![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইয়াসমিন আক্তার ইতি। আমি asst. officer at https://www.mylighthost.com/. Thanks for the read.
বন্ধুরা আজ আমি আবার নতুন কিছু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ওয়েব হোস্টিং ও ডোমেইন নিয়ে অনেকের মনে হয়ত অনেক দিধা দন্ধ আছে । আসুন বন্ধুরা আজ আমরা সকল জড়তা বাদ দিয়ে ওয়েব হোস্টিং ও ডোমেইন নিয়ে আলোচনা করি -
ওয়েব হোস্টিং কি :- ওয়েব হোস্টিং নিয়ে নানান লোকজোন নানান কথা বলে থাকে । তাতে আপনারা মানসিক ভাবে ভীতু হয়ে পড়েন । আসলে জটিলতার কিছুই নেই । সহজ ভাবে ভাবুন সব কিছু সহজ হবে । মনে করেন আপনার একটা বাসা বাড়ি আছে । সেই বাসা বাড়ি তে অনেক ফার্নিচার এবং আসবাবপত্র আছে । আপনার বাসা এবং সমস্ত জিনিস পত্র যত টুকু জায়গা জুড়ে আছে সেটাই মূলত হোস্টিং । ঠিক তেমনি বাসা বাড়ির মত Online এ Website ও Website এর File সমূহ রাখতে Space এর প্রয়োজন হয় । Online এর Space ই Hosting । Intenet এ প্রতিটি Website এর জন্য Web hosting প্রয়োজন ।
ডোমেইন কি :- এবার আসুন ডোমেইন নিয়ে আলোচনা করি । একটু চিন্তা করলে নিজেই বুঝতে পারবেন তবু ও বলি , উপরের Web hosting এর আলোচনা তে বাসা বাড়ির কথা বলেছি । ঠিক তেমনি , মনে করুন এক বাক্তি আপনার কাছে জানতে চাইল যে ,ভাই আপনার বাসা কোথায় । আপনি উত্তরে অবশ্যই আপনার বাসার ঠিকানা বলবেন কি তাই তো? হা ঠিক তাই আপনার বাসা বাড়ির ঠিকানা টা ডোমেইন আর আপনার বাসা টা যে জায়গাটা জুড়ে আছে সেটাই Web hosting। তাই সহজে বলা যায়, যখন আপনার বাসার নাম টা Search Engine এ Search করবেন আপনার বাসা টা Search Engine Show করবে । এখন বিষয়টা অনেক সহজ মনে হচ্ছে তাই না। Web hosting company মূলত আপনার ফাইল গুলো জমা করে রাখবে ,যখন Visitor আপনার IP address দিয়ে Search Engine এ Search করবে তখন আপনার সাইট এর ডাটা গুলো দেখতে পারবে।
ওয়েব সাইট তৈরি করার জন্য হোস্টিং ও ডোমেইন এর মধ্যে কোনটি দরকার?
