নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই আমি মুক্তিযুদ্ধের পক্ষে!!

আমি বাংলায় করি চিৎকার... http://facebook.com/ek.ochena.manob

এক অচেনা মানব

এক অচেনা মানব › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক রাজিব সম্পর্কে প্রশ্নগুলি (দয়া করে প্রত্যেক ব্লগার উত্তর দিয়ে যাবেন।)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

রাজিব নাস্তিক ছিল এটা নিয়ে বর্তমান বিতর্কের মানে কি! একদল প্রমান করার চেষ্টা করতেছে সে আস্তিক আর অন্যপক্ষ তাকে নাস্তিক প্রমান করে তার হত্যাকে সঠিক বলতেছে।আমি ধরে নিলাম সে নাস্তিক-

রাজিবকে হত্যা করা হয়েছে নাস্তিকতার জন্য তাই আপনি উল্লাস প্রকাশ করলেন! আপনি কি জানেন ধর্ম মানে কি?

ধর্ম অর্থ হল ধারন করা। আপনি যা ধারন করবেন সেটাই আপনার ধর্ম। আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়া, আর মানুষের একমাত্র ধর্ম মানবতা। এখন সনাতন ধর্ম(হিন্দু ধর্ম),ইসলাম,বৈদ্ধ ধর্ম বা খ্রিষ্টান ধর্মে আপনি বিশ্বাসী হতে পারেন। কিন্তু একজন নাস্তিকেরও একটা ধর্ম আছে যার নাম নাস্তিকতা। যদিও এই নাস্তিকতার ধারনাটা ভুল। রাজিব সেই ধর্মে দীক্ষিত। এখন সে আপনার ধর্মে (আপনি যে ধর্ম বিশ্বাস করেন) বিশ্বাসী নয় বলে তাকে কি আপনি জবাই করে হত্যা করবেন? তাহলে আসুন হিন্দু ধর্মে যারা আছে তাদেরকে জবাই করি।

কেউ কেউ লিখেছে "নাস্তিক হওয়া এক জিনিষ কিন্তু কোন ধর্মের নামে এরকম বাজে কথা বার্তা লেখা ঠিক না।"

আমিও আপনার সাথে একমত, কিন্তু আপনাদের ভিতরে এরকম অনেক ধার্মিক আছে যারা অন্য ধর্মকে দেখতে পারে না! অন্য ধর্মের মৌলিক বিষয় গুলো নিয়ে হাসি ঠাট্টা করে। যেমন আমারই একজন পরিচিত (মুসলিম) ধার্মিকের কথা বলি। সে হিন্দুদের রাধাকৃষ্ণ নিয়ে সময় পেলেই ব্যাঙ্গ করে।

ওদের মন্ত্রের ভাষা নিয়ে ব্যাঙ্গ করে। আপনার কি মনে হয় তাকেও জবাই করা উচিত?!

কারও নাস্তিক হয়ে জন্ম হয় না। আপনাদের ভণ্ড ধার্মিকতা, সব কিছুকে ধর্ম দিয়ে বিচার করার মনোভাব,চারদিকে ধর্ম নিয়ে এত যুদ্ধ একজনকে বাধ্য করে নাস্তিক হতে।তখন সে ধর্মের উপর বিশ্বাস হারিয়ে ফেলে।এই দোষ আপনার, ধর্মের নয়। আমার ধর্ম বিধার্মিকদের জবাই করতে শেখায় না।

যখন রামুতে হামলা করা হল তখন কোথায় ছিল আপনার এই ধার্মিক মানসিকতা। রাজিব হত্যা একটি ধর্মীয় উস্কানি। বিধার্মিকদের হত্যা করার উস্কানি ধর্মীয় উস্কানির দিকে লক্ষ্য না রেখে ধর্মের দিকে লক্ষ্য রাখুন।

রাজিব ধর্মান্ধ ছিল না হয়ত নাস্তিক ছিল কিন্তু তার সবচেয়ে বড় গুন ছিল সে বাংলাদেশান্ধ। এই দেশ স্বাধীন হয়েছে কোন ধর্মের ভিক্তিতে না এই তাদেরই জন্য যারা দেশান্ধ।



## লেখাটি শেয়ার করে স্বার্থান্বেষী,ধর্ম বিক্রেতা মানুষদের প্রতিহত করুন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-১

