![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
১
বিষণ্ণিনা, নৈশব্দের ডাকে কি ঘুম দেশে গেলে
কি পেয়েছ তুমি একা
উচাটন গান
চাঁদ হলুদ ঝাপসা মেঘে ঢেকে গেল আসমান,
ভাঙা শিরিষ কাঠের ভায়োলিন
বুকে চেপে বেত ফলের চোখে বেহালবাদক বসে আছে। ন্যাপকিনে জ্যোৎস্না মুছে
ফেল্টের মত গাছের সবুজে, শিশিরের মত বিষণ্ণিনা
ঘুম ভেঙে ফের ঘুম যায়
২
বেহালার সূর ছিড়ে খান খান হয়
জ্যোৎস্না করুন চোখে রাতের আঁচলে লুকিয়ে
অপেক্ষায়
একা বেহালার সূর ছিড়ে খান খান হয়
জ্যোৎস্না করুন চোখে রাতের আঁচলে লুকিয়ে
অপেক্ষায়
একা বিষণ্ণিনা ঘুমের ভেতর হাত বাড়ায়
বেহালার তার জড়িয়ে যায় শীতল আঙুলে
নিরন্তর পাহারায় থাকে তুষার পাহাড়
পড়ে থাকে বিষণ্নিনা একা
অন্তরায় চাঁদ ।
--------
কবিতার পোস্ট: বিষণ্নিনা
যন্ত্রসঙ্গীত: ভায়োলিন
--
ড্রাফট ১.০ / বিল্ট-ইন মাইকে ধারণকৃত
২য় অংশটি মেহবুবার কাছ থেকে পাওয়া
৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৫
স্বদেশ হাসনাইন বলেছেন: আপনি কেমন আছেন ছন্দ্বহীন? ব্লগে আসার জন্য থ্যাংকস
২| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫০
রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার আবৃত্তি।
আবারো বলছি হিংসা করার মত কণ্ঠস্বর
অনেক সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৮
স্বদেশ হাসনাইন বলেছেন: সবিনয় ধন্যবাদ তানিম
শুভ কামনা
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৭
আরজু পনি বলেছেন:
আমি মনে করতে পারছি না, আপনার ব্লগে এই প্রথম কি না!
২য় ভালো লাগা!
আবৃত্তি কি আপনার কন্ঠে!!!!!
তাই যদি হয় তবে তো আবৃত্তি শোনার লোভেই আসত হবে আপনার এখানে...
বিষন্নিনা সহ ৩টা শুনলাম, ৪ নম্বর তো গান!!!!!
রেকর্ড্ও করে রাখছি.....
অদ্ভুত!!!!!
আপনার এখানে এসে মন ভরে গেল
ভালো লাগার সাথে শোকেসে ও নিলাম...
৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২০
স্বদেশ হাসনাইন বলেছেন: আরজুপনি, হয়তো প্রথম বারই এলেন
হ্যা এটা ঝোঁকে বশে রেকর্ড করা কম্পিউটারে
এত সুন্দর করে মন্তব্য রাখলেন!
আপনার এই অনুপ্রেরণার বিনিময় হয় না!
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২০
আরজু পনি বলেছেন:
উল্লেখ্য "বিষণ্ণিনা" আবৃত্তিটা দারুণ হয়েছে!!!
৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২১
স্বদেশ হাসনাইন বলেছেন: কৃতজ্ঞতা
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৩
ভিয়েনাস বলেছেন: খুব বেশি চমৎকার আবৃত্তি । আবৃত্তি করার মতোই অসাধরন কন্ঠ
৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫
স্বদেশ হাসনাইন বলেছেন: মন্তব্যে ভরসা পেলাম
আস্তরিক ধন্যবাদ, ভিয়েনাস
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭
তারার হাসি বলেছেন: বাহ !!
সবাই কত কত যে প্রতিভা লুকিয়ে রেখেছে কে জানে...
৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ কৃষ্ণচূড়া
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৮
মাহমুদা সোনিয়া বলেছেন: ওনেক ওনেক ওনেক ভালো লাগলো। শুভাকামনা রইল।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৫
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদা সোনিয়া।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪২
বাঘ মামা বলেছেন: সাবাস!
