নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

রাজা সরকার

আমি একজন সামান্য লেখক।

রাজা সরকার › বিস্তারিত পোস্টঃ

ফুলবাড়ি।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৮

ফুলবাড়ি

শত চেষ্টাতেও পেরনো হয়নি আমার ফুলবাড়ি থেকে গণ্ডারমোড়
অথচ কতবছর ধরে এই পথেই বয়ে চলেছে বিবর্তিত চাকার জীবন
চেনামুখ ততদিন কত যে অচেনা হয়ে গেছে, কত যে অসৎ অন্ধকার
গালে টোকা দিয়ে বলে গেছে ওহে বেকুব এখানে নয়, ওই দিকে যাও
ওই দিকে বাংলাবাজার, আজ হাটবার, একসময় হাটবারে
সিকি আধুলি হারাতো আর এখন চোখের নিমেষে হারিয়ে যায়
কাটা পকেট থেকে আমার সবেধন নীলমণি।


বেলা ঢলে পড়লে খানিক মাতাল হয়ে সোজা হাঁটা দিই দক্ষিণে,
দক্ষিণে মধুভাণ্ড অরণ্য, কে যেন কানে কানে বলে তখন, আরো যাও
রাত বিক্রি করা পশারিদের জ্বালানো আলো পেরিয়ে যদি
হঠাৎ চোখে পড়ে কোনো আলোকিত মুখ, তা দেখে বিহবল হয়োনা,
ওই মুখ হেমলতার, যক্ষের হিসেব তছনছ করে যে পালিয়ে বেঁচেছিল
সে আমাদের সেই হেমলতা।


এসব গল্প একদিন পুরনো হয়; প্রতি বসন্তের জন্মদিনে
তা টুক টুক করে ঝরে পড়ে ,দ্রুতগামী বাস আরও দ্রুত হয়
ঘোলাটে চোখ, খেয়াল করে না কেউ
মনে রাখে না কেউ এইসব স্বর্গপথে বিছানো ঝরাপাতার সঙ্গে
একদিন মিশে গিয়েছিল খণ্ড খণ্ড হেমলতার সারমর্ম
সে হিসেব কি আর রেখেছে কেউ!

@ রাজা সরকার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পাঠ করলাম।

ইদ মোবারক

৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:২৮

রাজা সরকার বলেছেন: অনেক ধন্যবাদ।


ঈদ শুভেচ্ছা।

২| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪১

জনারণ্যে একজন বলেছেন: @ রাজা, এখানে আপনার মোটামুটি সব পোস্টই পড়েছি। তবে মন্তব্য মনে হয় কখনো করা হয়ে উঠেনি।

আজকে স্পষ্ট করেই বলি - বড্ডো ভালো লেখেন আপনি। আপনি কি লেখক? আই মিন - লিখতে পারলেই তো লেখক হয়না, তবে আপনার সাহিত্যবোধ দেখে মনে হয় আপনি একজন প্রতিষ্ঠিত লেখক।

'হেমলতা' কে নিয়ে এর আগের পোস্ট'ও পড়েছি। পড়ার পর মন এত বিষন্ন হলো! ভালোলাগার বিষন্নতা।

সে এক অন্য সময়ের কথা, বোহেমিয়ান এক জীবন ছিল তখন। আপনাদের শিলিগুড়ি-জলপাইগুড়ি পার হয়ে দার্জিলিং গিয়েছিলাম। এখনো ভুলিনি সেই স্মৃতি।

আপনার কোনো কোনো লেখায় দেশ নিয়ে আপনার আকুতি চোখে পড়েছে। শৈশব-কৈশোরের সব স্মৃতি পিছনে ফেলে দেশান্তরী হওয়ার কি যন্ত্রনা, তা আমিও কিছুটা হলেও বুঝি।

ভালো থাকবেন আপনি; আপনার এবং আপনার হেমলতার জন্য শুভকামনা রইলো।

৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:০০

রাজা সরকার বলেছেন: এই মহার্ঘ্য মন্তব্যটি পড়ে আমি অভিভূত। আমার দেশান্তরী হওয়া বিষয়ে আপনার ধারণা সঠিক।
অনেক ভালো থাকবেন।
আন্তরিক শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.