আপনি যদি কোন ওয়েব সাইট তৈরি করতে চান তাহলে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং উভয়ই লাগবে। আপনি যখন একটি ডোমেইন কিনবেন তখন এটি নির্ধারিত সময়ের জন্য আপনার বাসা বাড়ির মত ,ওয়েব সাইটের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে ওয়েব সাইট তৈরি করতে চান তাহলে আপনার ডোমেইনের পাশাপাশি ওয়েব হোস্টিং লাগবে কারণ ওয়েবসাইটের ফাইলগুলো জমা রাখার জন্য এবং User কে যেকোন সময় ফাইল প্রদান করার জন্য ওয়েব হোস্টিং প্রয়োজন।
হোস্টিং ও ডোমেইন একে অপরের সাথে কিভাবে যুক্ত:-
হোস্টিং ও ডোমেইন মূলত আলাদা জিনিষ । কিন্তু তবুও একে অপরে সাথে জুড়ে আছে । বন্ধুরা একটু সহজ ভাবে চিন্তা করুন । ডোমেইন ছাড়া Website এর নাম তৈরি হবে না , আবার Hosting ছাড়া Online এ Website এর জন্য কোন জায়গা তৈরি হবে না । Hosting ব্যবহার করলে Website এর ফাইল গুলোতে প্রবেশ করতে পারবেন।তাই একটা Website এর জন্য হোস্টিং ও ডোমেইন দুটিই প্রয়োজন ।
হোস্টিং ও ডোমেইন কি একই সাথে কেনা যায়:- বন্ধুরা আপনারা হয়ত চিন্তিত । ভাবছেন কি করবেন,হোস্টিং ও ডোমেইন একই সাথে কিনবেন, নাকি আলাদা ভাবে কিনবেন। হ্যাঁ চিন্তার কোন কারণ নেই আপনি চাইলে একই কোম্পানি থেকে হোস্টিং ও ডোমেইন কিনতে পারেন । আবার চাইলে আলাদা কোম্পানি থেকে কিনতে পারেন । আলাদা কোম্পানি থেকে কিনলে আপনাকে সেটিং থেকে হোস্টিং বা ডোমেইন নামটি চিহ্নিত করে দিতে হবে ।
আর একই কোম্পানি থেকে হোস্টিং বা ডোমেইন কিনলে সেটিং এ নির্দেশ করে দিতে হবে না বা রিনিউ করতে সুবিধা হবে। আপনি চাইলে godady or bluehost থেকে কিনতে পারেন।
এক কোম্পানি এর ডোমেইন অন্য কম্পানিতে transfer করা যায় কিনা:- হ্যাঁ এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই । আপনি চাইলেই আপনার ডোমেইন নামটি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে transfer করতে পারবেন, কারণ এটা আপনার অধিকার । মনে করুন আপনি hostgator এর service use করছেন কিন্তু আপনার মনে হচ্ছে hostgator এর চেয়ে godady বা bluehost খুব ভালো service প্রদান করে । তখন কোনও চিন্তা না করে খুব সহজে hostgator থেকে আপনার ডোমেইন নামটি godady বা bluehost এ transfer করতে পারবেন ।
ডোমেইন পরিবর্তন না করে হোস্টিং পরিবর্তন করা যায় কিনা:-অবশ্যই আপনি পরিবর্তন করতে পারবেন । কারণ এটা আপনার অধিকার । আপনি চাইলে ডোমেইন পরিবর্তন না করে আপনার হোস্টিং কোম্পানি পরিবর্তন করতে পারবেন ।
ডোমেইন কেনার পূর্বে যে বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে:-
মানুষ ডোমেইন মানেই ডট কম মনে করে । তাই সবসময় ডট কমকেই গুরুত্ব ডিতে হবে।
Domain name টা যেন স্পষ্ট হয় ।
খুব সহজে যেন মনে রাখা যায় ।
নামের বানান যেন সহজ হয়।
অন্য কোন Domain name এর সাথে যেন গুলিয়ে না যায়।
হোস্টিং কেনার পূর্বে যে কথা গুলো ভাববেন:-
Money back গ্যারান্টি আছে কিনা ।
আপটাইম গ্যারান্টি কেমন দিবে।
Disk space কেমন দিবে।
সার্ভার সম্পর্কে ।
সাপোর্ট সম্পর্কে।
Hosting ফিচার সম্পর্কে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন । ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেখিকা Yeasmin Akter Eity asst. officer at MyLightHost । খোদা হাফেজ ।
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১
আক্তার ইতি বলেছেন: াপনাকে োনেক ধন্যবাদ
২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
হ্যাপি ব্লগিং। সামুতে আপনাকে স্বাগতম।
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
আক্তার ইতি বলেছেন: ধন্যবাদ ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।
আমার ব্লগে ঘুরে আসার দাওয়াত দিলুম। আসবেন কিন্তু।
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩
আক্তার ইতি বলেছেন: ওকে ধন্যবাদ ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২
নজসু বলেছেন: স্বাগতম
৫| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।
শুভব্লগিং।
৬| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন, প্রিয়তে রাখলাম,
ব্লগে স্বাগতম ।
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১
আক্তার ইতি বলেছেন: ধন্যবাদ
৭| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৪
আক্তার ইতি বলেছেন: সবাইকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬
সৈকত জোহা বলেছেন: দরকারি পোস্ট