| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক অচেনা মানব
১৯৫২ : ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পুলিশ ও সেনাবাহিনী প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।
১৯৭১ : দেশের বিভিন্ন জায়গায় শহীদ মিনার ভেঙ্গে ফেলে পাকিস্তানী বাহিনী ও তাদের সহযোগীরা। অপারেশন সার্চলাইটের সময় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় শহীদ মিনার
ভেঙ্গে ফেলা হয়।
২০১৩ : ২২ ফেব্রুয়ারি সিলেট, নোয়াখালী ও ফেণীতে জঙ্গি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাংচুর করেছে জামাত শিবির চক্র।শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি দেয়া ফুলে আগুন দেয়া হয়েছে।
এ দেশ আমার হতে পারে না যেখানে স্বাধীনতার এত বছর পরেও মানুষের ধর্মীয় অনুভুতিকে পুজি করে পাকিস্তানের প্রেতাত্মারা রাজনীতি করে! বাংলার মানুষকে বলছি তোরা যদি বাঙালী হয়ে থাকিস, তোদের শরীরে যদি এক বিন্দুও বাঙ্গালির রক্ত থাকে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত কর।
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
শূন্য মানব বলেছেন: তোমরা আন্দোলন করো আর ওরা এসে মেরে সাফ করে দিক । বেশি করে আন্দোলন করো
![]()
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
তাসজিদ বলেছেন: জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে- হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধ রাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়!!!
৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
ব্লগার রানা বলেছেন: যদি বাংলার এক বিন্দু রক্ত তোর শরীরে থাকে তাহলে ওদের প্রতিহত কর। শহীদ মিনার ভাঙ্গার উচিত জবাব দে। পতাকা ছেঁড়ার উচিত জবাব দে।।। ora ei potaka kivabe chirlo???? ora ar manush nai
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
স্বপ্নের মানুষ বলেছেন: আর ভাল লাগেনা
আশা করিএইখানে লিখবেন