![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে, বৃষ্টির নাম জল হয়ে যায় জল উড়ে উড়ে আকাশের গায়ে ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায। ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায় ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়. ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
আজকে আমি এসেছি একটা সমস্যা নিয়ে বলতে। সবাই তো জানেনই এখন বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে, আর তার সাথে সাথেই হুট করে আমার এক কাজিনের বিয়ে ঠিক হয়ে গেল। বাসায় শুরু হয়ে গেছে হুলুস্থুল কাণ্ডকারবার, আমাদের জেনারেশনের মানে আমাদের কাজিনদের মধ্যে প্রথম বিয়ে। বিশাল জমজমাট আয়োজন করে করা হবে, একগাদা মানুষ ডাকতে হবে। প্রোগ্রাম নাকি করাও হবে দুইদিন, একদিন ঢাকায় অফিসারস ক্লাবে আবার অন্য দিন কক্সবাজারে।
অন্য যেকোনো সময় আমিও লেগে যেতাম নিজে থেকেই, কিন্তুআমি পড়াশোনা করি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে,অনেক দিন ধরে হরতালের মধ্যে থেকে থেকে পরীক্ষা চলছে। এর মধ্যে এত বিশাল আয়োজনের দায়িত্ব নেয়া সম্ভব না, তাই আমাকে দিয়ে দেয়া হয়েছে ফটোগ্রাফার আনার কাজ। এখানেই পড়ে গিয়েছি ফাঁপরে।
একে তো আমার বিয়ের কোন বেপার নিয়েই আইডিয়া নাই, এর মাঝে আবার ফটোগ্রাফার এর ফ ও চিনি না। তাই আপনাদের শরনাপন্ন হলাম, কারো আইডিয়া আছে ভালো বিয়ের ফটোগ্রাফার নিয়ে? একজনের বেশি দরকার হবে কিনা এরকম বড় আয়োজন কভার করতে, ঢাকার বাইরেও যে যেতে হবে সেটাও মাথায় রাখবেন প্লিজ সাজেশন দেবার সময়।অগ্রিম ধন্যবাদ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
মেঘলীন বলেছেন: ইসরাত আমিন ফটোগ্রাফী
৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
আকরাম বলেছেন: ০১৭১-৮১৪০১০৫ (রিয়াজ)
এই নাম্বারে কল করেন।
ইনি একজন উইডিং ফটোগ্রাফার।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
অন্য আমি বলেছেন: আপনার আয়োজন তো মনে হচ্ছে বিশাল পরিসরে, একজন-দুজন ফটোগ্রাফার দিয়ে তো কভার করতে পারবেন না। একটা সাজেশন দেই, প্রফেশনাল ফটোগ্রাফি প্যাকেজ অফার করে এমন কোন এজেন্সি এর সাথে যোগাযোগ করেন। একটার নাম বেশ শুনেছি, বেশ পরিচিত কয়েকজনও এদের কাজ নিয়ে খুশি, নাম ‘ব্রাইডাল মোমেন্ট’। বেশ বড়সড় প্রোগ্রাম সামাল দিতে শুনেছি, আর শুনেছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বেশ ভাল বেবস্থা রয়েছে। ৬০০০ টাকা থেকে ৫৯৯৯৯ টাকার প্যাকেজ এ ১২ মাসের মাসিক ইন্সটলমেন্ট এবং ৬০০০০ টাকার উপরে প্যাকেজে ২৪ মাসের মাসিক ইন্সটলমেন্ট এর বেবস্থা আছে বলে জানি।
শেষে একটা কথাই বলতে চাই, বিয়ের মতো পবিত্র এবং স্পেশাল একটা ইভেন্ট সবকিছু যতটুকু সম্ভব নির্ভুলভাবে করার চেষ্টা করা উচিৎ। এরকম বড় পরিসরের বিয়েতে এরকম পেশাদার সার্ভিসই আমার মতে নেয়া উচিৎ।
আপনার কাজিন এবং পরিবারের জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
মেঘলীন বলেছেন: ইসরাত আমিন ফটোগ্রাফী