নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই সুমন এই

এই সুমন এই › বিস্তারিত পোস্টঃ

বিধাতার সার্ভার জ্যাম আজ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

১২৫ কোটি মানুষের প্রার্থনায় বিধাতার সার্ভার জ্যাম আজ। শুধু মাত্র আজকের দিনটা কোন ভাবে যেন বৃষ্টির কল্যণে পার পাওয়া। অন্যদিকে ১৭ কোটি মানুষ সার্ভার ঠিক করায় ব্যস্ত। সার্ভার এই ঠিক হয় তো এই আবার মুখ থুবড়ে পড়ে। আকাশের ফাক গলে সূর্যি মামা এই বের হয় তো অমনি আকাশের চোখ রাঙ্গানি। এক সাথে ১২৫ কোটি হিট, ১৭ কোটির কাছে কিছুই না।

আসল কথা হলো জিততে না পারি, পয়েন্ট যেনো ভাগা ভাগি হয়। এক পয়েন্টই ভাল, মোস্তাফিজ নামক জিবন্ত বিভীষিকার সাক্ষাৎ থেকে তো বাঁচা যাবে। সাত মাস আগে কি হয়েছে এদের নাকি মনে নেই! বিধাতা আমাদের সহায় হলে এদের মনে করিয়ে দেয়া যেত।

এই ১৭ কোটি মানুষ অনেক লিবারেল, এরা জানে হার/জিত খেলারই অংশ। নিজের টিম জিতলে যেমন বাধ ভাঙ্গা উচ্ছাসে হারিয়ে জেতে পারে তেমনি হারলে বুক ভরা হাহাকার নিয়ে পিঠ চাপড়ে বলে বেপার নাহ, ব্যাটার লাক নেক্সট টাইম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.