নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগটি আমার খুব ভালো লেগেচে।আমি এটার নিয়মিত ভিজিটর হতে চাই ।

আক্তার ইতি

আমি ইয়াসমিন আক্তার ইতি। আমি asst. officer at https://www.mylighthost.com/. Thanks for the read.

আক্তার ইতি › বিস্তারিত পোস্টঃ

ওয়েব ডিজাইনের জন্য সেরা সফ্টওয়্যার কি কি?

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪


আমি আপনাদের সম্পর্কে জানি না। তবুও আপনাদেরকে জানানোর জন্য হাজির হলাম। কারণ আপনাদের উপকারই আমার কাম্য। অনেকে হয়ত টপিক্সটা দেখেই বুঝে গেছেন আজগের আলোচনা কি নিয়ে করতে চায় । আবার অনেকে হয়ত ওয়েব সাইট ডিজাইনের জন্য কোন সফটওয়্যারটা ব্যবহার করবেন সেটা বুঝতে পারছেন না। যারা বুঝতে পারছেন না তাদের জন্যই আমার আজকের আলোচনা।

ওয়েব ডিজাইন কি?:-
কোন নকশার ধারণাগুলি সংগ্রহ করা, সুন্দর করে সাজানো এবং বাস্তবায়ন করার করার প্রক্রিয়া হল ওয়েব ডিজাইন। ওয়েব সাইট ডিজাইন করার পর, ব্যবহারকারীরা অনলাইন ব্রাউজার দিয়ে ওয়েব সাইটটা অ্যাক্সেস করতে পারে।

পণ্য ও যোগাযোগের নকশার ক্ষেত্রে ওয়েব ডিজাইন :- নিজে অনুভব না করলে অপরকে বোঝানো যায় না। তাই আগে বুঝতে হবে কেমন টাইপ এর ডিজাইন তৈরি করলে public এর attention পাওয়া যাবে। পণ্যের ক্ষেত্রে ডিজাইনটা এক রকম হবে এবং যোগাযোগ মাধ্যম এর ডিজাইনটা আরেক রকম হবে। সবসময় বাবসা ও বিনোদনের ডিজাইনটা একটু অন্য রকম হবে।

পেশা:- একটা ওয়েব সাইট এর জন্য দুটি পেশার মানুষ কাজ করে। একজন ওয়েব ডিজাইনার ও আর একজন ওয়েব ডেভেলপার। ওয়েব সাইট ডিজাইন এর জন্য কালার, পণ্যর সজ্জিত ভাব আরও অনেক কিছু মাথায় রাখতে হয়। আর ওয়েব ডেভেলপার কে কোডিং সম্পর্কিত জ্ঞান থাকতে হয়।

ওয়েব ডিজাইন এর বিভিন্ন উপাদান :-এবার আসুন ওয়েব ডিজাইন এর বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করি।

লেআউট:-
লেআউট এর মাধ্যমে গ্রাফিক্স, বিজ্ঞাপন এবং টেক্সট এর মার্জিত ভাব বজায় রাখা হয়। ওয়েব জগতের, একটি মুখ্য লক্ষ্য হল, মানুষ যে তথ্য লেখে সেই রিলেটেড তথ্য সন্ধান করতে সহায়তা করা। ওয়েব ডিজাইন নকশার মাধ্যমে সাইট এর ভারসাম্য, সামঞ্জস্য, এবং সততা বজায় রাখা হয়।

কালার:-
একটা ওয়েব সাইট এর রং কেমন হবে এটা ক্লায়েন্ট উপর নির্ভর করে। একটা ওয়েব সাইট এর কালার কম্বিনেশনটা যত ভালো হবে, তত বেশি আকর্ষণীয় হবে।

গ্রাফিক্স:- গ্রাফিক্স দিয়ে লোগো, ফটো, ক্লিপার্ট বা আইকনগুলি আরও বেশি মার্জিত করা যায়। যা সমস্ত ওয়েব ডিজাইনকে উন্নত করে।এটি ওয়েবপৃষ্ঠাকে কালার এবং পণ্য সামগ্রী দিয়ে সাজিয়ে সুন্দরভাবে স্থাপন করা হয়।

ফন্ট:- বিভিন্ন ফন্ট ব্যবহার করে একটি ওয়েবসাইট এর ডিজাইন উন্নত করা যায়। আপনি চাইলে অনলাইন থেকে পছন্দ করে, ভালো এবং জনপ্রিয় ফন্ট ব্যবহার করতে পারেন।

