| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক অচেনা মানব
(((প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা শাহ্বাগের চিঠি।)))
মা শেখ হাসিনা,
আপনার দলের একজন নেতা হানিফ সাহেব আজকে শাহ্বাগে কথা বলতে চেয়েছিলো...জনগণ বোকা না রে মা। তারা বুঝিয়ে দিয়েছে এত সহযে এই আন্দোলনকে থামানো যাবেনা। আপনার দলের সাজেদা চৌধুরী কথা বলতে চেয়েছিলো সেখানেও সাধারণ জনতার রোষে তাকে পিছু হটতে হয়েছে। আপনি এইসব ছাগলদের একদল প্রতিবাদ মুখর বাংলাদশীদের কাছে পাঠাবেন্না। এর ফলাফল ভাল হবেনা মা!
আপনার বেয়াই রাজাকার হলেও সাধারন জনতা এতদিন মুখ বুঝে ছিলো। তারা কিছুই বলেনি। আপনি যুধ্যপরাধীদের বিচার করবেন এই ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলেন। আপামর জনতা তাকিয়েছিলো আপনার দিকেই। আপনি জাতীর জনকের বিচার করেছেন; সাধারণ মানুষ স্বানন্দে মেনে নিয়েছে। খুনের বিচার হতেই হবে। তবে আধমরা প্রেসিডেন্টকে দিয়ে তাহের হত্যার খুনি বিল্পব সহ আরও অনেক কে মুক্তি দিয়ে আপনি বুঝাতে চেয়েছেন আপনার পিতা বাদে আর সবার পিতার বেইল বাংলাদেশে নাই। আমরা তাও মেনে নিয়েছি। প্রতিবাদ করতে করতে থেমে গিয়েছি। আমরা তাকিয়েছিলাম বাংলাদেশের জন্মের বিরোধীতাকারী একদল কুলাঙ্গারের বিচার কি করে সেইটা দেখার জন্যে।
আপনাকে ইমেইলে হুমকি দিয়ে পার্থ পার পায়নি এবং তাকে আপনি ঠিকই খুজে বের করে বিচারের আওতায় এনেছেন। অথচ বাচ্চু রাজাকার পালিয়ে গেলো তার পিতার দেশ পাকিস্থানে। আমাদের আপনি ভাবলেন বেকুব জাতী। সেই বাচ্চু রাজাকারের ফাঁসির রায় হলেও আব্দুল কাদের মোল্লার হলো যাবজ্জীবন কারাদন্ড। আমি ধরে নিলাম আপনার হাত নেই এতে তবে মানুষ কিন্তু এত বোকা না মা!
মা গো...বিশ্বজিতের শার্টের রক্তের দাগ এখনও শুকায়নাই অথচ তার হত্যাকারিদের বাচাতে এখনো আপনার প্রশাসনের ঘাম ঝড়ে যাচ্ছে। আমরা তাও কথা বলিনাই। আমরা এখনো শান্ত আছি। তাই বলে ভাববেন না আমরা মেরুদন্ডহীন জাতী। আমরা ঠিক সময়ে একাই দেখিয়ে দেই অধিকার আদায়ের আন্দোলনে রাজনীতিবীদ লাগেনা; একটা সাধারণ মানুষই যথেষ্ট।
আপনার প্রতিশ্রুতিমত আমরা দশ টাকার চাল কিনে খাচ্ছি একশ দশ টাকায়। ক্ষুধায় পেট জ্বলে গেলেও বুক চিতিয়ে বিশ্বকে দেখাই আমরা এখনো ভাল আছি। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেলেও আমরা আপনাকে গালি দেইনাই। শেয়ার বাজারের লোপাটে মানুষ পথের ফকির হলেও কেউ কিছু বলার মত করেনাই। পদ্মা সেতুর জায়গায় আজও ধুধু বালি চিকচিক করে অথচ আপনার প্রাণপ্রিয় আবুলের হাসি বন্ধ হয়না।
আপনি জনগণের রায়ে প্রধানমন্ত্রী হয়ে চার স্তরের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান আর আপনাকে নির্বাচিত করে রমনা পার্ক দিয়ে হেটে যাওয়া মানুষ অকারণে এস এস এফের হাতে মার খায়! আপনার নিরাপত্তার খুব দরকার তাই সেখানেও আমরা কিছু বলিনাই। ভিকারুন্নেসা নুন স্কুলকে আপনি ধ্বংসের মুখে ঠেকে দিয়েছেন আপনার বান্ধবী দ্বারা নির্বাচিত শিক্ষক দিয়ে ছাত্রী ধর্ষন করিয়ে। আমরা নিরিহ আমজনতা সেখানেও সেই মাপের প্রতিবাদ জানায়নি। শুধু খুশি থেকে গিয়েছি সেই ধর্ষকের সাময়ীক শাস্তিতে।
