![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও অনেকদিন থেকেই ব্যপারটি নিয়ে আলোচনা হচ্ছিল, তবে শেষ পর্যন্ত ICANN ( Internet Corporation for Assigned Names and Numbers) অনুমতি দিয়েই দিলো্ ।
পর্নোগ্রাফী এখন আরো হাতের কাছে নিয়ে আসলো আরকি। যদিও এই কারণে ব্লক করাও অনেক সহজ হয়ে গেল।
বিস্তারিত তথ্য
২২ শে মার্চ, ২০১১ রাত ১:০৬
আবিন সুর বলেছেন: এবং খুজতেও সাহায্য করবে
একই সাথে ব্লক করতেও সহজ হবে। ১৮+ ছাড়া সবার জন্য ব্লক। আমার যতটুকু মনে হয়, বাধ্যতামুলক করবে যেন ছোটদের একসেস বন্ধ করা যায়। মনে হয়, ভালই হবে।
২| ২২ শে মার্চ, ২০১১ রাত ১:২১
রিফাত হোসেন বলেছেন: ধুর,,,,,, এমনিতেই তো খুজে পাওয়া যায় । এক্স লেখলেই হল ।
২২ শে মার্চ, ২০১১ রাত ১:৩৫
আবিন সুর বলেছেন: ছী: ভাই। এভাবে বলে দিলে আবার হয় নাকি
পরে আবার আমাকে সবাই দোষ দিবে।
৩| ২২ শে মার্চ, ২০১১ ভোর ৬:৩৭
পাকা খেলোয়াড় বলেছেন: Nice
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১১ রাত ১:০০
রিফাত হোসেন বলেছেন: হাতের কাছে নিয়ে আসে নাই ।
ব্লক করা সহজ করেছে । 

যা হাতের কাছে আসতে চায়, তা যেভাবেই হোক আসে কিন্তু ফিরানো কঠিন ।
এখন যদি বলে যাবতীয় যৌন সূরসূরী মূলক সাইট এই ডোমেইল এ আসা বাধ্যতামূলক তাহলেই ব্লক করা পানির মত সোজা হবে ।