কনটেন্ট :- একটা ওয়েব সাইট এর জন্য কনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সাইট এ কনটেন্ট যত আকর্ষণীয় হবে, তত বেশি ভিজিটর আসবে এবং গুগল এ rank করবে।

নেভিগেশন:- নেভিগেশন হল ওয়েব সাইট এর মেনুবার। আপনার ওয়েব সাইট এর সকল তথ্য যেন ভিজিটর খুঁজে পায়, সেই সুবিধার্থে নেভিগেশিন করা হয়।

মাল্টিমিডিয়া:-
মাল্টিমিডিয়া বলতে ছবি বা এনিমেশন বোঝায়।

তাছাড়া একটা বিষয় হল, ডিজাইনটা এমন ভাবে বানাতে হবে যেন সব ব্রাউজার এ সাপোর্ট করে।

ওয়েব ডিজাইনের জন্য সেরা সফটওয়্যার:- ওয়েব ডিজাইন করার জন্য অনেক সফটওয়্যার আছে। তার মধ্যে সব চেয়ে জনপ্রিয় সফটওয়্যার হল-
#- Adobe XD
#-Figma
#-Adobe Illustrator
#-Adobe Photoshop
#-Xara Web Designe

একজন নতুন ওয়েব ডিজাইনার কিভাবে সফল হবেন আসুন সে বিষয়টা একটু জানার চেষ্টা করি।এবং জানার চেষ্টা করি কোন বিষয় গুলো জেনে রাখা জরুরি।
১। অনুশীলন:-যে কোন বিষয়ে যত বেশি বেশি অনুশীলন করা যায়, তত বেশি জানা যায়। এবং HTML, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, AJAX , পিএইচপি,এবং ফটোশপ সম্পর্কে বেশি বেশি অনুশীলন করতে হবে।

২।সহজ ভাবে ডিজাইন করা:- আগে ভাবতে হবে কেমন ডিজাইন তৈরি করতে হবে। ডিজাইন যত creative এবং সহজ হবে তত বেশি ভিজিটর আসবে।কারণ সবাই simple এবং মার্জিত ডিজাইন পছন্দ করে। আপনার ওয়েবসাইট এর ডিজাইন যত সহজ হবে, পাঠকদের কাছে বেপারটা তত আকর্ষণীয় হবে।

৩। প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য করনীয় :
-যারা আপনার চেয়ে ভালো ডিজাইন পারে তাদের সাথ যোগাযোগ করুন। কথায় আছে যত জিজ্ঞাসা করবেন তত বেশি জানতে পারবেন। তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে ,আপনি ওয়েব ডিজাইন টিপস এবং ট্রিকস সম্পর্কে জানতে চাইলে আপনার সহযোগী ডিজাইনারকে জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না।

৪। ব্যবহারকারীর মতামত অনুযায়ী ওয়েব সাইট তৈরি করা:-
ওয়েব সাইটটা যে, ব্যবহার করবে তার মতামতের উপর ভিত্তি করে ডিজাইন তৈরি করতে হবে। ব্যবহারকারীর মতামত এবং নিজের creative চিন্তা ধারা দিয়ে ইউনিক কিছু তৈরি করতে হবে।


ওয়েব ডিজাইন নিয়ে আজ অনেক আলোচনা হল। সবাই ভালো থাকুন। আমার পোষ্টটি যদি কারোর উপকারে আসে তাহলে আমার লেখাটা সার্থক। তো আজ এ পর্যন্ত থাক। সবাই সুস্থ থাকুন। লেখিকা ইয়াসমিন আক্তার ইতি asst. Officer at https://www.mylighthost.com/

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :-B

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

জ্ঞান পাগল বলেছেন: বেশ :-B

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার সালাম নিবেন আপু। আপনি কিসে পড়াশুনা করেছেন?

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

আক্তার ইতি বলেছেন: ওয়ালাইকুম সালাম। আমি BSC পড়ছি ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

আক্তার ইতি বলেছেন: ধন্যবাদ সবাইকে।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

হাবিব বলেছেন: সুন্দর...... ভালো তথ্য দিয়েছেন

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: জানলাম।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

আক্তার ইতি বলেছেন: সবাইকে ধন্যবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.