নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

আলোছবি

১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

আলো ঢুকে সময় হঠাৎ বেরিয়ে যায় বাড়ি থেকে!

কেন আর ফেরে না,

প্রাচীন গল্পের মত

মন বদলে ঋষি হয়ে যাওয়া মানুষের মত

অপ্রসূতিকে একবার না দেখেও শুন শান রাত্রিতে

নবোজাত ছবির স্পর্শ দিয়ে যায়



লেন্স কেটে তুলে আনলাম অপ্রসূত গর্ভজাত ছবি, অপরিণত সে ছবি

আলো ও আঁধারী গাত্রবর্ণ, সুঘন প্রণয়ের মত

এত তীব্র এখনো সে আসেনি বের হয়ে এসে যাবে

চিত্রছবির বাইরে বহিরাগত পড়শিরা দেখতে এলে

কি দেখাই আধেক নির্মিত

নরম, তুলতুলে পায়ের অনেকটাই তিমির ডার্করুমে পরিস্ফুত হয় নি

অথচ বাঁচাতেই হবে অপ্রসূত হৃদয়ের চিত্র

সবুজ পাতার চেয়ে স্পষ্ট ত্বক

হাতের রেখা ভাঁজে মুদ্রিত ছবি হাই তোলে

এবং বিরহের গান গায় বৃত্তাকার জীবনেরএফস্টপে

-

একটা প্রিয় দৃশ্যকল্প বাঁচাতে চারপাশে জঞ্জালের স্তুপ বাড়ালাম। অসম্পূর্ণ অসংলগ্ন নিজের সাথে কথা বলা আদিম নেশার মত। ভাল পাঠকেরা অর্থহীনতাকে ক্ষমা করে দিক।

ড্রাফট ০.১

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫

একজন আরমান বলেছেন:
থিমটা একটু খটকা লাগছে। একটু বুঝিয়ে বলবেন কি?

১০ ই জুন, ২০১৩ রাত ১:১৯

স্বদেশ হাসনাইন বলেছেন: আমি নিজেও যে বুঝেছি তা না। কিন্তু
লিখে যেতে মজা পেলাম
স্বীকার করে নেই অর্থহীন খুব
এটা এখনো যেন শেষ হয় নি :)

২| ১০ ই জুন, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
আচ্ছা আমি নিজের মতো করে সাজিয়ে নিলাম।

৩| ১০ ই জুন, ২০১৩ সকাল ৮:৩০

সোহাগ সকাল বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল! :|

৪| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

:| :| :| :| :| :| :| :| :| :|

৫| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫০

সায়েম মুন বলেছেন:
আমি অর্থ খুঁজলাম না। পড়তে বেশ লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.