কন্ঠ হলে এমনি হওয়া উচিৎ
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৭
স্বদেশ হাসনাইন বলেছেন:
বাঘ মামা, অনেক ধন্যবাদ। আপনার রাজসিক কণ্ঠের সুনাম তো সবাই জানে।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২
মেহবুবা বলেছেন: আপনার আবৃত্তিও চমৎকার ।
এত ছোট কবিতা কেন ? ঠিক মন ভরলো না ।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৯
স্বদেশ হাসনাইন বলেছেন: মেহবুবা , এটা প্লিওসিন এর পোস্টে কমেন্ট হিসেবে ইনস্ট্যান্ট দেয়া কয়েকটা লাইন। পুরো কবিতা লেখা হয়নি।
থ্যাংকস
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার অদ্ভুদ কণ্ঠ
যা আবৃত্তির জন্যই তৈরি ।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৯
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ কবি
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আপনার কন্ঠের প্রশংসা আগেও করেছি হাসনাইন! চমৎকার
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৬
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ জীবনানন্দ দাশের ছায়া। আপনার আবৃত্তিটা আমারব্লগে প্রথম আবৃত্তি।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
হাসনাইন আপনার অনুমতি ছাড়া আপনার একটা কবিতা পড়েছিলাম (মোবাইলে রেকর্ডকৃত)-
আপনার কবিতা
এটা অন্য ধারার একটা কবিতা, কথোপকথন গোছের (জনৈক হেমায়েতপুরীর লেখা)-
রাজাকারের সাথে কথোপকথন
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৬
স্বদেশ হাসনাইন বলেছেন: আমি খুলতে পারছি না। এটা কি ওয়েভ কনভার্ট করে দেবেন?
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৭
মেহবুবা বলেছেন: বিষণ্ণিনা, নৈশব্দের ডাকে কি ঘুম দেশে গেলে
কি পেয়েছ তুমি একা
উচাটন গান
চাঁদ হলুদ ঝাপসা মেঘে ঢেকে গেল আসমান,
ভাঙা শিরিষ কাঠের ভায়োলিন
বুকে চেপে বেত ফলের চোখে বেহালবাদক বসে আছে। ন্যাপকিনে জ্যোৎস্না মুছে
ফেল্টের মত গাছের সবুজে, শিশিরের মত বিষণ্ণিনা
ঘুম ভেঙে ফের ঘুম যায়
বেহালার সূর ছিড়ে খান খান হয়
জ্যোৎস্না করুন চোখে রাতের আঁচলে লুকিয়ে
অপেক্ষায়
একা বিষন্নিনা ঘুমের ভেতর হাত বাড়ায়
বেহালার তার জড়িয়ে যায় শীতল আঙুলে
নিরন্তর পাহারায় থাকে তুষার পাহাড়
পড়ে থাকে বিষন্নিনা একা
অন্তরায় চাঁদ ।
( অপচেষ্টা কবিতা লেখার , সবিনয়ে পেশ করলাম)
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩১
স্বদেশ হাসনাইন বলেছেন: পৃথিবী সুন্দরতম বিস্ময় মেহবুবা
দারুণ! আমি এড করে নেই..
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪০
সানজিদা হোসেন বলেছেন: খুব খারাপ খুব খারাপ। এইটা খোদা অবিচার করছে। আপনাকে এত্ত এত্ত প্রতিভা দিয়ে আমাদের খালি মাথায় দুনিয়ায় পাঠাইছে।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৫
স্বদেশ হাসনাইন বলেছেন: সানজিদা,
মাথার ভিতরটা যে ভর্তি সেটা প্রমাণ করা সোজা। মাইক্রোফোনে যা আছে রেকর্ড করে তুলে দিন। আপনার নিজের কবিতা তো আছেই!
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৮
রিয়েল ডেমোন বলেছেন: ভাইয়া আপনার ভয়েজ সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৩
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস রিয়েল ডেমোন
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ঘুম ভেঙে ফের ঘুম যায়- এই জায়গাটা অদ্ভুত লাগছে শুনতে!
অট: আজকে ইনসমনিয়াক আড্ডায় গান: ঘুমন্ত শহরে ছোট্ট নদী ডাকে না অমিতদা গেয়ে শোনাইছে। অদ্ভুতসুন্দর সন্ধ্যা কাটছে আজ ।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৫
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস পি-অর-জি
আমি ইমেইলে ঘুমন্ত শহরে গানটা শুনে তো নিজেই চিনতে পারিনি। এত সুন্দর করে গেয়েছে অমিত।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৯
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪০
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ কবি
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
হাসনাইন টেকনিক্যাল বিষয়গুলো আমি একদমই বুঝিনা আমার মোবাইলে এটা বাজে, কিন্তু পিসিতে দেখলাম বাজছেনা
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৩৮
স্বদেশ হাসনাইন বলেছেন: http://www.convertfiles.com/
এখানে গিয়ে কনভার্ট করেছি। আউটপুটে এমপিত্রি দিলে পিসিতে বাজানো যায়।
দারুণ হয়েছে, কবি। ভীষণ আনন্দিত।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৫
আরজু পনি বলেছেন:
নিজের প্রিয়তে থাকলেও আপনার এখানেই ভালো লাগাটা আলাদা মাত্রা পায়...
