নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগটি আমার খুব ভালো লেগেচে।আমি এটার নিয়মিত ভিজিটর হতে চাই ।

আক্তার ইতি

আমি ইয়াসমিন আক্তার ইতি। আমি asst. officer at https://www.mylighthost.com/. Thanks for the read.

আক্তার ইতি › বিস্তারিত পোস্টঃ

সোশ্যাল বুকমার্কিং এর কার্যপ্রণালী নিয়ে আলোচনা

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন? আমি সবসময় ভালো থাকি। আজ আমি আপনাদের সাথে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।

SEO এর কাজের ভিতরে সোশ্যাল বুকমার্কিং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসুন সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে আলোচনা করি।


সোশ্যাল বুকমার্কিং কি :- এটি একটি অনলাইন পরিসেবা। মনে করুন, আপনি আপনার পরিবারকে একটি মেইল করেছেন বা কোন একটা লিঙ্ক পাঠিয়েছেন বিশেষ প্রয়োজনের জন্য। তাহলে আমি বলব যে, এটাই সোশ্যাল বুকমার্কিং। কি বুঝতে কষ্ট হচ্ছে? আসুন একটু সহজ ভাবে বোঝার চেষ্টা করি। আজকাল বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যম গুলোতে বিভিন্ন আলাপ আলোচনা করে। এতে সময় এর অপচয় কম হয়ু। এছাড়া অনেক সুবিধা পাওয়া যায়। আপনি আপনার ব্যবসার প্রচার করতে চান, তাহলে আমি বলব সামাজিক মাধ্যম খুবই ভালো। শুধু ব্যবসা সংক্রান্ত নয়, আপনি আপনার সবধরনের গুরুত্বপূর্ণ কাজ সামাজিক মাধ্যম গুলোতে প্রচার করতে পারবেন। এটাই হল সোশ্যাল বুকমার্কিং ।

কেন আপনি সোশ্যাল বুকমার্কিং করবেন:- সামাজিক বুকমার্কিং হল সংরক্ষণ, সংগঠিত, অনুসন্ধান এবং পরিচালনা করার একটি উপায়। ব্যবহারকারীরা তদের প্রয়োজনীয় কাজ করার জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করে। ২০ বছর আগে মানুষ কারো কাছে কোন সংবাদ প্রেরণের জন্য অনেক কষ্ট করত। তাও হয়তবা তথ্য প্রেরণ করতে পারত না। কিন্তু বর্তমান যুগ ইন্টারনেট এর সাথে এক ধাপ এগিয়ে। আমরা যখন ইচ্ছা বা নিজেদের প্রয়োজন অনুযায়ী তথ্য আদান প্রদান করতে পারি। একে অপরের সাথে সংযোগ রাখার জন্য সবচেয়ে জনপ্রিয় হল সামাজিক মাধ্যম ।

ওয়েব সাইট এর তথ্য প্রচার করার জন্য সামাজিক মাধ্যম গুলো কিভাবে সাহায্য করে?:- আসুন এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক।
সামাজিক মাধ্যমগুলো থেকে প্রচুর পরিমাণ ভিজিটর আনা যায়।
pinterest এবং reddit এ ছাড়া আরও অনেক ওয়েবসাইটগুলি আপনার ওয়েবসাইটে নতুন ট্র্যাফিক পেতে সাহায্য করে। আসলে এই সাইটগুলি দর্শকদের কাছে খুব জনপ্রিয়।
আপনি বুকমার্কিং করলে আপনার সাইট এর ব্যকলিঙ্ক বেড়ে যাবে।
আপনার ওয়েব সাইট এ সামাজিক মাধ্যম গুলোর বোতাম তৈরি করে বুকমারকিং করতে পারেন।
যত প্রচার করা হবে তত সাইট এর জনপ্রিয়তা বাড়বে।