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

স্টেনটোরিয়ান বলেছেন: ৩০ লাখ শহীদের কতজন আস্তিক বা নাস্তিক, মুসলিম-হিন্দু এসব কাওকে দ্বিধান্বিত করেনা। রাজিবের ব্যাপারে প্রশ্ন আস্তাকুঁড়ে ছুড়ে ফেলুন। এমন অনেক মৃত্যু আগেও হয়েছে, তাই এত মাতামাতির কিছুই নাই। মূল দাবী থেকে লক্ষ্য অন্নদিকে সরে যাচ্ছে এক রাজিব প্রশ্নে, যা শাহবাগ আন্দোলনের জন্য ক্ষতিকর। ফাঁসীর দাবীতে অটল থাকতে হবে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

আমি বাংলার সন্তান বলেছেন: আপনার সব কথার উপর একমত নই।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

শার্ক বলেছেন: yeah. If rajib writes these for your father and mother then can you write this article in cold mind. he he.

We love our prophet more than our father and mother.

Killing is different things and we expect the justice.

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

সুখোই-৩৫ বলেছেন: আপনার পোষ্টের সূত্র ধরে ধর্মান্ধদের বলতে চাই, তাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামও কাফের ছিলেন। উনি ঐ কালীর মূর্তির সামনে হাত কেটে রক্ত দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার। তার উপর আবার প্রথম স্ত্রী মুসলমান নার্গিসকে তালাক দিয়ে পরে হিন্দু প্রমীলাকে বিয়ে করেছিলেন। প্রমীলা জীবনেও মুসলিম হন নাই। সারা জীবন হিন্দুই থেকে গেছেন। নজরুল দাড়ি না রেখে রেখেছিলেন বাবরি চুল। ছেলের নাম রেখেছেন কৃষ্ণ মোহাম্মদ। উনাকে সে সময়ের আলেমরা কাফের মুরতাদ এসব বলে ঘোষনা দিয়েছিল উনার এইসব কর্মকান্ডের জন্য।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

১১স্টার বলেছেন: ধর্মান্ধ যারা রাজীব কে হত্যা করেছে বা আসিফ কে হত্যার চেষ্টা করেছে তাদের কে ধীক্কার তার চেয়ে বিশি ধীক্কার যানাই যারা নাস্তকিতার নামে অন্য ধর্মের নামে কুরুচীপূর্ণ কথা বলে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

আয়রন ম্যান বলেছেন: নাস্তিক-আস্তিক যাই হোক-
সুষ্ঠূ তদন্ত সাপেক্ষে রাজিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

জাতিস্বর বলেছেন: রাজিবের ধর্ম-চেতনা তো শাহবাগের আন্দোলনের মূল প্রতিপাদন হতে পারে না।
আমরা শাহবাগে একত্র হয়েছিলাম বাংলার মাটি পাকিস্তানি জারজ-মুক্ত করতে।
কে কত আস্তিক আর কে কত নাস্তিক সেই প্রমাণ করতে নয়।
দেশপ্রেমের চেতনা মনে ধারণ করে সবাই ছুটে গিয়েছে শাহবাগে।

রাজিব দেশপ্রেমে উদ্বুদ্ধ এক যুবক যার মনে সেই দেশপ্রেম তীব্রভাবে নাড়া দিয়েছিল বলেই সে প্রথম-সারির উদ্যোক্তা ছিল এই আন্দোলনের।

তাই যারা ধর্মের নামে ব্যবসা করে এসেছে এতকাল।
যারা ৪২ বছর আগে '৫২ সালে বাংলা হিন্দুর ভাষা বলে গাল দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা বানাতে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি-বর্ষণ করেছিল,যারা '৭১-এ নারায়ে তাকবির বলে বাংলার মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল যেখানে আল্লাহ-ভক্ত মুসলিমও রেহাই পায় নাই তাদের হত্যা-ধর্ষণ থেকে।

এখনও তাদের ভোল একই আছে।
তারা বাংলার মাটিতে তাদের মৃত্যু-ঘণ্টা শুনতে পেরে এখন এখন আবার সেই ধর্ম-ব্যবসার নামে নতুন প্রজন্মকে দমাতে তৎপর হয়েছে।

এদের রুখে দিন।
জয় আমাদের হবেই।

জয় বাংলা।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

সাহিিতযক েপ্রািটন বলেছেন: রাজীব নিয়ে মাতামাতির কিছু নাই, যুদ্ধ অপরাধীদের কিভাবে আইনের আওতায় এনে যোগ্য শাস্তি দেয়া যায় সেই দিকে মন দেয়া উচিৎ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

স্টেনটোরিয়ান বলেছেন: একটু বলেন কোন কথার সাথে দ্বিমত পোষন করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.