নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই আমি মুক্তিযুদ্ধের পক্ষে!!

আমি বাংলায় করি চিৎকার... http://facebook.com/ek.ochena.manob

এক অচেনা মানব

এক অচেনা মানব › বিস্তারিত পোস্টঃ

একটাই দাবি- বিচার চাই!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

আচ্ছা শুধু যুদ্ধাপরাধীদের শাস্তি দিলেই কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ? পদ্মা সেতু, কুইক রেন্টাল, হলমার্ক, বিশ্বজিত্‍ হত্যা, সাগর রুনি হত্যা.....ম্যাঁ ম্যাঁ ম্যাঁ...থাম ! আর কিছু বলা লাগবে না.. তুই রাজাকার ! ম্যাত্‍কার তোর খামবে না জেনেও তোর জন্য কিছু শব্দের অপচয় করি..



সাগর রুনি বা বিশ্বজিত্‍ শুধু না, দেশের সব হত্যার বিচার হলেও কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ? ফাঁসির যত আসামি আছে সব কয়টারে ফাঁসি দিয়ে দিলেও তো দেশের সব সমস্যার সমাধান হবে না.. তাহলে কি সব কয়টারে ছেড়ে দেব ? এদের হত্যাকারির বিচার চাওয়া বন্ধ করে দেব ? তা যদি না হয় তাহলে আমি ৭১ এর খুনিদের বিচার চাইলে তোর এত জ্বলে কেন ?



তোর পরিবারে কেউ ধ্বংসযজ্ঞ চালালে তুই তাদের বিচার না চেয়ে ভুলে যাবি ? তাহলে আমার দেশে যারা ধ্বংসযজ্ঞ চালাইছে তাদের বিচার চাইলে তোর এত জ্বলে কেন ?



তোর পরিবার, তুই যেন মাথা তুলে দাঁড়াতে না পারিস সেই চেষ্টা যদি কেউ করে, তোকে যদি কেউ পঙ্গু করে দেয় তাহলে কি ওহে ক্ষমাশীল ব্যাক্তি, তুই কি তাকে ক্ষমা করে দিবি ? তাহলে আমার দেশের মেধাদের হত্যা করে যারা আমার দেশকে পঙ্গু করে দিতে চাইছিল তাদের বিচার আমি চাইলে তোর এত জ্বলে কেন ?



তোরে যদি এখন কেউ খুন করে ৪০বছর ধরে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় তাহলে কি তোর ছেলে মেয়েরা তোর হত্যাকারীর বিচার চাইতে পারবে না ? তাহলে আমি ৪০বছর পরে আমার দেশে করা গণহত্যার বিচার চাইলে তোর এত জ্বলে কেন ?



দেশের সমস্যাগুলোর জন্য কি যুদ্ধাপরাধীর বিচার দ্বায়ি..? যুদ্ধাপরাধীর বিচার হলে কি দেশের সমস্যাগুলোর সমাধান করা অসম্ভব হয়ে যাবে ? তাহলে তোর এত জ্বলে কেন ?



পদ্মাসেতু নিয়ে যখন কথা হয় তখন মনে হয় - পদ্মা সেতুর সমাধান হলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ? মনে হয় শেয়ার বাজার কেলেঙ্কারির সমাধান হলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ? এই প্রশ্ন যদি না আসে তাহলে যুদ্ধাপরাধীর বিচারের কথা আসলেই তোর মনে এত প্রশ্ন আসে কেন ? আমি বিচার চাইলে তোর এত জ্বলে কেন ?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: এ সংক্রান্ত আমি একটা লিখা লিখেছিলাম। সময় করে আমার এই লিখাটাও পড়ুন: আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক । ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

আবদুল্লাহ-আল-নিফাদ. বলেছেন: মনকে সুন্দর করুন। যার মন অসুন্দর তারা সব জায়গায় খারাপ গন্ধ পায়। ভালো কে ভালো বলার সদ সাহস থাকা উচিত। ভালো কাজকে সমত্থন করুন। যুদ্ধ অপরাধের বিচার এখন কোন রাজনৈতিক দাবি নয়। এটা মানুষের প্রানের দাবি। বাঙালি জাতির কলঙ্কমুক্ত হবার দাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.