![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
নিজেকে ভালবাসাই বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন । আজন্ম এই প্রেম জনপ্রিয়। এ সত্ত্বেও মহাবিশ্বের বিশালতায় আত্মপ্রেমের চেয়ে বড় মূর্খতা এবং হাস্যকর আর কিছু কিছু নেই।
২
সেলুকাস! ঠোঁট যখন খাবারে স্পর্শ করে
আমরা সে স্পর্শকে চুম্বন বলি না
৩
দৃষ্টিশক্তির স্বল্পতায় দিগন্তকেই মনে হয় শেষ স্থান। শেষ বলেই তাকে পর্বতের চূড়ার মত গন্তব্য মনে হয়। জয় করার মেকি ইচ্ছে হয়। সে সাধ তাড়িয়ে বেড়ায় মানুষের মন কে। চাঁদ ঘোরে, সূর্য ঘোরে। বিশ্বের সব কিছুই ধ্বংস আর সৃষ্টির ভিতর অবিরত চলে। কক্ষপথ আছে, জীবনচক্র আছে। গন্তব্যের মরীচিকা আছে, কিন্তু চূড়ান্ত গন্তব্য বলে কিছু নেই।
৪
আর ৩০ বছর বাঁচবে? ৪০? ৫০?
গণিতটা যে কেউই বোঝে,
সাজিয়ে রাখছি তাকে বই, ধার দেবো না
বাড়ির সামনে নেমপ্লেট, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ
ক্রয় সূত্রে যে জমি কেউ কেড়ে নিতে পারবে না,
কেড়ে নেয়া লাগবেও না।
পড়েই থাকবে সব।
ভবিষ্যতের একটা পৃথিবীতে আমি তুমি নেই।
৫
ভূমি আর বাতাসের মধ্যে ভূমির মূল্য আকাশচুম্বী। ভূমির দখলের জন্য হত্যাকাণ্ড পর্যন্ত সংঘটিত হলেও ভূমিহীন হলেও বেঁচে থাকা যায়। তবুও ভূমির সীমানায় কাঁটাতারের বেড়া থাকে। পাসপোর্টের সিল ব্যতিত অন্যের অধিকৃত ভূমিতে পা ফেলা নিষেধ। অথচ যে বাতাস ছাড়া পাঁচ মিনিট বেঁচে থাকা যায় না তার কোন সীমানা নেই, পাসপোর্ট নেই, তার কোন মূল্যও নেই।
--
ড্রাফট ১.০
ঠিক কবিতা না, অন্য কারো জন্য লেখার আইডিয়া।
২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৪
মুক্তকণ্ঠ বলেছেন: ঠিক কবিতা না, অন্য কারো জন্য লেখার আইডিয়া।
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭
অর্থনীতিবিদ বলেছেন: জীবনের চরম কিছু সত্যকে তুলে এনেছেন সকলের সামনে। ধন্যবাদ।
৪| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭
এ.এ.এম বিপ্লব বলেছেন: কুহক' বলেছেন: ধার নেবার মতো উপকরণ আছে।
৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪১
কয়েস সামী বলেছেন: চমত্কার!
৬| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাসনাইন মানেই ভালো কিছু, পাঠক হিসেবে সেই আস্থা তার উপর সব সময় থাকে।
ধন্যবাদ
১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৪
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ অনেক
৭| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪১
ভিটামিন সি বলেছেন: শেষের টায় ৫ মিনিট না লিখে ১ মিনিট লিখেন। ভালো লিখেছেন।
৮| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলে জীবটা খুব সংক্ষিপ্ত আবার অনিশ্চিৎ কবিতার মতই হতে পারে অতিদীর্ঘ,কিংবা এক লাইনের! ছন্দময় কিংবা দারুণ ছন্দহীন।
১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৪
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭
মামুন রশিদ বলেছেন: দারুণ !
১০| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার!
১১| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার বাবা-মা একটি সন্তান চেয়েছিলেন
এবং তারা পেলো আমাকে
আর আমি একজন মা এবং একজন বাবা চেয়েছিলাম
পেলাম নিশীথ আর সমুদ্রকে। - কাহলিল জিবরান।
এমন ছোট ছোট কথামালা অনেক সময় কবিতা হয়না, কিন্তু চিন্তার থাকে অনেক কিছু। থাকে দর্শন। থাকে গভীর অনুভূতি। আপনার এই ছোট ছোট কথামালা ও একসময় এমনতর দর্শন হয়ে উঠবে।
ভালো থাকুন, সব সময়।
১২| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬
সায়েম মুন বলেছেন: সত্য সুন্দর!
১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯
জুবাইদুর আকাশ বলেছেন: গূড,,,
১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা রইলো।
১৫| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো বলেছেন। থটফুল... চিন্তা-জাগানিয়া।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
কুহক' বলেছেন: ধার নেবার মতো উপকরণ আছে।