তাই আবৃত্তি শোনার লোভে আবার এলাম...
নতুন সংযোজন হয়েছে...নিশ্চয়ই আবৃত্তিতেও যোগ করেছেন...শুনে নেই
৩১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩২
স্বদেশ হাসনাইন বলেছেন: আরজুপনি, আবৃত্তি রেকর্ড ইউটিউবে কনভার্টে ঝামেলা বেশ। মেহবুবা যে অংশটা দিয়েছে সেটা সহ পরে একসময় করব আশা রাখি।
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৪
মাহী ফ্লোরা বলেছেন: দারুন!
এত্ত ভাললাগার কথা বারবার বলতে ভাল লাগেনা।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৩
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ কবি
আপনার একটা কবিতা পড়ছিলাম, সুকন্যা নামের। কমেন্ট করার সময় ঠিক বুঝি নি। কিন্তু অসম্ভব ভাল লাগলো পড়তে। সামনের বছরে পোস্ট দেব আশা রাখি।
২১| ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৫
anisa বলেছেন:
কবিতা আবৃত্তি সুন্দর,
কন্ঠস্বর চমত্কার !
বিষন্ন কবিতা ! বিষন্ন ভালোলাগা !
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:১৯
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ আনিস
২২| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৮
সানজিদা হোসেন বলেছেন: আমার গলা রেকর্ড করলে বাচ্চাদের মত শোনায়।
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:২০
স্বদেশ হাসনাইন বলেছেন: তাহলে তো ভাল, ছোটদেরও তো কবিতা আছে , সেগুলো করে ফেলেন
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
নীরব 009 বলেছেন: বিষণ্ণিনার ঐ পোষ্টে কমেন্ট করতে পারলাম না।
বিষণ্ণিনা মানে কি কবি? ভালই লাগছে উচ্চারণ করতে
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:২১
স্বদেশ হাসনাইন বলেছেন:
ধন্যবাদ প্রিয় নীরব
বিষণ্নিনা মেলাঙ্কলিয়া শব্দটার বাংলা
বিষণ্ন মেয়ে
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৭
দুরন্ত জেসি বলেছেন: অসাধারন কবিতা+আবৃত্তি।
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:২১
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস
২৫| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: চমৎকার কবিতা এবং সেসাথে আবৃত্তি। খুবই চমৎকার।
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:২১
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ রেখে গেলাম, গল্পকার
২৬| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৯
মাহী ফ্লোরা বলেছেন: আচ্ছা। তাড়াতাড়ি দিয়েন। শুনতে ইচ্ছে করছে।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৬
স্বদেশ হাসনাইন বলেছেন: একটা ধৈর্য ধরেন মাহী । আপনার একটা ছোট কবিতা নিয়ে বসেছি। খণ্ড কবিতা..শেষ হোক
২৭| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এমনই হবার কথা ছিলো।
শুভেচ্ছা স্বদেশ।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৬
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংক্স সাজি
২৮| ১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
বেশ কিছু লিখা পড়ে রাতে এখানে এসে থেমে গিয়েছিলাম ।
এত্ত সুন্দর বুনন, এলিমেন্ট সিলেকশন -দারুন লাগলো এই কবিতাটা ।বেত ফলের চোখে' 'ফেল্টের মত সবুজে –এসবের খুব চমৎকার প্রয়োগে হল এই কবিতায় । আবৃতিতে মুগ্ধতা ।
আমারও কিছু লিখতে ইচ্ছে হচ্ছিল রাতে এই কবিতা পড়া আর শোনার পরঃ
নেবুলাস সন্ধার বিমর্ষ পৃথিবীটা আজ ছিল প্রচন্ড
শৈত্যাক্রান্ত, শববাহকের গাড়ি তুষারক্রান্ত হয়ে