সামাজিক বুকমারকিং এ সাইট এর উপকারিতা:- সামাজিক মাধ্যম গুলোতে অনেক উপকার পাওয়া যায়। আপনার সাইট সংক্রান্ত তথ্যগুলো আরও বেশি জনপ্রিয়তা পাবে। আপনার সাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আসার ফলে আপনার সাইট সার্চ ইঞ্জিন এর প্রথম সারিতে চলে আসবে। আপনার ওয়েব সাইট এর পেইজ গুলি খুব সহজে খুঁজে পাওয়া যাবে।

সামাজিক বুকমারকিং সাইট গুলোর পরিচিতি :- এখন আমরা সামাজিক মাধ্যম গুলোর সাথে পরিচিত হব।
www.pearltrees.com
htt৭p://blogmarks.net/
http://www.folkd.com/
http://www.scoop.it/
www.stumbleupon.com
www.stumbleupon.com
www.facebook.com
www.twitter.com ইত্যাদি।
এছাড়া আরও অনেক সামাজিক মাধ্যম রয়েছে। যে গুলোর মাধ্যমে খুব সহজেই তথ্য প্রচার করা যায়।

সামাজিক মাধ্যম গুলো বাবসার ক্ষেত্রে কি কাজ ?:- সামাজিক মাধ্যম গুলো বাবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। কিছু কিছু উপায় আছে-
লিঙ্ক তৈরি করা।
সাইট এ ভিজিটর আনা।
নতুন client তৈরি করা।
তথ্য প্রকাশ করা।

কিভাবে বুকমারকিং এর মাধ্যমে SEO করা :- সামাজিক মাধ্যমগুলি তথ্যগুলো সার্চ ইঞ্জিন এর কাছে ব্যকলিঙ্ক হিসাবে পরিচিত করে। এতে সাইট এর মান বেড়ে যায়। ফলে সার্চ ইঞ্জিন এর প্রথম সারিতে সাইটটি চলে আসে।
সামাজিক মাধ্যম বনাম সামাজিক যোগাযোগ :- সামাজিক মাধ্যম এবং সামাজিক যোগাযোগ একই রকম নয়। মাধ্যম একরকম এবং যোগাযোগ একরকম। কারো সাথে কোন সম্পর্ক নেই। মানুষ ব্যবসা বা অন্যান্য কাজের জন্য সামাজিক মাধ্যম গুলোতে প্রচার করে। আর মানুষ বিবেচনা , আলোচনা বা মতামত প্রদর্শনের জন্য যোগাযোগ করে। বুকমারকিং এর মাধ্যমে ব্যকলিঙ্ক তৈরি করা হয়। এই পদক্ষেপটি সাইট এর জনপ্রিয়তার পরিমাপ করে। সামাজিক মাধ্যমগুলো মানুষের কাছে খুবই জনপ্রিয় তাই মাধ্যম এবং যোগাযোগের পদক্ষেপ হিসাবে খুবই ভালো।

সামাজিক মাধ্যমগুলোর সুবিধা:- সামাজিক মাধ্যম গুলো থেকে আমরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি।
খুব সহজেই যে কোন ধরনের তথ্য প্রচার করা যায়।
তথ্য সংরক্ষণ করে রাখা যায়।
প্রচুর ভিজিটর পাওয়া যায়।
একে অপরের সাথে তথ্য আদান প্রদান করা যায়।
বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করে তথ্য পোষ্ট বা শেয়ার করা যায়।
সাইট এ সামাজিক মাধ্যম এর বাটনের সাহায্যে ব্যকলিঙ্ক তৈরি করা যায়।

পরিশেষে বলা যায় যে SEO এর ক্ষেত্রে সামাজিক মাধ্যমগুলো প্রধান ভূমিকা পালন করে। সাওবাই ভালো থাকুন। এই কামনায় আজগের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনি আপনার ব্যবসার উন্নতি করতে চাইলে যে কোন web hosting service provider এর সাথে যোগাযোগ করতে পারে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: এই রকম পোষ্ট গুলো আমি এড়িয়ে চলি।
আসলে বুঝি না তো তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.