আপনি তাকিয়ে দেখেন আজকে কারা এই আন্দোলন করছে? টগবগে সব তরুন। স্বাধীনতার সময়ে অনেকেরই যাদের হয়ত জন্ম হয়নি। এইটাকে আপনি রুখে দেবার চেষ্টা চালাবেন্না। আপনি যদি জামায়াত শিবিরের দাড়ি ধরে আরেকবার ক্ষমতায় যাবার চেষ্টা চালান তবে জেনে নেবেন ভি আই পি কারাগারে আটক সেইসব কুলাঙ্গারেদের টেনে হেচড়ে রাজপথে এনে ফাঁসিতে ঝুলাতে এক মিনিটও লাগবেনা।
আপনার শত অন্যায়ে আমি কলমকে চেপে ধরে তাকিয়ে ছিলাম জাতীর জনকের কন্যা হিসেবে আপনি ৭১ সালের স্বীকৃত অপরাধীদের চুড়ান্ত শাস্তির ব্যাবস্থা করবেন অথচ প্রথম রায় থেকেই অবিশ্বাসের দোলাচলে ভুগছি। একটা মানূষকে আপনি অত্যাচার করতে করতে প্রায় মৃতপ্রায় করে ফেলতে পারেন তবে সমস্যা হলো সে তখনই জেগে উঠে স্বপাটে লাথি মারবে যখন দেখবে তার মায়ের অসম্মান হচ্ছে। ফেলানী এই দেশের মেয়ে...আমরা তাকে বর্ডারে দিনের পর দিন ঝুলতে দেখেছি। নির্যাতিত মেয়ে পুলিশকে অসহায়ের মত আপোস করতে দেখেছি তবে ভেবে নেবেন না বাংলাদেশ কে যারা রেইপ করেছে তাদের ছেড়ে দিলে বা গোপণে আতাত করলে আপনি পার পেয়ে যাবেন। এস এস এফের সিকিউরিটি বলয় কি সাধারণ মানুষের মুষ্টির থেকে অনেক শক্তিশালী?
সাধারণ জনগন আজকে জেগে উঠেছে...চেয়ে দেখেন সারা দেশে আজকে নতুন সুর্যের আভাস দেখা দিচ্ছে। এই সুর্যকে আনতে নৌকার সাহায্য লাগবে না...ধানের শীষের সাহায্য লাগবে না। এই ভালবাসা আর ত্যাগকে দাড়িপাল্লায় মাপা যাবেনা। এটা রক্তের উত্তাপ। চেয়ে দেখেন আপনি সারা জীবনে যত জোরে ভাষণ দিয়েছেন তার থেকে শতগুণ জোরে ঘন্টার পর ঘন্টা শ্লোগান দিয়ে একজন তরুনী বুঝিয়ে দিয়েছে দেশকে ভালবাসতে নেত্রী হওয়া লাগেনা।
আপনার শুভ বুদ্ধির উদয় হোক। সকল রাজাকারের( আপনার বেয়াইও আছে) ফাঁসি হোক এই বাংলাদেশের মাটিতেই
From: Gedu Cacar Khola Cithi (গেদু চাচার খোলা চিঠি)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
এক অচেনা মানব বলেছেন: আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক।ধন্যবাদ।
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
মিজানুর রহমান (মিজান) বলেছেন: যারা ইচ্ছা থাকা সত্ত্বেও শাহবাগ যেতে পারছেন না তারা অনলাইনে থেকে রাজাকারদের প্রতিহত করুন। অনলাইনে শাহবাগে থাকতে ফেসবুক পেজে থাকতে পারেন Click This Link
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
এক অচেনা মানব বলেছেন: আসুন প্রতিহত করি
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
হাবিব০৪২০০২ বলেছেন: সমস্বরে আওয়াজ তুলি "৭১ এ আল বদর,আল শামস্ ,শান্তি কমিটির ব্যানারে যারা পশুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের বর্তমান পরিচয় বুঝি না, সে যে রাজনৈতিক দলের অনুসারীই হোক কিংবা রাজনীতি করে না এই ধরনের লোকই হোক উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের সবার বিচার চাই"
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
এক অচেনা মানব বলেছেন: সমস্বরে আওয়াজ তুলি। জেগেছে বাংলা
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
বিপদেআছি বলেছেন: দারুন , বাংগালি আবার জেগেছে , রাজাকার আর এদের বাচাতে ব্যস্ত দালালদের রক্ষা নাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
এক অচেনা মানব বলেছেন: বাংগালি আবার জেগেছে
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
আমি বাঁধনহারা বলেছেন:
এ চিঠিটি পড়ে আমি মুগ্ধ।চিঠির লেখক কে অসংখ্য ধন্যবাদ।
+++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
