![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটবল বিশ্বকাপের সময় দেশের প্রত্যেকটা বাড়ির ছাদে, আগানে, বাগানে বিভিন্ন দেশের পতাকা পত পত করে উড়তে দেখি। ব্রাজিল আর আর্জেন্টিনাতেও মনে হয় নিজ দেশের পতাকা এতটা উড়ে না। দেখতে ভালই লাগে, বিশ্বকাপের আমেজ লাগে মনে। আজ আমার দেশ বিশ্বকাপে খেলছে, কই এত পতাকাতো উড়তে দেখি না! আমার দেশকে ভালোবেসে ভিন দেশি কোনো সমর্থক তার দেশে, বাড়ির ছাদে, লাল সবুজের পতাকা উড়ায় কিনা খুব জানতে ইচ্ছা হয়। এই বেপারে কনো নিউজও দেখছি না কোথাও, কারো যেন কোনো আগ্রহও নাই।
রাস্তায় কোনো পতাকা ওয়ালা দেখলাম না বলে আমি নিজেও লাল সবুজের পতাকা উড়াই নাই নিজের বাড়ির ছাদে।
তাই সিদ্ধান্ত নিলাম- "ফুটবল বিশ্বকাপের সময় প্রিয় দলের পতাকা উড়াবো না"।।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: ভাল।