া ইচ্ছেদের অদ্ভুত তীব্রতা।
আমার যত কবিতা, হারিয়ে যায় সবি তা,
থেকে যায় শুধু -
তোমাকে ভালবাসার ইচ্ছেদের প্রখরতা।
এ যে আমাদেরই কথকতা।
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১
আল ইমরান বলেছেন: ধন্যবাদ।
২|
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
শায়মা বলেছেন: সুন্দর কাব্য!
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
আল ইমরান বলেছেন: ধন্যবাদ।
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬
আল ইমরান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।