এক অচেনা মানব বলেছেন: ধন্যবাদ
৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
অতুল মিত্র বলেছেন:
আপনার লেখা পড়লে কেউ বুঝতে শিখবে গনতন্ত্র কি ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
এক অচেনা মানব বলেছেন: ধন্যবাদ
৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
ল্যাটিচুড বলেছেন: সাধারণ জনগন আজকে জেগে উঠেছে...চেয়ে দেখেন সারা দেশে আজকে নতুন সুর্যের আভাস দেখা দিচ্ছে। এই সুর্যকে আনতে নৌকার সাহায্য লাগবে না...ধানের শীষের সাহায্য লাগবে না। এই ভালবাসা আর ত্যাগকে দাড়িপাল্লায় মাপা যাবেনা। এটা রক্তের উত্তাপ
দেশকে ভালবাসতে নেতা / নেত্রী হওয়া লাগেনা - সহমত
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
এক অচেনা মানব বলেছেন: এই আন্দোলন কোন নৌকার না বা ধানের শীষের না এটা জনতার আন্দোলন। ধন্যবাদ।
৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
আপনার লেখাটা ১০০% আমার মনের কথা।
এই ধরনের একটা পোষ্ট লিখার কারনে হাসিনা পন্থী ২ জন ব্লগার "খুব সাধারন একজন" ও "আমি ব্লগার হইছি!" আমাকে বাজে কমেন্ট করেছে। বর্তমান আওয়মী লীগ হচ্ছে এই বিচার প্রক্রিয়ার সর্ষের ভূত, কারন তারা নিজেদের ভেতরে থাকা রাজাকারদের বাঁচানোর জন্য রায়কে প্রভাবিত করেছে।
যাই হোক সকল আন্দোলকারীদের সাথে সংহতি রেখে বলছি - ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, সকল দলের ভেতরে থাকা রাজাকারের ফাঁসি চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
এক অচেনা মানব বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, সকল দলের ভেতরে থাকা রাজাকারের ফাঁসি চাই।
৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
মাইকেল স্কোফিল্ড বলেছেন: বিশ্বজিতের শার্টের রক্তের
দাগ এখনও শুকায়নাই অথচ তার
হত্যাকারিদের বাচাতে এখনো আপনার
প্রশাসনের ঘাম ঝড়ে যাচ্ছে।
আমরা তাও কথা বলিনাই।
আমরা এখনো শান্ত আছি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
এক অচেনা মানব বলেছেন: সকল অসুন্দরের বিচার চাই।
১০|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
লেজ কাটা শেয়াল বলেছেন: জয় বাংলা।:O
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
এক অচেনা মানব বলেছেন: জয় বাংলা।
১১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
মোঃ ওমর শরীফ বলেছেন: ফাটা ফাটি একটা লেখা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
এক অচেনা মানব বলেছেন: ধন্যবাদ
১২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ফাহীম দেওয়ান বলেছেন: ++++++++++++++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
এক অচেনা মানব বলেছেন: ধন্যবাদ
১৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
সাব্বির ০০৭ বলেছেন: মনের কথাটা লিখেছেন! +++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
এক অচেনা মানব বলেছেন: ধন্যবাদ
১৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নােয়ফ চৌধুরী বলেছেন: +++++্
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এক অচেনা মানব বলেছেন: ধন্যবাদ
১৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
িসরাজ উদদীন বলেছেন: চিঠিটি পড়ে আমি মুগ্ধ।ধন্যবাদ দিয়ে ছোট করব না।+++++++++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এক অচেনা মানব বলেছেন: ধন্যবাদ
১৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২
পদ্মরাগ বলেছেন: চমত্কার একটি চিঠি ++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
এক অচেনা মানব বলেছেন: ধন্যবাদ
১৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
পোষ্টটি স্টিকি করা হউক।
আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সকল দলের ভিতরে থাকা রাজাকারদের ফাঁসি চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
এক অচেনা মানব বলেছেন: সহমত
১৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
হাবিব০৪২০০২ বলেছেন: িসরাজ উদদীন বলেছেন: চিঠিটি পড়ে আমি মুগ্ধ।ধন্যবাদ দিয়ে ছোট করব না।+++++++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
এক অচেনা মানব বলেছেন: ![]()
১৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
চৌকশ বলেছেন: পোষ্টটা স্টিকি করা হোক । সবার জানা উচিত, বোঝা উচিত সত্যিটা । চিঠিটা ফেবুতে শেয়ার দেয়া হোক ।
২০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
লুবনা ইয়াসমিন বলেছেন: আমি রাজনীতির সাথে তেমন একটা জড়িত ছিলাম না ওতোপ্রোত ভাবে। ছাত্রীজীবনে ছাত্র ইউনিয়ন করতাম। তারপড়ে আর ফেরা হয়নি বিভিন্ন কারনে। আমি সাধারন একটি মেয়ে এবং মা। আমি আমার মেয়েকে নিয়ে সারাদিন ছিলাম শাহবাগ চত্ত্বরে। আমার মেয়ে ও আমি দুজনেই এই প্রজন্মের।আমার মেয়ে আমার চেয়েও সচেতন। আমরা কিছু কিছু ব্যাপারে আপোষ করলেও ওরা কোনদিন করবে না বলে আমার বিশ্বাস।
Click This Link
২১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
provat বলেছেন: শাহবাগ স্কয়ারের এই গনজাগরনের ফলাফল যখন দাঁড়াবে শূন্যে, তখন আন্দোলনকারীদের মনের অবস্থা কি দাঁড়াবে একবারও কি ভেবে দেখেছেন ? কারন, রাজনীতিদদের রাজাকারদের বিচার চাওয়া আর জনগনের রাজাকারদের বিচার চাওয়া এক কথা নয় । জনগন বিচার চায় মন থেকে, আর রাজনীতিবিদেরা বিচার চায় রাজনৈতিক সুবিধা লাভের জন্য । যেহেতু বিচার করার ক্ষমতা রাজনীতিবিদদের হাতে , তাই তারা তাদের লাভ লোকসান হিসাব করে এগোবে । যেটাতে তাদের লাভ বেশী হবে, সেটাই তারা করবে । তাই সকল রাজাকারদের উপযুক্ত বিচার হওয়ার আমি কোন সম্ভাবনা দেখিনা, কারন রাজনীতিবিদদের আমি বিন্দু পরিমানও বিশ্বাস করিনা। আওয়ামীলীগ ও বিএনপির কাছে জামায়াতের অবস্থান আমার দৃষ্টিতে একজনের প্রেমিককে আরেকজনের ভাগাইয়া নেওয়া ছাড়া আর কিছুই না এবং আওয়ামীলীগের রাজাকারদের বিচার চাওয়া আমার কাছে পুরানো প্রেমিককে ফিরে পাওয়া কৌশল বলেই মনে হয় । তবে শাহবাগ স্কয়ারের গনজাগরন রাজনীতিবিদদের জন্য একটা কঠোর বার্তা দিয়েছে যে, তোমাদের নীতি ও নৈতিকতাহীন স্বেচ্ছাচারী রাজনীতি আর সীমাহীন দূর্নীতি আর চলবে না । যেকোন অন্যায়ের বিরুদ্ধে নিংস্বার্থভাবে রুখে দাঁড়ানোর মতো প্লাটফরম ‘শাহবাগ স্কয়ার’ খুজে পেয়েছে আমাদের আবাল-বৃদ্ধবনিতা ও আমাদের তরুন-যুব সমাজ ।
২২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
নিয়েল ( হিমু ) বলেছেন: অসাধারন ।
জয় বাংলা ।
অঃটঃ গেদু চাচা তো মনে হয় সামুতে ব্যান তাইনা ?
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: দারুন লিখা, এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক ধন্যবাদ।