দিক হারিয়েছে রাতারন্যে, শুনে যাই ম্লানচোখে কার
হিমবেহালা বাজছে, হাড়ের শহরে অলিগলির রাত্রিপথ
প্লাবিত হয়েছে নীল মদের রুধিরে, ভায়োলিনের আকাশ
ভারী হয় বায়ুকোষে বন্দী টলমল শিশিরের নৈশব্দ্যে,
বায়ুকোষের শুন্যতা আঙুল বেঁধে রাখে চারটি তারে
ক্রমশ ক্ষয়ে যাওয়া চাঁদ পারদের মত ভেষে যায়
জলের অস্পর্ষে, শিরিষের ডালে বসে সন্নাসব্রত
পালনে ব্যস্ত একটা দলছুট লক্ষিপ্যাঁচা, ভেঙে যায়
শৈত্যগ্রস্থ রাতের নকটার্ন আর নবম মেঘে বসে
এইসব দেখে যায় স্বার্থপর কসমিক বেবিসিটার ।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২১
স্বদেশ হাসনাইন বলেছেন: প্রিয় ফাহাদ, আমি বাকরুদ্ধ
এটা আলাদা পোস্ট হোক যদি না হয়ে থাকে অলরেডি
=
বহুবার পড়ার পর একটা কথা মনে হল - শৈত্যাক্রান্ত শব্দটা বদলে অন্য কোন শব্দ দেয়া যায় কিনা। একই লাইনে তুষারাক্রান্তের সঙ্গে পড়তে গিয়ে আটকে যায়। বাকিটুকু খুব ভাল।
২৯| ১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
অটঃ আপনার লিরিকে অমিতের কম্পোজ করা গানটা অসাধারন লাগলো, কিছুদিন আগে আড্ডায় শুনলাম ।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২২
স্বদেশ হাসনাইন বলেছেন: ভাবতে গিয়ে অন্যরকম লাগছে।
অনেক আগে গিটারে পেয়েছিলাম এটা
৩০| ১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৩
অন্ধ আগন্তুক বলেছেন:
আমি ভেঙে পড়ি লেখার কিংবা সুখের দেয়াল ভেঙ্গে পড়ার আগমূহুর্তের সঙ্গে কিংবা একটা উটকো শীতহাওয়া যেখানে কতিপয় বিভ্রান্ত শীতঝরা পাতা উড়িয়েছিলো ভুলধূলি কৃষ্ণপিচপথে , সেভাবে । তার আগে আমার বর্তমান প্রেয়সীর ভূতপূর্ব হৃৎপিন্ডের বিকিকিনিতে আমার মন কিছুটা খারাপ হলেও সেটা আমায় পুষিয়ে নিতে হয় আমার পেন্সিলপোট্রেট এঁকে দেয়া কিশোরীর হারিয়ে যাওয়া পেন্সিল কিংবা ব্লুরিং বাবল দিয়ে ! বিনিময়প্রথায় অভ্যস্ত হতে চাইলেও বারবার দুঃখবোধে আক্রান্ত করে সার্ধশত বছর আগে জন্মানো হতচ্ছাড়া বুড়োটা ! আচ্ছা , জন্মকালেও ওঁর সব চুল সাদা ছিলো কিংবা পৃথিবীর সব শব্দের রিফাইনারি ছিলো ? সে প্রশ্ন বাদ দিয়ে দুঃখ বলে রইনু চুপে শুনে আমার সুখে থাকতে ভূতে কিলানোর মেলাঙ্কোলিয়া জেগে উঠে যেতে বলি – ফ বর্গীয় শব্দ মধ্যমাযোগে ! গালি কিংবা অশ্লীল কিছু না মনে করেই দেয়া এটা , মনে হয় প্রাক্তন, ধাতুমাথার শয়তান হবার পূর্বফল ! প্রাচ্য পাশ্চাত্যের মিউজিক্যাল ডিলেমা এইসব ভাবনা নুইয়ে দেয় কিছু একটা লেখার কথা ছিলো , ডিসাইফার করার মতো কিছু চিহ্নক ছিলো , পাঠোদ্ধারে । আদিম অভিযোজন আর ক্লিনিক্যালি সুস্থ মনের বাক্স ঝকঝকে আর কীবোর্ড অক্লান্তিক । বর্ণাক্ষরেও এখন দায়বদ্ধতা ! শোধপত্রের স্বাক্ষীরা ছায়াহাসি বলে ওঠে –
শেষ !
উপক্রমসংহার নামের এই লেখাটা নিছক একটা লেখা ছিলো , স্বতস্ফূর্ততার শেষবিন্দুতে । বিষণ্নিনা শুনতে শুনতে অনেক খুঁজে এখানে দিলাম । ক্ষমার্হ ।
ভালো থাকবেন প্রিয় স্বদেশ হাসনাইন ।
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩৭
স্বদেশ হাসনাইন বলেছেন: প্লাস্টিক ভবিষ্যতের উষ্ণতায় প্রার্থিত ভোর অবলোকন। নীলাভ রোদ্দুর ধৈবতে কখনো নিষাদ মিশ্রিত হয়, পয়ার ছন্দে আকর্ষি লাউ মাচা, একুয়ার রেজিয়ায় গলে যাওয়া, ঢেঁকি ছাটা হচ্ছে আর জমিন চিঁড়ে মৌমাছি। উল্টোপথের পথিক আমাকে জৈন্তা পাহাড়ের ছায়ায় নিয়ে যায়।
অন্ধ আগন্তুক!
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩২
ছন্দ্বহীন বলেছেন: Kemon asen স্বদেশ Da?