নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা আমার ইচ্ছেঘুড়ি, যখন যা ইচ্ছে হয় তাই লিখে ফেলি।

আল ইমরান

আমি খুব সাধারন একটা ছেলে। বন্ধুরা স্বপ্নবাজ বলে ডাকে। আমি প্রচণ্ড আড্ডাবাজ এবং স্বাধীনতা খুব বেশী পছন্দ করি। মুসলমান হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ এর নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অহংকার বোধ করি। ভালোবাসি

আল ইমরান › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে যত তোকে নিয়ে

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

ইচ্ছে করে তোর বুকে দেই গুঁজে এক গুচ্ছ সুখ,
ইচ্ছেগুলো আলতো আলোয় ভরিয়ে দেয় চোখ,
ইচ্ছে জানে প্রেমের মানে, ইচ্ছে অবিরাম
ইচ্ছে হলেই তোকে ছুঁয়ে বলি এবার থাম।

তোকে দেয়া ইচ্ছেগুলো ইচ্ছেঘুরির মত
ঘুরে ফিরে গোত্তা খেয়ে হারায় মনে কত,
তোর ললাটে আলতো করে ঠোঁট ছোঁয়ানো সুখ
ওই কপোলে ইচ্ছে রেখে লজ্জানত মুখ।

ইচ্ছে গুলো রাখবো বেধে, একবার তুই বল,
বেপরোয়া ইচ্ছে শুধু সঙে আমার চল
তোর ঐ চুলে ইচ্ছে নিয়ে আকাশ ভরা মেঘ
অপূর্ণ আজ ইচ্ছে কিছু অপূর্ণ আবেগ।

বৃষ্টি হব তোর ইশারায়, ইচ্ছে কি তোর বল
সেই বরষায় ছন্দে দুলে বাজবে পায়ের মল
তোর সারা গায় পরবো ঝরে বৃষ্টি জলের মত
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে ডাকবি পারিস যত।

তুই তাকালে ইচ্ছে মনে জাগ্রত দিনরাত
শুকনো ঠোঁটে আস্তে বলা, আজকে না হয় থাক।
ইচ্ছেগুলো আঁকড়ে ধরে, ইচ্ছে নদীর জলে
কাটবো সাতার তোকে নিয়ে ইচ্ছে হল বলে।

অনেকদিন পর সামু তে এলাম। সবাই কেমন আছেন?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১১

আল ইমরান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.